বইপত্র

চিরদিন প্রাসঙ্গিক থাকবেন উমবের্তো একো (Happy Birthday Umberto Eco)

Doyel Banerjee  |  Jan 3, 2019
চিরদিন প্রাসঙ্গিক থাকবেন উমবের্তো একো (Happy Birthday Umberto Eco)

যারা উমবের্তো একোর একনিষ্ঠ ভক্ত তাদের জন্য প্রথমেই একটা সুখবর দিয়ে রাখি এই বছরেই অর্থাৎ ২০১৯ এ বসতে চলেছে উমবের্তো একোর মূর্তি। ১৯৩২ সালে ইতালির (Italy) আলেসান্দ্রিয়াতে জন্ম উমবের্তো একোর। শিল্পী মারকো লোদোলা দায়িত্ত্ব নিয়েছেন এই কাজটি করার। আজ উমবের্তো একোর জন্মদিন।তাই আজ এই খবর সত্যিই আনন্দের। যারা এখনও উমবের্তোর কাজ পড়ে উঠতে পারেননি, তারা জানেন না কী অমূল্য সম্পদের সন্ধান তাদের কাছে অজানা।তাদের জন্য এবং এই বিশ্বের সমস্ত একো ভক্তদের জন্য রইল এই তালিকা।উমবের্তো একোর ৪টি শ্রেষ্ঠ কাজ। কারণ চিরদিন প্রাসঙ্গিক থাকবেন উমবের্তো একো। ইতালির এই শব্দের জাদুকরকে জানাই শুভ জন্মদিন। Happy Birthday Umberto Eco

দা নেম অফ দা রোজ (The name of the rose)

 

এখনও পর্যন্ত উমবের্তো একোর অন্যতম শ্রেষ্ঠ কাজ এটি। ১৩২৭ সালে সেন্ট বেনেডিক্ট-এর মনাসট্রিকে কেন্দ্র করে লেখা এই উপন্যাসের পরতে পরতে সূক্ষ্ম হাসি আর চমক। এই বই আপনাকে ভাবতে শেখাবে বা বলা চলে ভাবতে বাধ্য করবে। একবারে হয়তো একোর রহস্যময় লেখনী সবটা ধরা নাও দিতে পারে আপনার কাছে। আরও একবার পড়ুন। বারবার পড়ুন। প্রত্যেকবারই নতুন করে আবিষ্কার হবে এই উপন্যাস।   

দা নেম অফ দা রোজ বইটি কিনতে হলে নীচের লিঙ্কে ক্লিক করুন

https://www.amazon.in/Name-Rose-Umberto-Eco/dp/0749397055/ref=sr_1_1?ie=UTF8&qid=1546577372&sr=8-1&keywords=the+name+of+the+rose

ফুকো’জ পেনডুলাম (Foucault’s Pendulam)

ড্যান ব্রাউনের ‘দা ভিঞ্চি কোড’ গোছের বই যাদের বেশ পছন্দ তারা ফুকো’জ পেনডুলাম পড়তে ভালবাসবেন। এটা সম্ভবত উমবের্তো একোর সবচেয়ে জটিল উপন্যাসের মধ্যে একটি। তিনজন ক্লান্ত কর্মচারী যারা মজার ছলেই এক ষড়যন্ত্র করে। আর সেটাই হয়ে দাঁড়ায় উপন্যাসের আধার। বাকিটা বলব না। বইটা অবশ্যই পড়ে দেখবেন।

ফুকো’জ পেনডুলাম বইটি কিনতে হলে নীচের লিঙ্কে ক্লিক করুন

https://www.amazon.in/Foucaults-Pendulum-Umberto-Eco/dp/0099287153/ref=sr_1_1?ie=UTF8&qid=1546578273&sr=8-1&keywords=foucault%27s+pendulum

 

নিউমেরো জিরো (Numero Zero)

এটা উমবের্তো একোর সর্বশেষ উপন্যাস। কিন্তু না শুন্য থেকে শুরু করার কোনও ব্যাপারই নেই। জীবনের শেষ প্রান্তে এসেও উমবের্তো একোর লেখা ততটাই প্রাণবন্ত আর ঝরঝরে ছিল যার ঝলক আমরা দেখেছি দা নেম অফ দা রোজ –এ।একজন ব্যর্থ লেখক চাকরি পায় একটি সংবাদপত্রে। ইচ্ছের বিরুদ্ধে তাকে দিনের পর দিন লিখে যেতে হয় অর্থহীন খবর। যেগুলো হয়তো ছাপাও হবে না। হাল্কা হাসির মোড়কে আধুনিক সাংবাদিকতাকে একহাত নিয়েছেন একো।   

 নিউমেরো জিরো বইটি কিনতে হলে নীচের লিঙ্কে ক্লিক করুন

https://www.amazon.in/Numero-Zero-Umberto-Eco/dp/1784701823/ref=sr_1_1?ie=UTF8&qid=1546578715&sr=8-1&keywords=numero+zero

কান্ট অ্যান্ড দা প্ল্যাটিপাস (Kant and the Platypus)

এই বইটি একো নির্বাচিত কয়েকটি প্রবন্ধের সংকলন। একজন লেখক ও শিক্ষাবিদ হিসেবে একো বুঝতে পেরেছিলেন মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ গড়ে তুলতে শব্দ, বর্ণ আর ছবির গুরুত্ত্ব ঠিক কতখানি। আপনি যদি লেখক হওয়ার স্বপ্ন মনের মধ্যে লালন করে থাকেন তাহলে এই বইটি অবশ্যই পড়বেন।

 

 কান্ট অ্যান্ড দা প্ল্যাটিপাস বইটি কিনতে হলে নীচের লিঙ্কে ক্লিক করুন

https://www.amazon.in/Kant-Platypus-Umberto-Eco/dp/009927695X/ref=sr_1_1?ie=UTF8&qid=1546578978&sr=8-1&keywords=kant+and+the+platypus

 

 POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!       

Read More From বইপত্র