পড়াশোনা

বিশ্ব নারী দিবস কে আরও বর্ণময় করে তুলতে রইল কয়েকটি নারী দিবস নিয়ে উক্তি ও শুভেচ্ছা বার্তা

Doyel Banerjee  |  Dec 12, 2019
বিশ্ব নারী দিবস কে আরও বর্ণময় করে তুলতে রইল কয়েকটি নারী দিবস নিয়ে উক্তি ও শুভেচ্ছা বার্তা

মার্চ মাসের আট তারিখ হল আন্তর্জাতিক নারী দিবস (International Women’s Day)। দেশ জুড়ে বা বলা চলে বিশ্বজুড়ে এইদিন সব মেয়েদের সম্মান জানানো হয়। যদিও আজকের দিনে নারী বলে তাঁদের জন্য আলাদা কোনও দিনের প্রয়োজন নেই। কারণ তাঁরা যে স্বয়ংসিদ্ধা। তাঁরা এখন কারও উপরে নির্ভরশীল নয়। উল্টে তাঁদের উপরই দাঁড়িয়ে আছে পরিবার। আবার কখনও তাঁদের উপরেই নির্ভর করছে কোনও দেশের ভাগ্য বা কোম্পানির ভবিষ্যৎ। তাই বিশ্ব জুড়ে নারীদের সম্মান জানাতে, তাঁদের যোগ্যতা ও মেধাকে কুর্নিশ জানাতে আমরা নিয়ে এসেছি বাছাই করা কিছু আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা বার্তা (Women’s Day Quotes In Bengali), কোটস ও সোশ্যাল মিডিয়া স্ট্যাটাস।

কেন পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস? (Why Do We Celebrate International Womens Day?)

সারা বিশ্বের নারী, যারা কাজ করেন এবং ঘোরে ও বাইরে দুই সামাল দেন তাঁদেরকে সম্মান জানাতে এই দিনটি সমগ্র বিশ্ব জুড়ে পালিত হয় (Happy Womens day quotes)। নারী দিবসের ইতিহাস হল সর্বপ্রথম এটি আমেরিকায় পালিত হয় ১৯০৯ সালে ২৮ শে ফেব্রুয়ারি। পরে আটই মার্চ এই দিনটি পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সম্মিলিত জাতীয় পুঞ্জের আন্তর্জাতিক শান্তি ও মহিলাদের অধিকার দিবস (Happy Women’s Day In Bengali) হিসেবেও পালন করা হয়।

বিশ্ব নারী দিবসের অভিনন্দন বার্তা (Women’s Day Wishes In Bengali)

ছবি সৌজন্যে: ক্যানভা

আপনি বিশ্বাস করুন আর নাই করুন, নারী দিবস অবশ্যই একটি পালন করার মতো দিন। গর্ববোধ করুন যে আপনি একজন নারী। আত্মবিস্বাসে ভরপুর থাকুন আর পাঠিয়ে দিন নারীর সম্মান নিয়ে উক্তি হিসেবে এই সুন্দর সুন্দর বার্তা গুলি (নারী দিবসের শুভেচ্ছা)। 

১| প্রত্যেকদিনই নারী দিবস, শুধু আজকের দিনটা স্পেশ্যাল (Women’s Day Messages In Bengali)।

২| নিজেকে সব সময় স্পেশ্যাল ভাববে, জানবে তুমি সবার চেয়ে এগিয়ে আছ।

৩| নারী হল পরিবারের স্তম্ভ, তাঁর অনুপ্রেরণা ছাড়া কোনও কিছু সম্ভব নয়। তাই তাঁকে জানাই নারী দিবস এর অনেক অনেক শুভেচ্ছা।

৪| মেয়েরা সব সময়ই কোমল হৃদয় হয়। তাঁরা ভালবাসার মানুষকে সব সময় মনের গভীরে স্থান দেয়।

৫| একজন আদর্শ নারী হয়ে ওঠো (আন্তর্জাতিক নারী দিবস)। হয়ে ওঠো সবার অনুপ্রেরণা। আজকের দিনে এটাই চাই।

