চুলের যত্ন নিয়ে নানা টিপস

আপনার রান্নাঘরেই রয়েছে খুশকি তাড়ানোর ওষুধ

SRIJA GUPTA  |  Jun 17, 2022
আপনার রান্নাঘরেই রয়েছে খুশকি তাড়ানোর ওষুধ

বর্ষাকালের চিরন্তন সমস্যাগুলোর মধ্যে একটা হল খুশকি। এখনকার দূষণ আর আবহাওয়া পরিবর্তনের জন্য খুশকির সমস্যা আগের থেকে অনেক বেড়ে গেছে। খুশকি হলে কোথাও ঘুরতে গিয়ে বা যেখানে অনেকে একসাথে আছেন সেরকম জায়গাতে গিয়ে কনফিডেন্স হারিয়ে যায়। কালো পোশাক পরা অ্যাভয়েড করতে হয় (how to clear dandruff at home)। এই সব ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য আজ জানাব কিভাবে ঘরোয়া উপায়ে খুশকি দূর করবেন সহজেই।

খুশকি কেন হয়

মাথার ত্বক খুব শুষ্ক হলে নাহলে খুব তৈলাক্ত হলে খুশকির সমস্যা দেখা যায়। আমাদের মাথার ত্বকে এক ধরণের ফাঙ্গাস বাসা বাঁধলে খুশকি দেখা যায়। সুতরাং অপরিচ্ছন্নতা খুশকি হওয়ার একটা অন্যতম কারণ। শুধু মুখ জল দিয়ে ধুলে যেমম কেয়ার নেওয়া হয় না তেমনই শুধু রোজ স্নান করলেই চুলের যত্ন নেওয়া হয় না। চুলকে স্পেশাল কেয়ার করলে তবেই খুশকির হাত থেকে মুক্তি পাবেন। (how to clear dandruff at home)

ঘরোয়া পদ্ধতিতে খুশকি দূর

বাজার চলতি অনেক প্রোডাক্ট আছে ঠিকই কিন্তু প্রাকৃতিক, খাঁটি জিনিসের থেকে উপকারী আর কি আছে বলুন! দামও সাধ্যের মধ্যে আর সহজেই পাওয়া যায় তাদের।

খুশকিতে নিমপাতার ব্যবহার

পদ্ধতি ১

পদ্ধতি ২

নিমপাতার এই দুটো পদ্ধতিতেই খুশকি এক সপ্তাহের মধ্যে পালাবে।

লেবুর ব্যবহার

লেবুতে খুশকি দূর হবে তার সাথে টকদই চুলকে ময়শ্চারাইজড করবে। (how to clear dandruff at home)

খুশকি তাড়াতে ভিনিগার

ভিনিগারে অ্যান্টি-ফাংগাল উপাদান থাকে যার ফলে খুশকির জন্য দায়ী ছত্রাক মাথায় বসতে পারে না।

খুশকি হলে অযথা চিন্তিত হবেন না। ঘরোয়া উপায়েই সেরে যায় খুশকি শুধু নিয়ম করে সেগুলো মেনে চলতে হয়।

POPxo এখন চারটে ভাষায়!ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও! বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPx আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!o App

Read More From চুলের যত্ন নিয়ে নানা টিপস