আজকাল সবকিছুতেই অরগ্যানিকের চল! তা সে খাবারদাবারই হোক কিংবা প্রসাধনী। কিন্তু ন্যাচারাল, অরগ্যানিক জিনিসের দামও একটু বেশির দিকেই। তাই সব সময় এই ধরনের প্রোডাক্ট দিয়ে রূপচর্চা কিংবা ত্বকের যত্ন সম্ভব হয় না। কিন্তু ভাবুন, যদি বাড়িতেই বানিয়ে ফেলা যেত এই ধরনের জিনিসপত্র, কী ভালই না হত তা হলে! আপনাদের মনের কথা বুঝতে পেরেই আমরা এখানে নিয়ে এসেছি এমন কয়েকটি স্কিনকেয়ার প্রোডাক্ট, যেগুলো একশো শতাংশ কেমিক্যাল ফ্রি (home made chemical free skincare products) এবং সহজেই বাড়িতে বানিয়ে স্টোর করে রাখতে পারবেন।
কেমিক্যাল ফ্রি বডি লোশন
শীতকাল আসছে, বাড়িতে তৈরি কেমিক্যাল ফ্রি বডি লোশন লাগাতে পারেন (ছবি – পেক্সেলস ডট কম)
যা যা উপকরণ প্রয়োজন – আধ কাপ আমন্ড অয়েল, ১/৪ কাপ নারকেল তেল, এক চা চামচ ভিটামিন ই অয়েল, ১/৪ কাপ বি-ওয়্যাক্স, দুই টেবিলচামচ শিয়া বাটার, গন্ধের জন্য আপনার পছন্দের যে-কোনও এসেনশিয়াল অয়েল
তৈরির পদ্ধতি
ক) একটি ডবল বয়েলারে আমন্ড অয়েল, নারকেল তেল আর বি-ওয়্যাক্স নিয়ে একসঙ্গে গরম করতে বসান।
খ) মাঝে-মাঝে নাড়তে থাকুন।
গ) যখন পুরোটা ভাল করে গলে যাবে, তখন তার মধ্যে মেশান ভিটামিন ই অয়েল এবং এসেনশিয়াল অয়েলটি।
ঘ) ভাল করে মিশিয়ে নিয়ে, ঠান্ডা করে একটি কাচের বোতলে ঢেলে রাখুন (home made chemical free skincare products)।
এটি কিন্তু পুরনো পাম্পওয়ালা লোশনের বোতলে রাখবেন না। কারণ, পাম্প করে এটি ওঠানো যাবে না।
কেমিক্যাল ফ্রি ফেস সিরাম
যা যা উপকরণ প্রয়োজন – ক্যারিয়ার অয়েল হিসেবে আমন্ড অয়েল এবং আপনার পছন্দের যে-কোনও এসেনশিয়াল অয়েল
তৈরির পদ্ধতি
ক) প্রতি টেবিলচামচ ক্যারিয়ার অয়েলের জন্য ১০ ফোঁটা এসেনশিয়াল অয়েল লাগবে।
খ) এবার ফেসিয়াল সিরামটি তৈরির সময় একটি বাটিতে প্রথমে এক টেবিলচামচ ক্যারিয়ার অয়েল ঢালুন, তারপর তাতে যোগ করুন ১০ ফোঁটা এসেনশিয়াল অয়েল।
গ) তারপর সেটি মিশিয়ে নিয়ে ঢালুন কাচের শিশিতে, যেটিতে আপনি এই সিরামটি স্টোর করবেন।
ঘ) এভাবে যতটা সিরাম তৈরি করতে চাইছেন, ততটা পর্যন্ত মেশাতে থাকুন।
ঙ) শিশিটা ভর্তি হয়ে গেলে তারপর মুখ বন্ধ করে ভাল করে ঝাঁকিয়ে নিন।
কেমিক্যাল ফ্রি শ্যাম্পু
রিঠা আর আমলকী দিয়ে তৈরি করে ফেলুন কেমিক্যাল ফ্রি শ্যাম্পু (ছবি – পেক্সেলস ডট কম)
যা যা উপকরণ প্রয়োজন – দুই টেবিলচামচ শিকাকাই পাউডার, এক টেবিলচামচ রিঠা পাউডার, এক টেবিলচামচ আমলকী পাউডার, পরিমাণমতো জল
তৈরির পদ্ধতি
ক) একটা বাটিতে আমলকী, রিঠা ও শিকাকাইগুঁড়ো একসঙ্গে মিশিয়ে নিন।
খ) অল্প-অল্প করে জল মেশান এই মিশ্রণে এবং নাড়তে থাকুন যতক্ষণ না মনের মতো ঘনত্বের পেস্ট তৈরি হচ্ছে। এই পেস্টটিই হল আপনার ঘরে তৈরি (home made chemical free skincare products) শ্যাম্পু।
ভেজা চুলে ডগা থেকে আগা পর্যন্ত এই পেস্টটি মেখে রেখে ভাল করে মালিশ করুন। মিশ্রণে থাকা রিঠা ফেনা তৈরি করবে।
কেমিক্যাল ফ্রি ময়শ্চারাইজার
যা যা উপকরণ প্রয়োজন – এক টেবিলচামচ অ্যালোভেরা জেল, ১০ ফোঁটা নারকেল তেল, একটা ভিটামিন ই ক্যাপসুল, স্টোর করে রাখার জন্য স্টেরিলাইজড কন্টেনার
তৈরির পদ্ধতি
ক) একটি কাচ অথবা পোর্সিলিনের বাটিতে অ্যালোভেরা জেল এবং নারকেল তেল একসঙ্গে ভাল করে ফেটিয়ে মিশিয়ে নিন।
খ) এবার তার মধ্যে যোগ করুন ভিটামিন ই ক্যাপসুলটি। এটি না পেলে কয়েক ফোঁটা আমন্ড অয়েলও দিতে পারেন।
গ) সবগুলো ভাল করে ফেটিয়ে মিশিয়ে আগে থেকে স্টেরিলাইজ করে রাখা কন্টেনারে ঢেলে রাখুন (home made chemical free skincare products)।
শীতকালে এটি ঠান্ডায় জমে যেতে পারে। তা হলে একটা চামচে বের করে সেটি গ্যাসের উপর ধরে আবার তরল অবস্থায় নিয়ে আসবেন এটিকে।
POPxo এখন চারটে ভাষায়! ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!
বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!
Read More From ডি আই ওয়াই বিউটি টিপস
চুল ভাল রাখতে শ্যাম্পুর বদলে এগুলি ব্যবহার করুন
SRIJA GUPTA