৬| তুমি আমার ক্ষমতার উৎস, তুমি আমার ভালবাসার অনন্ত নদী। আন্তর্জাতিক নারী দিবস এর অনেক শুভেচ্ছা রইল।

৭| এই পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুল আর সবচেয়ে বর্ণময় কবিতার চেয়েও আকর্ষণীয় তুমি।

৮| এই বিশ্বে যা যা সেরা জিনিস আছে, সব যেন তুমি পাও। এই কামনাই করি।

৯| সব সময় আনন্দে থাক, কখনও কোনও অবস্থাতেই ভেঙে পড়ো না।

১০| তুমি আগুন দিয়ে তৈরি অগ্নিকন্যা। রক্ষা করো সবাইকে, ভালবাসায় ঘিরে রাখ।

১১| তোমার এতটাই ক্ষমতা আছে যে একবার হাসলেই এই পৃথিবী সুন্দর হয়ে যায়।

১২| নিজেকে এতটাই যোগ্য করে তোলো যে তোমাকে ভিড় অনুসরণ করতে না হয়, উল্টে ভিড় তোমায় অনুসরণ করুক (Women’s Day Messages In Bengali)।

১৩| তুমি নিজেও জাননা, তোমার মধ্যে কতটা ক্ষমতা লুকিয়ে আছে। সবাইকে নিজের আলোয় আলোকিত করেছ তুমি।

১৪| তুমি দারুণ, তুমি আলাদা, তুমি সুন্দর আর তাই তো তুমি নারী।

১৫| তোমার মতো নারী খুঁজে পাওয়া খুব মুশকিল (আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা)। তুমি অনন্যা, তোমার জন্য রইল আন্তর্জাতিক নারী দিবস এর শুভেচ্ছা ও অভিনন্দন।

আন্তর্জাতিক নারী দিবসের জন্য সোশ্যাল মিডিয়া স্ট্যাটাস (Women’s Day Status for Social Media)

ছবি সৌজন্যে: ক্যানভা

এখন যে সোশ্যাল মিডিয়ার যুগ সে কথা অস্বীকার করে লাভ নেই। কারণ সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করেও অনেক কাজ সম্পন্ন করা যায়। সেটাই করুন। বিশ্ব মহিলা দিবস উপলক্ষে এখানে স্ট্যাটাস দিয়ে (আন্তর্জাতিক নারী দিবস) সহজে বুঝিয়ে দিন আপনার মনের কথা। 

১| আলাদা করে এই দিনটার কোনও মাহাত্ম্য আমার কাছে নেই। আমি মনে করি বছরের সব কটা দিনই আমার।

২| আমরাই একমাত্র যারা প্রাণের সৃষ্টি করতে পারি। এর চেয়ে গর্বের আর কী আছে?

৩| সময় বিশেষে আমরাই হয়ে উঠি দশভুজা (নারী দিবসের শুভেচ্ছা)।

৪| কখনও প্রেয়সী আবার কখনও চামুণ্ডা কালীও হয়ে উঠতে পারি আমরা। আমাদের অনেক রূপ।

৫| নারী শব্দটাই তো শক্তির সঙ্গে জড়িত। তাই আলাদা করে নিজেকে শক্তিশালী প্রমাণ করার দরকার নেই। 

৬| মেয়েদের কারও কাছে কিছু প্রমাণ করার নেই। যদি আমাদের শক্তি এই দুনিয়া বুঝতে না পারে, তাহলে তাঁদের বদলের দরকার আছে। আমাদের নয়। শুভ নারী দিবস (Women’s Day Quotes In Bengali)।

৭| আমরা নারী, যে কোনও কাজ আমরাও পারি!

