পড়াশোনা

উচ্চমাধ্যমিকের পরই দিতে পারেন এই সরকারি চাকরির পরীক্ষাগুলো (Government jobs are taking applications after 12th grade)

Doyel Banerjee  |  Mar 15, 2019
উচ্চমাধ্যমিকের পরই দিতে পারেন এই সরকারি চাকরির পরীক্ষাগুলো (Government jobs are taking applications after 12th grade)

যারা ইতিমধ্যেই উচ্চমাধ্যমিক (12th) পরীক্ষা দিয়ে দিয়েছ আর যারা সামনের বছর দেবে বলে প্রস্তুতি নিচ্ছ, তারা এই পরীক্ষা পাশ করার পর ঠিক কী করবে ভেবে দেখেছ কি? যদি কলেজে ভর্তি হয়ে আরও পড়াশোনা করার কথা ভাব তাহলে ঠিক আছে। তবে যদি আর্থিক ভাবে স্বাবলম্বী (jobs) হতে চাও বা নিজের কাজের অভিজ্ঞতা একটু বাড়াতে চাও বা নিদেনপক্ষে আবার পড়াশোনার জগতে ফিরে যাওয়ার আগে একটু ব্রেক নিতে চাও তাহলে বলি তোমাদের জন্য সরকারি (government) চাকরির (jobs) দরজা খোলা। অনেক জায়গাতেই উচ্চমাধ্যমিক (12th) পাশদের চাকরির (jobs) জন্য আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়ে গেছে। তাই সময় থাকতেই চাকরির (jobs) জন্য সেগুলো ফিল আপ করে জমা দিয়ে দাও। 

এসব ক্ষেত্রে প্রধান সুবিধা হল পাবলিক সেক্টরে (government) কাজ (jobs) করলে তোমার সিভির ওজন বেশ অনেকটাই বেড়ে যাবে। তার সঙ্গে বাড়বে কাজের অভিজ্ঞতাও। তাছাড়া সেই আগের দিন আর নেই যখন লাইন দিয়ে এসব চাকরির (government) আবেদনপত্র তুলতে হত। এখন সব ফর্মই অনলাইনে পাওয়া যায়। এসো এখে নিই কোথায় কোথায় ফর্ম দেওয়া হচ্ছে।

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বা আরআরবি

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড মধ্য, দক্ষিণ, উত্তর ও পশ্চিম শাখায় প্রায় ১ লাখ লোক নিয়োগ করবে। হেল্পার, হসপিটাল অ্যাটেনডেন্ট, ট্র্যাক মেনটেনার, পোর্টার ও গেটম্যানের পদে প্রার্থী নেওয়া হবে। যে কোনও ভারতীয় নাগরিক যারা দশম শ্রেণীর পরীক্ষা উত্তীর্ণ হয়েছে বা আইটিআই থেকে পাশ করেছে তারা এই পরীক্ষায় বসতে পারবে। ১২ই এপ্রিল ২০১৯ এর মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

নির্বাচন পদ্ধতিঃ

তিনটে স্তরে হবে। কম্পিউটারের পরীক্ষা, শারীরিক সুস্থতার পরীক্ষা ও নথিপত্র খুঁটিয়ে দেখা। 

কীভাবে আবেদন করবে?

এই ওয়েবসাইটে গিয়ে প্রার্থীকে আবেদনপত্র জমা দিতে হবে।

আনুমানিক বেতনঃ

অ্যালাওয়েন্স সহ ১৮ হাজার

স্টাফ সিলেকশান কমিটি

যুগ্মভাবে ১০+২ স্তরের পরীক্ষা নেবে স্টাফ সিলেকশান কমিটি তাদের পোস্টাল সহকারী, সর্টিং সহকারী, ডেটা এন্ট্রি অপারেটার, লোয়ার ডিভিশানাল ক্লার্ক এইসব পদগুলির জন্য। আবেদনপত্র দেওয়া শুরু হয়ে গেছে এই মাসের ৫ তারিখ থেকে জমা দেওয়ার শেষ তারিখ হল ৫ এপ্রিল ২০১৯।

নির্বাচন পদ্ধতিঃ

কম্পিউটার সম্বন্ধিত লেখা পরীক্ষা, ডেসক্রিপটিভ পেপার ও টাইপিং টেস্ট।

আবেদন করুন এখানে

আনুমানিক বেতনঃ

৫,২০০ থেকে শুরু

মিনিসট্রি অফ ডিফেন্স

আবেদনপত্র নেওয়া হচ্ছে এএসসি ইউনিটে গ্রুপ সি পোস্টের জন্য যা নর্দার্ন কমান্ডের সঙ্গে যুক্ত। ২ মার্চ এই বিজ্ঞপ্তি জারি করা হয় এবং সেটা প্রয়াকশিত হওয়ার ২১ দিনের মধ্যে আবেদন করতে হবে। সুতরাং হাতে আর সময় বেশি নেই। ২২ এ মার্চের মধ্যে আবেদন করে ফেলো।

নির্বাচন পদ্ধতিঃ

লেখা পরীক্ষা, মেডিক্যাল ফিটনেস টেস্ট ও নথিপত্র খুঁটিয়ে দেখা হবে।

আবেদন কীভাবে করবে?

ডিএভিপি নোটিশে যেমন বলা আছে সেইমতো করে ডাকযোগে পাঠাতে হবে।

আনুমানিক বেতনঃ লেবেল ১ এ ১৮ হাজার থেকে শুরু

এমপ্লয়ি স্টেট ইন্সিওরেন্স কর্পোরেশন

১২৬৩ টি শূন্য পদে স্টেনোগ্রাফার নেওয়া হচ্ছে। কম্পিউটারের সাধারণ জ্ঞান থাকতে হবে। তবে নির্বাচন হয়ে গেলে ভারতের যে কোনও জায়গায় পোস্টিং হতে পারে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৫ এপ্রিল।

নির্বাচন পদ্ধতিঃ

লেখা পরীক্ষা সহ কম্পিউটার স্কিল ও স্টেনোগ্রাফির পরীক্ষা।

আবেদন করুন এখানে

আনুমানিক বেতনঃ

লেভেল ১ এ ২৫ হাজার।

ওয়েস্টবেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন

লোয়ার ডিভিশান সহকারী পদে কর্মী নিয়োগ হবে। অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ। অফলাইনে তার পরের দিনও দেওয়া যাবে।

শিক্ষাগত যোগ্যতাঃ মাধ্যমিক পাশ হতে হবে এবং কম্পিউটার জানতে হবে।

আবেদন করুন এখানে

POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!

Picture Courtsey: Pexels.Com, Facebook 

 

 

Read More From পড়াশোনা