রূপচর্চা ও বিউটি টিপস

ফরাশি রূপ রহস্য এবার আপনার হাতের মুঠোয়

Debapriya Bhattacharyya  |  Jan 31, 2022
ফরাশি রূপ রহস্য এবার আপনার হাতের মুঠোয়

টাইটানিকের সেই বিখ্যাত সংলাপটা মনে আছে যেখানে রোজ তার মনের মানুষ জ্যাককে বলেছিল, “পেন্ট মি লাইক ওয়ান অফ ইওর ফ্রেঞ্চ গার্লস!” আসলে ফরাসি মহিলাদের একটা অদ্ভুত সৌন্দর্য রয়েছে! কখনও তাঁদের দিকে ভাল করে তাকিয়ে দেখবেন, তাঁদের গায়ের রঙের জন্য কিন্তু তাঁদের দেখতে সুন্দর লাগে না। তাঁদের ত্বকে একটা অন্যরকম ঔজ্জ্বল্য রয়েছে যা তাঁদের অন্য সকলের চেয়ে আলাদা করে রাখে! আর এই সৌন্দর্যের পিছনে লুকিয়ে আছে অনেক দিন ধরে, বলতে পারেন বংশানুক্রমে চলে আসা এক বিশেষ যত্নের রুটিন। (french skin care secret reveled)

ফরাশি মহিলাদের সৌন্দর্যের রহস্য

কিছু দিন আগে পর্যন্তও কোরিয়ান স্কিনকেয়ার রুটিন খুব বেশি জনপ্রিয় হয়েছিল। তবে এখন কিন্তু আবার বেশিরভাগ মহিলাই ত্বকের নানা সমস্যার সমাধান একেবারে গোড়া থেকেই সমাধান করার দিকে বেশি ঝুঁকছেন। আর ফ্রেঞ্চ স্কিনকেয়ার রুটিনের ইউ এস পি এটাই! ফরাসি মহিলারা নিজেদের সৌন্দর্য ধরে রাখতে কিন্তু এতটুকুও কমপ্রোমাইজ করেন না। ত্বকের দাগ-ছোপ বা অ্যাকনে ইত্যাদি মেকআপ করে না ঢেকে বরং সেগুলি গোড়া থেকে নির্মূল করার দিকেই তাঁরা বেশি আগ্রহী। এছাড়াও স্নান করাটা কিন্তু এঁদের কাছে একটি বিউটি রিচুয়াল (french skin care secret reveled)। নানা রকমের বাথ সল্ট, হার্বস, এসেনশিয়াল অয়েল – ইত্যাদি দিয়ে এঁরা স্নান করেন। ফলে এঁদের সৌন্দর্য আরও বেশি করে ফুটে ওঠে। তাছাড়াও প্রতিদিন এঁরা একটি বিশেষ স্কিনকেয়ার রুটিন মেনে চলেন।

ধাপে ধাপে শিখে নিন ফ্রেঞ্চ স্কিন কেয়ার রুটিন

ফরাসি মহিলাদের মতো কোমল এবং উজ্জ্বল ত্বকের অধিকারিণী যদি আপনিও হতে চান, তা হলে রোজ কিছুটা সময় কিন্তু আপনাকেও ত্বক পরিচর্যার পিছনে ব্যয় করতে হবে। তবে এটুকু বলতে পারি, সারাদিনে মাত্র আধঘণ্টার বেশি সময় আপনাকে খরচ করতে হবে না। ওই আধ ঘণ্টা না হয় সোশ্যাল মিডিয়ায় কম থাকলেন!

প্রথম ধাপ: ক্লেনজিং – আপনি হয়ত ভাবছেন যে, সব ধরনের স্কিনকেয়ার রুটিনেই তো প্রথম ধাপ ক্লেনজিং। ফ্রেঞ্চ স্কিনকেয়ার রুটিনে আবার নতুন কী? আরে বাবা বলছি, একটু ধৈর্য ধরুন। ক্লেনজিং বলতে সাধারণত সবাই বোঝেন ফেসওয়াশ বা ক্লেনজিং মিল্ক দিয়ে মুখ পরিষ্কার করা। ফ্রেঞ্চ স্কিনকেয়ার রুটিনে কিন্তু ব্যপারটা একদম আলাদা। মিসেলার ওয়াটার দিয়ে মুখ পরিষ্কার করা হয় এখানে, কোনওরকম সাবান, ফেসওয়াশ বা হার্শ প্রোডাক্ট ব্যবহারই করা হয় না।

দ্বিতীয় ধাপ: টোনিং – ফরাসি ত্বক পরিচর্যার ক্ষেত্রে টোনিংও খুব গুরুত্বপূর্ণ একটি ধাপ। টোনার মানে কিন্তু যে-কোনও একটি অ্যাসট্রিনজেন্ট লোশন তুলোয় করে নিয়ে মুখ-গলা-ঘাড় ঘষে নিলেন আর তারপরই ত্বকে একটা চিড়চিড়ে জ্বালার অনুভূতি… না, একেবারেই নয়। আপনি এমন কোনও টোনার ব্যবহার করতে পারেন যাতে ফেনল নেই অথবা চাইলে আপনি গোলাপ জলও ব্যবহার করতে পারেন। এতে ত্বকের ভিতরে জমে থাকা ময়লাও বেরিয়ে আসে এবং ত্বক গভীর থেকে পরিষ্কার হয়ে যায়। (french skin care secret reveled)

তৃতীয় ধাপ: সিরাম অ্যাপ্লিকেশন – নানা কারণে আমাদের ত্বক প্রতিদিনই ক্ষতিগ্রস্ত হয়। এগুলো যদি মেরামত না করা যায়, তা হলে পরে গিয়ে বড়-সড় ত্বকের সমস্যা দেখা দিতে পারে। ফরাসি স্কিন সিরামগুলি অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন-এ সমৃদ্ধ হয় ফলে ত্বকের কয়েক স্তর গভীরেও যদি কোনও সমস্যা হয়ে থাকে, প্রতিদিন সিরাম লাগালে তা মেরামত হয়ে যায় এবং ত্বক ভিতর থেকে উজ্জ্বল হয়ে ওঠে।

চতুর্থ ধাপ: ময়শ্চারাইজিং – ফরাসি মহিলারা ময়শ্চারাইজার হিসেবে খুব ঘন ক্রিম ব্যবহার করেন। কারণ, ওঁদের দেশের আবহাওয়া অনেক বেশি ঠান্ডা। কিন্তু আমরা যারা গ্রীষ্মপ্রধান দেশে বাস করি, তারা নিজের ত্বকের ধরন অনুযায়ী যে-কোনও হারবাল ময়শ্চারাইজার ব্যবহার করতে পারি। চাইলে অবশ্য দুধের সর (যাঁদের ত্বক শুষ্ক) বা টক দই (যাঁদের ত্বক তেলতেলে) ব্যবহার করা যেতে পারে।

পঞ্চম ধাপ: ফেস মাস্ক – সবশেষে ফেস মাস্ক লাগানো খুব জরুরি। আপনি নিজের ত্বকের ধরন অনুযায়ী ঘরে তৈরি ফেসমাস্কও লাগাতে পারেন আবার ভাল ব্র্যান্ডের কোনও শিটমাস্কও ব্যবহার করতে পারেন। চাইলে প্রতিদিন বা সপ্তাহে একদিনও শিটমাস্ক ব্যবহার করতে পারেন।

POPxo এখন চারটে ভাষায়! ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!      

বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!

Read More From রূপচর্চা ও বিউটি টিপস