ফ্যাশন

এইবার দোলে হলুদ-সাদা পোশাকেও ঝলমল করে উঠুন আপনি

Indrani Bose  |  Mar 1, 2022
এইবার দোলে হলুদ-সাদা পোশাকেও ঝলমল করে উঠুন আপনি

রাঙিয়ে দিয়ে যাও যাও, যাও গো এবার যাওয়ার আগে! গানটা শুনেই মনে পড়ল নিশ্চয়ই বছরের সেই সবথেকে রঙিন দিনটার কথা? সেই কথা আপনি অস্বীকার করতে পারবেন না। তা দোল না হয় এসেই গেল, এবার ভেবে দেখুন তো ওইদিন কী পরবেন, কীভাবে সাজবেন তা কি ঠিক করেছেন? হলুদ না সাদা এইবার দোলে কোন রঙের পোশাক পরবেন আপনি? এখনও যদি ঠিক না করে থাকেন তবে আজ দোলের পোশাক(holi outfit)-এর বেশ কিছু টিপস রইল আপনার জন্য। দেখুন তো আপনি কোন পোশাক পরতে (holi outfit ideas)পারবেন!

সাদা সালোয়ার-কামিজ (holi outfit)

অভিনেত্রী মনামীর মতো সাধারণ সাদা সালোয়ার আপনি পরতে (holi outfit ideas)পারেন। তার সঙ্গে মানান সই গয়নাও অবশ্যই পরবেন। সঙ্গে সাদা রঙের ওড়না নিন। গলায় ফেলে রাখতে পারেন বা একদিকেও ফেলে রাখতে পারেন। দেখতে সুন্দর লাগবে। মনামীর মতোই সাদা সালোয়ারের সঙ্গে লাল লিপস্টিক পরুন কিংবা লিপস্টিকের ন্যুড শেডও পরতে পারেন। দোলের দিন (holi festival) খুবই সুন্দর লাগবে।

হলুদ সুতির ঘাগরা-চোলি

সুতির ঘাগরা-চোলি পরতে পারনে মনামীর মতো। তার ব্লাউজের হাতে যেমন কুচি দেওয়া আছে, সেরকম কুচি দেওয়া ব্লাউজ আপনিও বানিয়ে নিতে পারেন। হলুদ সুতির ওড়না নিন (holi outfit ideas)। দেখতে সুন্দর লাগবে। এরকম পোশাক না থাকলে হলুদ লং স্কার্টও আপনি পরতে পারেন। আপনাকে দেখতে সুন্দর লাগবে।

সাদা লেহঙ্গা ও হলুদ ওড়না

আপনি যেমন সম্পূর্ণ হলুদ ঘাগরা ও চোলি পরতে পারেন, একইসঙ্গে আপনি সাদা রঙেরও পরতে পারেন। দুটোই দোলের দিন খুবই ভাল লাগবে। সাদা রঙের স্কার্ট হলে তার সঙ্গে হলুদ রঙের ওড়না নিন। সুতির ওড়নাও হতে পারে, কাচ বসানো গুজরাটি ওড়নাও ভাল লাগবে কিংবা মনামীর মতো ওড়নাও নিতে পারেন আপনি।

সাদা রঙের শাড়ি (holi outfit)

দোলের দিন বাঙালি মেয়েরা যদি শাড়িই না পরে, তাহলে কি আর তার সাজ সম্পূর্ণ হয়? আপনি যদি শাড়িতে কম্ফোর্টেবল হন, তাহলে অবশ্যই শাড়ি বেছে নিন। সাদা শাড়ি বেছে নেবেন। তার সঙ্গে অন্য রঙের ব্লাউজ পরুন। একটু উজ্জ্বল রঙের ব্লাউজ পরলে বেশি ভাল লাগবে। দোলের দিন তো রঙের উৎসব। তাই না!

হলুদ শাড়ি (holi outfit)

যেমন আপনি সাদা শাড়ি বেছে নিতে পারেন, একইসঙ্গে পরতে পারেন হলুদ শাড়িও। এই তৃণা ঠিক যেমন শাড়ি পরেছেন, সেইরকম একটি শাড়ি বেছে নিন। হলুদ শাড়ির সঙ্গে অন্য রঙের ব্লাউজ পরতে পারেন (holi outfit ideas)। আবার হলুদের সঙ্গে রঙ মিলিয়ে হলুদ ব্লাউজও পরতে পারেন। খুবই ভাল মানাবে। তবে গয়নার দিকেও লক্ষ্য রাখতে হবে।

সাদা কুর্তা ও ইন্ডিগো দোপাট্টা বা স্কার্ফ

দোলের দিন যদি সবথেকে সাধারণ ও সহজ পোশাক পরতে চান, চোখ বন্ধ করেই তৃণার মতো এই পোশাক আপনি বেছে নিতে পারেন। সাদা রঙের কুর্তা পরুন, তার সঙ্গে ইন্ডিগো ওড়না নিন। খুব খুব ভাল মানাবে। দোলের একইরকম রঙ থেকে একটু আলাদাও হবে (holi outfit ideas)।

সাদা ও হলুদ (holi outfit)

আপনি সাদা শাড়ি পরুন, তার সঙ্গে মনামীর মতো হলুদ ব্লাউজ বেছে নিন। এরকম ব্যাক ডিজাইনের ব্লাউজও নিতে পারেন। তার সঙ্গে কপালে পরুন লাল টিপ। সোয়েটের টিপের পরিবর্তে আপনি সিঁদুরের টিপও পরতে পারেন। অনেক সময় সেই টিপই বেশি ভাল লাগে।

মূল ছবি – ইনস্টাগ্রাম

POPxo এখন চারটে  ভাষায়! ইংরেজিহিন্দিমারাঠি আর বাংলাতেও!       

বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!

Read More From ফ্যাশন