অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) এক সময় রাগী যুবক ছিলেন। মানে অ্যাংরি ইয়ং ম্যান আর কী! এখনও তিনি ইয়ংই আছেন। অন্তত তাঁর এনার্জির বহর দেখে তো তাই মনে হয়। তবে হ্যাঁ, রাগ একটু কমেছে। তবে যেটা কমেনি সেটা হল তাঁর সংলাপের ঝাঁঝ! একসময় সলমন খানের বাবা সেলিম খান আর ফারহান আখতারের বাবা জাভেদ আখতার একযোগে সেলিম জাভেদ নাম নিয়ে বিগ বি’র সংলাপ (dialogues) লিখতেন। সংলাপ (dialogues) লিখতেন কাদের খানও। আর সেই সব আগুন ঝরানো (superhit) সংলাপ বলা মাত্তরই হলে “কী দিলে গুরু!” বলে খুচরো পয়সার বর্ষণ হত। আজ সেই সব সংলাপ নিয়েই একটু নাড়াচাড়া করব। মানে সংলাপগুলো কীভাবে বাস্তব জীবনেও ব্যবহার করা যায় সেটা দেখব। কী ভাবছেন? সেটা সম্ভব নয়। দেখে নিন তা হলে।
#সংলাপ ১
আপনি যদি কুঁড়ের কুঁড়ে হদ্দ কুঁড়ে হন, তা হলে এইটা আপনার জন্য প্রযোজ্য। মায়ের গুঁতো বা শাশুড়ির শরীর খারাপের ছুতোয় যদি এক আধদিন একটু কাজ করতে হয় তাহলে বিগ বি স্টাইলে বলুন…
আজ খুশ তো বহত হোগে তুম!
আমাদের ফোড়নঃ আচ্ছা সিনেমায় এই সংলাপ শুনে ভগবান কী বলেছিলেন, সেটা জানেন?
#সংলাপ ২
বাংলা মিডিয়ামে পড়েছেন? সেই জন্য ফটফট করে ইংরেজি বলা ছেলেমেয়েদের দেখলে গুটিয়ে যান! নো প্রবলেম। এবার তাঁদের দেখলে বলুন…
আই ক্যান টক ইংলিশ, আই ক্যান ওয়াক ইংলিশ। বিকজ ইংলিশ ইজ অ্যা ভেরি ফান্নি ল্যাঙ্গুয়েজ। ভৈঁরো বিকামস ব্যারন বিকজ দেয়ার মাইন্ডস আর ভেরি ন্যারো।
আমাদের ফোড়নঃ বিগ বি’র হিন্দি ইংরেজির চেয়েও শক্ত কিন্তু।
#সংলাপ ৩
হাত খরচের জন্য মাকে জ্বালিয়ে মারেন তো? আজ এত টাকা দাও নেলপালিশ কিনব, কাল অত টাকা দাও সিনেমা দেখতে যাব। রেগে-মেগে মা টাকা মুখের উপর ছুড়ে মারলে বলুন…
আজ ভি ম্যায়ঁ ফেকে হুয়ে প্যায়সে নহি উঠাতা।
আমাদের ফোড়নঃ তুলে নিন, না হলে এটাও যাবে!
# সংলাপ ৪
এটা যাকে বলে ম্যাগনাম ওপাস। আর তাই বাকি ডায়লগ এর সামনে ধপাস করে পড়ে যায়! কারও সঙ্গে চূড়ান্ত বাওয়ালের মুহূর্তে বলতেই পারেন…
মেরে পাস বাংলা হ্যায়, গাড়ি হ্যায়, ব্যাঙ্ক ব্যাল্যান্স হ্যায়, তুমহারে পাস কেয়া হ্যায়?
আমাদের ফোড়নঃ আমার পাস ক্যায়া হ্যায় তোমাকে কেন বলব? জানো না, পুলিশ ব্যক্তিগত তথ্য দিতে বারণ করেছে!
# সংলাপ ৫
কাল পরীক্ষা? আর কিস্যু পড়া হয়নি? নাকি প্রেমিক দিনের পর দিন ফোন ধরছে না কিংবা চাকরি নেই? চাকরি আছে এদিকে মাইনে বাড়ছে না ? এই ধরনের যে-কোনও সমস্যা হলে এই ডায়লগ আপনার জন্য!
জিন্দেগি কা তম্বু, তিন বাম্বু পে খড়া হ্যায়!
আমাদের ফোড়নঃ আর কী করবেন? কপালের নাম গোপাল! আরও দু-একটা বাম্বু গুঁজে দিন।
POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!
আপনি যদি রংচঙে, মিষ্টি জিনিস কিনতে পছন্দ করেন, তা হলে POPxo Shop-এর কালেকশনে ঢুঁ মারুন। এখানে পাবেন মজার-মজার সব কফি মগ, মোবাইল কভার, কুশন, ল্যাপটপ স্লিভ ও আরও অনেক কিছু!
Read More From লাইফস্টাইল
এই ৬টি ঠোঁটের অধিকারিণীরা এইসব গুণের মানুষ হন
SRIJA GUPTA
চুল ভাল রাখতে শ্যাম্পুর বদলে এগুলি ব্যবহার করুন
SRIJA GUPTA