রূপচর্চা ও বিউটি টিপস

গরমকালে বিবি ক্রিম ব্য়বহার করার কয়েকটা স্মার্ট পদ্ধতি জেনে নিন

Indrani Bose  |  Apr 16, 2021
গরমকালে বিবি ক্রিম ব্য়বহার করার কয়েকটা স্মার্ট পদ্ধতি জেনে নিন

একেই তো গরম পড়েছে খুব, কে বলবে আজ সবে বৈশাখের দ্বিতীয় দিন। মনে হবে জুনেরই একটা কোনও সপ্তাহে বসে আছি। এই গরমে মেকআপ প্রোডাক্ট আপনি ত্বকে যত কম ব্যবহার করতে পারবেন ততই ভাল। কীভাবে? মানে কম পরিমাণ ফাউন্ডেশন, হালকা ফাউন্ডেশন ব্যবহার করতে পারেন। আর আপনি যদি মেকআপ ব্যবহারে অত পটুও না হন তবে আপনি সহজেই ব্যবহার করতে পারেন বিবি ক্রিম। এবং এই গরমে মেকআপের বদলে বিবি ক্রিম ব্যবহার করা একদম সঠিক চয়েস হবে। অনেকেই হয়তো বিবি ক্রিম ব্যবহার করেন, যাঁরা করেন না তাঁরাও ট্রাই করতে পারেন। তবে প্রথমেই আমরা জেনে নিই বিবি ক্রিম কী (use bb cream) ।

বিবি ক্রিম কী

বিবি ক্রিমের পুরো কথা হল ব্লেমিশ বাম বা বিউটি বাম । আসলে হালকা টিন্টেড ময়শ্চারাইজার । এই বিবি ক্রিম ত্বককে সুরক্ষিত রাখতে বেশ কার্যকর । বিবি ক্রিম ত্বককে মোলায়েম করে তোলে । পাশাপাশি রোদ থেকেও ত্বককে রক্ষা করে ৷ বিবি ক্রিম লাগালে আপনার থাকবে একটি ডিউই লুক বা সদ্য-শিশিরভেজা উজ্জ্বল ভাব । ময়শ্চারাইজার ও ফাউন্ডেশনের কাজ একইসঙ্গে করে বিবি ক্রিম । এতে আপনার মেকআপ থাকে কোমল এবং দীর্ঘস্থায়ী । রুক্ষ ত্বকে আপনি ব্যবহার করতে পারেন বিবি ক্রিম । পন্ডসের বিবি ক্রিম (use bb cream)বাজারে বেশ হিট । চটজলদি মেকআপে সাহায্য করবে এটি । আপনার বাজেটের মধ্যেই হবে ।

কীভাবে ব্যবহার করতে পারেন বিবি ক্রিম

কনসিলার হিসেবে

আপনি এই গরমে হয়তো কনসিলার ব্যবহার করতে চাইছেন না, তার পরিবর্তে আপনি বেছে নিতেই পারেন বিবি ক্রিম। এমনিতেই এই ব্লেমিশ বাম মুখের কোনও দাগছোপ ঢাকতে সাহায্য করে। তাই আপনার মুখের ডার্ক সার্কল কিংবা কোনও দাগছোপ সহজেই এই বিবি ক্রিমের সাহায্যে ঢেকে ফেলতে পারেন আপনি। তার জন্য় আলাদা করে আর কনসিলার ব্যবহারের প্রয়োজন হবে না।

প্রাইমার হিসেবে

মেকআপ করার সময়ে প্রাইমার ব্যবহার কতটা গুরুত্বপূর্ণ, সেই কথা আপনিও জানেন। কিন্তু আপনি গরমকালে যদি প্রাইমার ব্যবহার করতে না চান তার পরিবর্তে আপনি ব্যবহার করতে পারেন বিবি ক্রিম। বিবি ক্রিমকে (use bb cream)প্রাইমার হিসেবে লাগিয়ে নিন। তারপর আপনি মেকআপ লাগান। এতে আপনার মেকআপও অনেকক্ষণ বসবে।

 

ফাউন্ডেশন হিসেবে

গরমকালে বিশেষজ্ঞরা সব সময়েই হালকা ফাউন্ডেশন ব্যবহারের পরামর্শ দেন। যাতে ত্বকের উপর মেকআপের আলাদা কোনও প্রলেপ তৈরি না হয়। কিন্তু এই ফাউন্ডেশনের পরিবর্তে আপনি বেছে নিতে পারেন বিবি ক্রিম। প্রাইমার লাগানোর পর খুব সহজেই এই বিবি ক্রিম লাগিয়ে আঙুলের সাহায্য়ে বা মেকআপ ব্লেন্ডারের সাহায্য়ে ব্লেন্ড করে নিন। একদম মেকআপ ফিনিশ লুক পাবেন।

ময়শ্চারাইজার হিসেবে

প্রথমেই বলেছিলাম আপনি যদি একটি ডিউই লুক চান, তাহলে সহজেই ব্যবহার করতে পারেন বিবি ক্রিম। আর শীত এবং গরম দুই সময়েই আপনার ত্বকের প্রয়োজনীয় ময়শ্চারাইজার প্রয়োজন। গরমকালেও ত্বককে আর্দ্র রাখতে হয়। বিবি ক্রিমের মধ্যে ময়শ্চারাইজার উপাদান থাকে। তাই বিবি ক্রিম ব্যবহার (use bb cream)করলে ত্বক ময়শ্চারাইজ থাকে।

এসপিএফ

গরম কালে সব থেকে বেশি প্রয়োজন এই এসপিএফের। আর এই গরমে তো অবশ্যই। কিন্তু ময়শ্চারাইজার লাগিয়ে যদি তার উপর আবার এসপিএফ লাগান। তাতে আপনার ত্বকের উপর একটি ভারী প্রলেপ তৈরি হতে পারে। তবে এসপিএফ ও ময়শ্চারাইজার দুটোরই কাজ চালিয়ে নিতে পারেন বিবি ক্রিম দিয়ে। বিবি ক্রিমে এসপিএফ থাকে।

কীভাবে লাগাবেন

হাতের উপর সামান্য ক্রিম নিয়ে আপনার মুখের বিভিন্ন অংশে লাগিয়ে ভাল করে ব্লেন্ড করে নিন । ক্রিমটি বসতে একটু সময় দিন । তবে বিবি ক্রিম আপনি যেমন হাত দিয়েই মুখে ব্লেন্ড করে নিতে পারেন, আবার মেকআপ স্পঞ্জের সাহায্যেও আপনি এই কাজটি করতে পারেন ।

https://bangla.popxo.com/article/skin-care-with-peppermint-oil-in-bengali

POPxo এখন চারটে ভাষায়!ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!
বাড়িতে
থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন
#POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন
নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!

Read More From রূপচর্চা ও বিউটি টিপস