রিলেশনশিপ

মনের মানুষটিকে পাঠাবেন নাকি এই দুষ্টুমিভরা সেক্স মিমগুলো?

Parama Sen  |  May 24, 2019
মনের মানুষটিকে পাঠাবেন নাকি এই দুষ্টুমিভরা সেক্স মিমগুলো?

মিম (Memes) ব্যাপারটা যিনি আবিষ্কার করেছিলেন, তাঁকে কি নোবেল দেওয়া হয়েছিল? বোধ হয় না! ঘোরতর অন্যায় কিন্তু যা-ই বলুন! সামান্য ছবি আর কয়েক লাইন লেখা দিয়ে যে নিজের মনের কথা এত সুন্দর করে বোঝানো যায়, তা মিম না এলে কে-ই বা জানত! আজকাল মনের সব ভাব প্রকাশ করার জন্য এই একটি অস্ত্রের সাহায্য নেয় সকলে। এমনকী, আপনি দুষ্টুমি করতে চাইলেও মিমকুল আপনার বরাবর সঙ্গ দেবে!

এই যেমন, শনি-রবি পড়ব-পড়ব করছে, চারদিকে বেশ একটা ফুর্তি-ফুর্তি ব্যাপার…এই সময়ই তো দুষ্টুমি করতে ইচ্ছে করে, তাই না? আমরা আবার বাঙালি, পরিশীলিত, বইয়ে মুখ গুঁজে চলা জাতি! আমাদের মনের সব রকম ইচ্ছে সেই ছোট্টবেলা থেকে চেপে রাখতে শেখানো হয় যত্ন করে! আমাদের বুক ফাটে, তেষ্টা পায়, কিন্তু মুখ ফোটে না! কিন্তু সব সময় সবকিছু কি চেপে রাখা যায় বলুন? তখন মাথার মধ্যে ভর করে সেই হিন্দি ছবি অস্তিত্ব-র তব্বু! রেগেমেগে বলতে ইচ্ছে করে, আরে বাবা, যদি শরীরের খিদে মুখে চলে এসে গলা ফাটাতে ইচ্ছে করে, তাইলে কী করুম? ওই দ্যাখো, ওসব বলতে নেই না? গুরুজনরা বুঝি এই শিক্ষা দিয়েছেন?

নাঃ, তাঁরা দেননি! তাঁদের কথা অনুযায়ী তো, সব সন্তানেরা টুপ করে একদিন আকাশ থেকে সটান কোলে এসে পড়েছিল…কিন্তু সত্যিটা তো আর তা নয়! তাই আমাদেরও ভারী শয়তানি করতে ইচ্ছে হয় মাঝে-মাঝে! মনের মানুষটিকে দুষ্টুমিভরা মেসেজ পাঠিয়ে বলতে ইচ্ছে করে আর মেরা ভি মুড হ্যায়! 

কিন্তু ও ই যে, সরাসরি বললে খারাপ দেখায়! করলে খারাপ দেখায় না, শুধু বললে দেখায়! তাই আপনাদের মুশকিল আসান করতে আমরা এখানে নিয়ে এসেছি কিছু মজা-দুষ্টুমিভরা মিম, যেগুলো অনায়াসে আপনার মনের মানুষটিকে জানিয়ে দেবে আপনার মনের গোপন কথা! তা-ও এক্কেবারে পরিশীলিতভাবে! ওই যে, শুরুতে বলেছিলাম না, যিনি মিম প্রথম বানিয়েছিলেন, তাঁকে নোবেল দেওয়া উচিত!

৩০টি বাংলা কলোকিয়াল শব্দ ও তার মানে

উফ, সব সময় কি কথায় বোঝাতে হবে? এরকম দুষ্টু-মিষ্টি মিমেও অনেক সময় দিব্যি উসকে দেওয়া যায় পছন্দের মানুষটিকে!

আমরা বেশি কিছু বলতে যাচ্ছি না বাবা! সমঝদারোঁ কে লিয়ে ইশারা হি কাফি হ্যায়! এই মিমটা পাঠিয়েই দেখুন না একবার…

এর চেয়ে বেশি খোলাখুলি কিছু বলা যায় না ভাই! এবারও যদি তিনি বুঝতে না পারেন যে আপনি ঠিক কী বোঝাতে চাইছেন, তা বলে ফোন করে আচ্ছা সে বকুনি দিন!

ছবিসূত্র

এটা বেশ ফলাও করে বলা হল কিন্তু! ছবিটির মধ্যে কোনও কেমন-কেমন গন্ধ নেই! কেউ বলতে পারবেও না যে আপনি সুড়সুড়ি দিচ্ছেন! 

এটা সাধারণ সুড়সুড়ি! ঠিক তাঁকে উদ্দেশ্য করে নয়, কিন্তু বিলক্ষণ চাঁদমারিতে গিয়ে লাগবে!

এইটা কিন্তু এক্কেরে স্ট্রেট ফরওয়ার্ড! এই গোদা ছবি এবং লেখা দেখেও যদি তাঁর চিত্তে পুলক না জাগে, তা হলে ধিক আপনাকে!

খাঁটি পরিশীলিত ভাষা ফর পরিশীলিত লোকজন, যাঁরা অকথা-কুকথা এক্কেবারে পছন্দ করেন না!

আর কত করে বোঝাব বাপু? মুখ ফসকে কিছু বলতে তো পারছি না, তাই হাত ফসকে লিখেই ফেললুম!

বসে আছি পথ চেয়, ফাগুনেরও গান গেয়ে…কতক্ষণ আর গাইতে হবে শুনি? মেঘে-মেঘে অনেক বেলা তো হল…এবার একটু…

এইটা দিয়েই আজকের মতো শেষ করলাম! আসছে উইক এন্ডে বরং আরও কিছু নিয়ে ভাবব!

ছবি সৌজন্য ইনস্টাগ্রাম

POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!

আপনি যদি রংচঙে, মিষ্টি জিনিস কিনতে পছন্দ করেন, তা হলে POPxo Shop-এর কালেকশনে ঢুঁ মারুন। এখানে পাবেন মজার-মজার সব কফি মগ, মোবাইল কভার, কুশন, ল্যাপটপ স্লিভ ও আরও অনেক কিছু!

 

Read More From রিলেশনশিপ