৮| সব সফল ও স্বাধীন মহিলাদের অতীতে একটি বাচ্চা মেয়ে আছে যে বারংবার পড়ে গিয়ে উঠে দাঁড়িয়েছে এবং বুঝতে শিখেছে যে কারো উপর নির্ভর করে বেঁচে থাকার নাম জীবন না। শুভ নারী দিবস (Happy Women’s Day In Bengali)। 

৯| সারা পৃথিবীর মনের কথা এটা, সবাই তোমায় জানাতে চায় যে তুমি ছাড়া আমরা অস্তিত্বহীন। আমাদের শুভেচ্ছা নিও আজকের এই বিশেষ দিনে। কারণ আজকের দিনটা শুধু তোমাদের। শুভ নারী দিবস। 

১০| পৃথিবীর প্রাণ তুমি… তোমার থেকে সৃষ্ট আমি আজ তাই তোমারে নমি.. শুভ নারী দিবস।

১১| নারীদের সম্মান করতে শেখো…কারণ তাদের ছাড়া আমাদের জীবন অসম্ভব হয়ে পড়ত.. শুভ নারী দিবস…

১২| তোমাদের সব স্বপ্ন সফল হোক (Women’s Day Wishes In Bengali), উচ্চাশা হোক পূরণ… তোমরা হয়ে অথ পাহাড় প্রমান উঁচু.. শুভ আন্তর্জাতিক মহিলা দিবস..

১৩| তিনি আমার বাবাকে খুব ভালবাসেন.. আমাদের যত্ন নেন.. সংসার তাঁকে ছাড়া অচল হয়ে পরে… তিনি-ই আমার দেখা সবচেয়ে সবল নারী.. নারী দিবসের শুভেচ্ছা রইল মা (আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা)..

১৪| তারা চায় মুক্ত আকাশ, তারা চায় উড়তে.. ডানার দাবি তারা জানায় না কখনো, কারণ ইচ্ছেশক্তি তাদের রক্তে.. শুভ নারী দিবস..

১৫| সকল কথা শোনার অভিলাস.. সব কিছু বুঝতে চাওয়ার ধৈর্য.. পুরুষের অসময়ে তার শক্তি হয়ে ওঠা (Women’s Day In Bengali).. সব কষ্ট মুখ বুজে সহ্য করা.. এই আপাতভাবে ছোট কিন্তু জরুরি গুণগুলোই বাড়িয়ে দেয় নারীর সৌন্দর্য…আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা..

আন্তর্জাতিক নারী দিবসের এসএমএস (Women’s Day SMS In Bengali)

ছবি সৌজন্যে: ক্যানভা

মেয়েদের সম্মান নিয়ে কিছু কথা, একটা ছোট্ট এসএমএস পাল্টে দিতে পারে অনেক কিছু। আপনি হয়তো খুব ব্যাস্ত। কিন্তু তার মধ্যেই আন্তর্জাতিক মহিলা দিবস উপলক্ষে যদি ছোট্ট একটা এসএমএস (নারী দিবসের শুভেচ্ছা) পাঠিয়ে দেন সেই নারীকে যাকে আপনি সম্মান করেন, ভালবাসেন তাহলে তাঁর খুব ভাল লাগবে। 

১| জীবন যদি রামধনু হয়, তবে তুমি হলে তার রঙের বাহার, জীবনে যদি নাম আঁধার, তুমি হয়ে ওঠো তার আশার আলো। আন্তর্জাতিক মহিলা দিবস এর অনেক অনেক শুভেচ্ছা (Women’s Day SMS In Bengali)। 

২| জগতের যেখানেই যে জাতি নারীর অসম্মান করবে,সেই জাতিরই পতন নিশ্চিত। নারীদের সম্মান করো। শুভ নারী দিবস। 

৩| আমরা কন্যাসন্তান হিসাবে মিষ্টি, আমরা বোন হিসাবে যত্নবান, আমরা প্রেমিকা হিসাবে সুন্দরী, আমরা স্ত্রী হিসাবে প্রিয়তমা, আমরা মা হিসাবে পরম মমতাময়ী, আমরা শক্তির আধার, আমরা নারী! (আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা)। 

