ওয়েলনেস

করোনা আক্রান্তের থার্মোমিটার ও অক্সিমিটার বাড়ির অন্য সদস্যরা কীভাবে ব্যবহার করতে পারেন

Indrani Bose  |  May 19, 2021
করোনা আক্রান্তের থার্মোমিটার ও অক্সিমিটার বাড়ির অন্য সদস্যরা কীভাবে ব্যবহার করতে পারেন

করোনার দ্বিতীয় ঢেউ অনেক বেশি সংক্রমক এবং ভয়াবহ। প্রতিদিনের মৃত্যুর সংখ্যা তার প্রমাণ দিচ্ছে। এই সময়ে কোনও এক ব্যক্তি সংক্রমিত হলে, তিনি যদি উপসর্গহীন হন তবে তাঁর পরিবারের সংক্রমণের সম্ভাবনাও থেকে যাচ্ছে বৈ কী। উপসর্গ থাকলে তাঁকে সেফ হোমে রাখার ব্যবস্থা করা যায়। পরিবারের একাধিক সদস্যই যদি করোনায় সংক্রমিত হন, তবে তাঁদের কোভিড বিধি মেনে বাড়িতেই থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। প্রত্যেককেই আলাদা আলাদা কোয়ারান্টাইনে থাকতে হবে। গত বছর অক্সিমিটারের সেরকম প্রয়োজনীয়তা দেখা না গেলেও এইবার অক্সিমিটারের প্রয়োজন থাকছে প্রায় সবক্ষেত্রেই। একটি অক্সিমিটারের দাম হাজার টাকার উপরে। তার সঙ্গে থার্মোমিটারের দামও যোগ করতে হবে। বাড়ির প্রত্যেক সংক্রমিত সদস্যের জন্য আলাদা আলাদা অক্সিমিটার বা থার্মোমিটার ব্যবহার করা সব সময় সম্ভব হয় না। আর্থিক দিকটি লক্ষ্য রাখতে হবে। তাছাড়া একজন সদস্য সংক্রমিত হওয়ার পর বাড়ি থেকে বেরিয়ে আবার থার্মোমিটার কিনে আনাও ঠিক নয়।

সেক্ষেত্রে একজনের ব্যবহারের অক্সিমিটার ও থার্মোমিটার কি অন্য জন ব্যবহার করতে পারেন? চিকিৎসকরা সব সময়ই একজনের ব্যবহৃত সামগ্রী অন্যকে না ব্যবহারের পরামর্শ দেন। কিন্তু একাধিক অক্সিমিটার ও থার্মোমিটার কেনার সামর্থ না থাকলে তো একটাই ব্যবহার করতে হবে। তখন কীভাবে ব্যবহার করবেন (same thermometer and oximeter) ? সেই নিয়েও পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

 

এক অক্সিমিটার একাধিক ব্যক্তি ব্যবহার করলে কীভাবে ব্যবহার করবেন

এক অক্সিমিটার একাধিক ব্যক্তি কীভাবে ব্যবহার করবেন

 

এক থার্মোমিটার একাধিক ব্যক্তি কীভাবে ব্যবহার করবেন

করোনা রোগীর থার্মোমিটার অন্য়জন কীভাবে ব্য়বহার করবেন

যদি থার্মোমিটার করোনা রোগীর মুখে ব্যবহার করেন, তবে সেই থার্মোমিটার ব্যবহার করবেন না। অন্য় থার্মোমিটার ব্যবহার করবেন। 

https://bangla.popxo.com/article/diet-for-home-quarantined-covid-patient-for-fast-recovery-in-bengali

POPxo এখন চারটে ভাষায়! ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!      

বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!

Read More From ওয়েলনেস