ডি আই ওয়াই লাইফ হ্যাকস

রান্নাঘর সহজে পরিষ্কার রাখার এক ডজন কায়দা, হেঁশেল পরিষ্কার থাকলে তবেই সকলে সুস্থ থাকবে

Parama Sen  |  Jul 29, 2019
রান্নাঘর সহজে পরিষ্কার রাখার এক ডজন কায়দা, হেঁশেল পরিষ্কার থাকলে তবেই সকলে সুস্থ থাকবে

শুনতে অবাক লাগলেও, রান্নাঘর পরিষ্কার রাখা কিন্তু কম ঝক্কির কাজ নয়! আপনি যদি গৃহবধূ হন, তা হলে সারা দিন দেখবেন কিছুতেই সময় করে উঠতে পারবেন না যে, হাতাখুন্তি ঠেলে হেঁশেলের দিকেও মন দেবেন! আপনি যদি চাকুরিরতা হন, তা হলে তো রান্নাঘরের সঙ্গে আপনার দেখা সেই সন্ধেবেলা, পরের দিনের টিফিনের প্রস্তুতিতে! আর আপনি যদি কলেজপড়ুয়া হন, তা হলে রান্নাঘরের সঙ্গে আপনার মোটামুটি যোগাযোগ হল, চায়ের কাপ বেসিনে নামিয়ে দিয়ে আসা কিংবা খাবারের এঁটো বাসন সিঙ্কে রাখা অবধি! তাই রান্নায় যতটা যত্ন, রান্নাঘরের দিকে আমাদের ততটা লক্ষ থাকে না। ফলে আমাদের তাকে ধুলো জমে, কৌটোর গায়ে মশলার দাগ পড়ে, ড্রেন পাইপ থেকে কুচি আরশোলা উঁকি মারে আর চিমনির গা থেকে তেল গড়ায়! অথচ, রান্নাঘরে (Kitchen) কাজ করতে-করতেই যদি একটুআধটু রোজ পরিষ্কার (cleaning) করে ফেলা যায়, তা হলে কোনও সমস্যাই থাকে না। তাই আমরা আপনাদের কাজ একটু সহজ করে দিচ্ছি। নীচে দেওয়া ১২টি কায়দা (tips) যদি ফলো করতে পারেন, তা হলে আপনার রান্নাঘরও এক্কেবারে টিভিতে দেখানো ঝকঝকে রান্নাঘরের মতো হয়ে যাবে…

POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!

আপনি যদি রংচঙে, মিষ্টি জিনিস কিনতে পছন্দ করেন, তা হলে POPxo Shop-এর কালেকশনে ঢুঁ মারুন। এখানে পাবেন মজার-মজার সব কফি মগ, মোবাইল কভার, কুশন, ল্যাপটপ স্লিভ ও আরও অনেক কিছু!

Read More From ডি আই ওয়াই লাইফ হ্যাকস