৪| আজকের দিনে কারো পক্ষে বলা সম্ভব নয় যে আমরা নারীরা পুরুষদের থেকে পিছিয়ে আছি, সব ক্ষেত্রে আমরা পুরুষদের টক্কর দেওয়ার ক্ষমতা রাখি.. তাই আপামর নারীজাতিকে আমি জানাতে চাই যে নিজেকে কখনো দুর্বল ভেবো না, কারণ তুমি নারী শক্তির অংশ। নারী দিবসের শুভেচ্ছা (Happy Womens day quotes)। 

৫| আজ মহিলা দিবস। তাই আজ আমি স্ত্রী-জাতির সেই সমস্ত প্রতিনিধিদের ধন্যবাদ জানাতে চাই যারা কোনো না কোনো ভাবে আমার জীবনকে সুন্দর করে তুলেছে বিভিন্ন সময়ে। সবাইকে ধন্যবাদ। আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা। 

৬| আমরা নিজেদেরও খুব ভালবাসি! তাই আজকের দিনটা শুধু নিজেদের দিলাম।

৭| বাধা এলে তার মুখোমুখি দাঁড়াব। আমাদের মধ্যে আছে অনন্ত শক্তির আধার।

৮| মেয়েদের শুধু অন্যের ভাল স্ত্রী হয়ে ওঠা শেখালে চলবে না। তাঁদেরকে সবার আগে যোগ্য করে তুলতে হবে।

৯| নারীবাদী হওয়া মানে মেয়েদের শক্তিশালী করা নয় (আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা), তাঁরা এমনিতেই শক্তিশালী।

১০| এই পৃথিবী আমার বিষয়ে কী ভাবছে আমি জানিনা। আমি ভাবছি আমি সেরা আর সেটাই সত্যি।

১১| মেয়েরা যখন শক্তিরূপা হয়ে ওঠে তখন পৃথিবীতে অনেক বড় পরিবর্তন আসে (নারী শক্তি নিয়ে উক্তি)।

১২| আমি বলতে চাইনা যে সামনের জন্মে আমি মেয়ে হতে চাইনা। বরং এটাই বলতে চাই যে যতবার জন্মাই যেন মেয়ে হয়ে জন্মাই।

১৩| আমরা জানি ম্যাজিক। সেটার সন্ধান চাইলে আমাদের সম্মান দিতে হবে (Women’s Day Quotes In Bengali)।

১৪| আগে নিজের বাড়িতে নিজের মা ও বোনকে একজন মানুষ হওয়ার সম্মান দিন। তারপর বাইরে বেরিয়ে বাকি মেয়েদের দিকে তাকাবেন।

১৫| নারী দিবস একদিনে পালন করা জায়না।সেটা সম্ভব নয়। কারণ সমুদ্রের জল একটা গ্লাসে রাখা যায়না।

নারী দিবসের শুভেচ্ছা বার্তা (Women’s Day Messages In Bengali)

ছবি সৌজন্যে: ক্যানভা

কারও জন্য নয়, মনে করুন এই দিনটি শুধুমাত্র আপনার জন্য। তাই অন্য কাউকে নয়, নিজের জন্যই এই নারী দিবস নিয়ে উক্তি ও শুভেচ্ছা বার্তা (Women’s Day Wishes In Bengali) তুলে রাখুন। আপনি শক্তির আধার, আপনি প্রেমের ধারা। তাই আপনার নেই কারও প্রয়োজন। 

১| বিকশিত হোক তোমার মন। শুভ আন্তর্জাতিক মহিলা দিবস।

২| তোমার শরীর নয়, যেদিন সবাই তোমার মন বুঝবে সেদিনই হবে যথার্থ নারী দিবস।

৩| আঠেরোয় পা দিলেই বিয়ের চিন্তা না করে বাবা মায়ের উচিত মেয়েদের যোগ্য করে তোলা।

৪| আমি যদি আত্মরক্ষার জন্য ক্যারাটে শিখি তাহলে তোমাকেও সহবত শিখতে হবে।

৫| আজকের দুনিয়ায় এমন কোনও কাজ নেই যা মেয়েরা পারে না। শুভ আন্তর্জাতিক মহিলা দিবস।

