ডি আই ওয়াই বিউটি টিপস

এই শীতে ত্বকের বিভিন্ন সমস্যা সমাধানে একাই একশো ঘি !

Indrani Bose  |  Dec 9, 2020
এই শীতে ত্বকের বিভিন্ন সমস্যা সমাধানে একাই একশো ঘি !

শীত পড়তেই আমার মা আমার ত্বক নিয়ে আরও বেশি চিন্তিত হয়ে পড়ে। আমার স্কিন কেয়ার রুটিনে আরও কিছু সামগ্রী যোগ করে। আর আমি পড়ি মুশকিলে। কারণ, সারাদিনের কাজের মধ্যে এত নিয়ম মেনে কি চলা যায়? কিন্তু মা সেসব কথা শুনতে মোটেই রাজি নয়। আর আমি জানি, এ গল্প শুধু আমার একার নয়। এ গল্প আমাদের সকলের। মায়েরা সব সময় স্কিন কেয়ার রুটিনে এমন সব জিনিস যোগ করে, তা আমাদের অবাক করে দেয়। কারণ, সেই উপাদানগুলি বাড়িতেই যেমন পাওয়া যায়। একইভাবে ত্বকের জন্য সেই উপাদানগুলি খুবই ভাল। তাই মায়ের কথা শুনে যখনই ত্বকের যত্নে সেই উপাদান ব্যবহার করি, দেখি ত্বক আগের থেকে অনেক ভাল হয়েছে। একইসঙ্গে ত্বক রয়েছে জেল্লাদার। আলাদাভাবে ত্বকে কোনও প্রোডাক্ট ব্যবহারের প্রয়োজনই হয় না। শীতের রুক্ষ ত্বকে খুবই কাজ করে ঘি। হ্যাঁ, অনেকেই হয়তো ঘি-র উপকারিতা জানেন। আবার অনেকেই জানেন না। শীতকালে ঘি কীভাবে ত্বককে ভাল রাখতে পারে, ত্বকের যত্নে ঘি(ghee in skin care)-র ভূমিকা নিয়েই আজ আলোচনা করব।

ত্বকের যত্নে ঘি

ত্বককে আর্দ্র রাখে ঘি। এবং এর মধ্যে ফ্যাটি অ্যাসিড রয়েছে। যা ত্বকের গভীরে গিয়ে ত্বকের আর্দ্রতা বজায় রাখে। কম বয়সেই মুখে বয়সের বলিরেখাও প্রতিরোধ করে(ghee in skin care)।

ঘি কীভাবে সাহায্য় করে

ডার্ক সার্কেলে ঘি লাগিয়ে নিন
আন্ডার আইজ় ক্রিমকে ব্রেক দিন। চোখের পাতায় ও চোখেরে তলায় ঘুমাতে যাওয়ার আগে প্রতি রাতে ঘি লাগান। পরদিন সকালে ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। (ghee in skin care)আপনি নিজের চোখেই পরিবর্তন দেখতে পাবেন।


ঠোঁট গোলাপি রাখুন
আঙুলের ডগায় এক ফোঁটা ঘি নিয়ে তা ঠোঁটে মেখে নিন। সারা রাত রেখে পরদিন ধুয়ে ফেলুন। নরম ও গোলাপি ঠোঁট পাবেন।


রুক্ষ ত্বকে ঘি লাগান
এক টেবিল চামচ ঘি-র সঙ্গে জল মিশিয়ে নিন। সেটি মুখে ভাল ভাবে মেখে নিন। মাসাজ করুন। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন(ghee in skin care)।


ত্বকের জেল্লা ফেরাতে ঘি ম্যাজিকের মতো কাজ করে(ghee in skin care)
দুধের সঙ্গে ঘি মিশিয়ে নিন। তা আপনার মুখে ও গলায় ভাল ভাবে মেখে নিন। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। ত্বকের জেল্লা দেখে সবাই কিন্তু সিকরেট জানতে চাইবে।

জেল্লাদার ত্বকের জন্য ব্যবহার করুন এই প্যাক

ঘি ও দুধ মিশিয়ে তৈরি করুন প্যাক…

এক টেবিল চামচ ঘি নিন। তার সঙ্গে মিশিয়ে নিন মধু। এক চা চামচ দুধ মেশান। একটি মিশ্রণ তৈরি হবে। সেই প্যাক ভাল ভাবে মুখে ও গলায় লাগিয়ে নিন। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। আপনার ত্বক থাকবে বেশ জেল্লাদার। ত্বকের যত্নে ঘি (ghee in skin care)খুবই উপকারী।

https://bangla.popxo.com/article/different-haircuts-for-various-face-shapes-in-bengali

POPxo এখন চারটে ভাষায়!ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!


বাড়িতেথেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন
#POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন
নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!

Read More From ডি আই ওয়াই বিউটি টিপস