৬| ছেলের জন্ম দিতে না পারলে নাকি মেয়েদের দোষ হয়। তাই যদি হয় তাহলে সেই মেরুদণ্ডহীন (Women’s Day Messages In Bengali) সমাজে আমি চাইনা কোনও প্রাণের জন্ম দিতে। কারণ আমার কাছে ছেলে মেয়ে দুজনেই সমান। শুভ নারী দিবস। 

৭| একটা অসুরকে বধ করতে গিয়ে কিন্তু নাকানি চোবানি খাচ্ছিলেন দেবতারা। সেই তো একটা মেয়ে এসেই বাঁচাল।

৮| ছেলেরা খালি মেয়েদের দোষ দেয়। অথচ বিপদে পড়লে কখনও মা আবার কখনও স্ত্রীর আঁচলের তোলায় লুকিয়ে পড়ে।

৯| যে লক্ষ্মী আর স্বরস্বতির মতো শান্ত সে চণ্ডীর মতো আগুন হয়েও জ্বলতে পারে।

১০| যারা মেয়েদের পায়ের তলায় থেতলে দেয় তাঁরা কেউ পুরুষ নয়। তারা মানুষও নয়।

১১| এই পৃথিবী সুষ্ঠুভাবে মেয়েরাই চালাতে পারে।

১২| তোমার ডানায় আগুন, দীর্ঘ হোক তোমার উড়ান। শুভ নারী দিবস (Women’s Day Wishes In Bengali)।

১৩| দেওয়ালে পিঠ ঠেকে গেলে তো বেড়ালও বাঘ হয়ে যায় আর আমরা তো মানুষ। যুগ যুগ ধরে অত্যাচার সহ্য করে এবার আমরাও ঘুরে দাঁড়িয়েছি।

১৪| এভাবে বসতে নেই, ওভাবে চলতে নেই, এটা বলতে নেই, ওটা করতে নেই! ব্যাস অনেক হয়েছে। এভাবে আর মেয়েদের দমিয়ে রাখা যায় না।

১৫| কেন পালন করব আজকের দিনটা বলতে পারেন? আপনাদের কি মনে হয়না, নারী আজ আর এতটা দুর্বল নয় যে তার জন্য স্পেশ্যাল একটা দিন রাখতে হবে।

বিশ্বের বিখ্যাত মহিলাদের নারী দিবস সম্পর্কে চেতনার উন্মেষ (Inspirational Strong Women Quotes In Bengali)

মেয়েরা যে কী পারে আর কী পারে না, তাঁরা বিলক্ষণ করে দেখিয়েছে। মুখে মারিতং জগত নয়, তাঁরা প্রমাণ করে দিয়েছে তাঁদের যোগ্যতা আর মেধা। কয়েকজন মহিলা (Women’s Day In Bengali) তাঁদের মধ্যে অনেকটা পথ একাই যুদ্ধ করে এগিয়ে গেছেন অনেক দূর। তাঁরা আমাদের অনুপ্রেরণা। বিশ্ব নারী দিবস উপলক্ষে রইল সেরকম কয়েকজন মহিলার উক্তি – 

ছবি সৌজন্যে: ইন্সটাগ্রাম

মাদারের কথা সবাই জানেন। মাদার বিদেশিনী হয়েও এই দেশকে আপন করেছেন। পরম মমতায় বুকে তুলে নিয়েছেন পথ শিশুদের। মাদারের এই কথা সত্যিই অনবদ্য (Women’s Day Messages In Bengali)। 

ছবি সৌজন্যে: ইন্সটাগ্রাম

মালালা একজন অগ্নিকন্যা। দুরন্ত বুলেট যখন তাঁর শরীর ভেদ করে গেছে তখনও তিনি হার মানেননি। সারা বিশ্বের মেয়েদের কাছে মালালা এক জীবন্ত অনুপ্রেরণা। 

ছবি সৌজন্যে: ইন্সটাগ্রাম

স্বপ্নসুন্দরী মেরিলিন। আমেরিকা তোলপাড় করা, হাজার পুরুষের হৃদস্পন্দন বাড়িয়ে দেওয়া সেই মেয়ে। সারা জীবন নিজের শর্তে বেঁচেছেন। পুরুষদের সমান সমান হওয়ার কোনও ইচ্ছে তাঁর ছিল না। কারণ তিনি জানতেন মেয়েরা অনেক এগিয়ে আছে। 

ছবি সৌজন্যে: ইন্সটাগ্রাম

আদ্যপান্ত রকস্টার জ্যানিস। তাই তার উক্তিও হবে আগুনের গনগনে আঁচের মতো (Women’s Day Quotes)। যা বলেছেন মন ঠেকে বলেছেন। আপোষ না করতে বলেছেন তিনি মেয়েদের। 

ছবি সৌজন্যে: ইন্সটাগ্রাম

যথার্থ উক্তি করেছেন ভার্জিনিয়া। যেটুকু আমরা জানতে পারি মেয়েদের কৃতিত্ব সম্পর্কে (Women’s Day SMS In Bengali), তার চেয়ে অনেকটা বেশি আমরা জানতে পারিনা। ইতিহাসে তাই অনেক মেয়ের যোগ্য কাহিনিই অজানা রয়ে গেছে।

ছবি সৌজন্যে: ইন্সটাগ্রাম

ছোট্ট জীবন এই মেয়েটির। তাঁর মধ্যে সে লিখে গেছে কালজয়ী এক ডায়েরি। আরও আশ্চর্যের বিষয় এত ছোট বয়সেও তাঁর মধ্যে উন্মেষিত হয়েছিল নারী চেতনা। 

ছবি সৌজন্যে: পিন্টারেস্ট

কৃতি ও মেধাবী বন্দনা শিভার কথা আমরা অনেকেই শুনেছি। পড়েছি ওর বই। পরিবেশ নিয়ে লড়ছেন তিনি। মেয়েদের মুক্তি হলেই এই বিশ্বে শান্তি স্থাপিত হবে বলে (Women’s Day Messages In Bengali) বিশ্বাস করেন তিনি। 

ছবি সৌজন্যে: ইন্সটাগ্রাম

মিশরের বিখ্যাত লড়াকু মেয়ে নাওয়াল। মেয়েদের অধিকার নিয়ে বরাবর সরব তিনি। নিজের সমাজের মেয়েদের কিছু বীভৎস প্রথা নিয়ে লিখেছেন অনেক বই। এইজন্য অনেকেই তাঁকে আরবের সিমন দ্য বুভিয়ার আখ্যা দিয়েছেন (Women’s Day SMS In Bengali)। 

ছবি সৌজন্যে: পিন্টারেস্ট

মেয়েদের হয়ে সারা জীবন লড়ে গেছেন অ্যালিস। লড়েছেন তাঁদের অধিকারের হয়ে। তাঁর এই অমোঘ উক্তি (Nari Quotes In Bengali) পড়লেই বোঝা যায় অ্যালিসের দুর্দান্ত বুদ্ধিমত্তা। 

ছবি সৌজন্যে: ইন্সটাগ্রাম

সাইলেন্ট স্প্রিং নামক বিখ্যাত বইটির প্রণেতা র‍্যাচেল সারা জীবন লড়ে গেছেন পরিবেশকে ভাল রাখার জন্য। একদন মহিলা হিসেবে তাঁর কৃতিত্ব কিছু কম নয়। কুর্নিশ জানাই তাঁকে। 

ছবি সৌজন্যে: ইন্সটাগ্রাম

যারা সাহিত্য ভালবাসেন তাঁদের কাছে অ্যালিস ওয়াকারের নাম সুপরিচিত। ক্ষমতা নেই বলে হাল ছেড়ে বসে থাকলে হবে না, মেয়েদের উদ্দেশ্যে এই বার্তা সত্যিই খুব সুন্দর। 

ছবি সৌজন্যে: ইন্সটাগ্রাম

চলে যাওয়ার এতদিন পরেও বিশ্বজুড়ে তাঁর জনপ্রিয়তায় এতটুকু ভাঁটা পড়েনি (Women’s Day Messages In Bengali)। আজও সবাই খুব ভালবাসে ডায়নাকে। তাঁর এই উক্তি মনে রাখার মতো। 

ছবি সৌজন্যে: ইন্সটাগ্রাম

মেরিল স্ট্রিপ একজন অনবদ্য অভিনেত্রী। সংগ্রাম তাঁকেও কিছু কম করতে হয়নি। এই উক্তি (Women Quotes In Bengali) তাঁর একান্ত মনের কথা সেটা বেশ বোঝা যাচ্ছে। 

ছবি সৌজন্যে: ইন্সটাগ্রাম

ঝলমলে হাসিখুশি স্বভাবের নোরা। তাঁর কাজেতেও সেই আনন্দের ঝলক পাওয়া যায়। মনের কথা উজাড় করে বলেছেন তিনি। 

ছবি সৌজন্যে: ইন্সটাগ্রাম

খেলার দুনিয়ায় সারা জাগান তারকা ভেনাস উইলিয়াম। কেউ যখন তোমায় বিশ্বাস করছে না (Bengali Women Quotes), তখনও নিজের উপর বিশ্বাস না হারানোর কথা বলছেন তিনি। 

ছবি সৌজন্যে: ইন্সটাগ্রাম

জেনিফারের গানে আছে আত্মবিশ্বাস। কারণ তিনি গর্বিত তিনি একজন মেয়ে (Nari Diwas In Bengali)। আর সেটাই তিনি বারবার সবার কাছে বলতে চেয়েছেন। 

ছবি সৌজন্যে: ইন্সটাগ্রাম

এস্তে লদার মানেই দারুণ কিছু প্রসাধনী। কিন্তু সেই ব্র্যান্ড ছাপিয়ে উঠে এসেছে এক ব্যক্তিত্বময়ি নারীর মনের কথা (Nari Quotes)। কুর্নিশ জানাই তাঁকে। 

ছবি সৌজন্যে: ইন্সটাগ্রাম

মিশেল ওবামা একজন অনুপ্রেরণা (Women’s Day Quotes In Bengali)। খ্যাতির শীর্ষে থেকেও তাঁর পা বরাবর মাটিতে। দুই মেয়েকে মানুষ করছেন খুব সাধারণ ভাবে। তাঁর কথা মনে সাহস যোগায়। 

ছবি সৌজন্যে: ইন্সটাগ্রাম

প্রচুর প্রতিকূলতা পেরিয়ে মেরি কম হতে পেরেছেন তিনি। বিপক্ষকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে ভালবাসেন এই শক্তিরূপা মেয়ে। তিনি অনেক মেয়ের কাছেই আজ আদর্শ। 

ছবি সৌজন্যে: ইন্সটাগ্রাম

তাঁর প্রতিভা নিয়ে কারও সংশয় ছিল না কোনোদিন। কিন্তু নিজের কাজের বাইরে গিয়েও তিনি বহু মানুষের জন্য অনেক কিছু করেছেন। অড্রে হেপবার্ন বলছেন কিছুই অসম্ভব নয়। খুব দামী কথা কিন্তু!

আরও পড়ুন – 

Womens Day Quotes in Hindi 

Small Poem on Mothers Day

Mothers Day Quotes in Hindi from Daughter

Mothers Day Status in Hindi

POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!

এসে গেল #POPxoEverydayBeauty – POPxo Shop-এর স্কিন, বাথ, বডি এবং হেয়ার প্রোডাক্টস নিয়ে, যা ব্যবহার করা ১০০% সহজ, ব্যবহার করতে মজাও লাগবে আবার উপকারও পাবেন! এই নতুন লঞ্চ সেলিব্রেট করতে প্রি অর্ডারের উপর এখন পাবেন ২৫% ছাড়ও। সুতরাং দেরি না করে শিগগিরই ক্লিক করুন POPxo.com/beautyshop-এ এবার আপনার রোজকার বিউটি রুটিন POP আপ করুন এক ধাক্কায়।

Image Source: Instagram, Pinterest, Canva

Read More From পড়াশোনা