Self Help

কিভাবে প্রচন্ড দুশ্চিন্তা কাটিয়ে হাসিখুশি থাকবেন

SRIJA GUPTA  |  Jul 4, 2022
কিভাবে প্রচন্ড দুশ্চিন্তা কাটিয়ে হাসিখুশি থাকবেন

২০২১ এ গ্লোবাল ইমোশন সার্ভের রেকর্ড বলছে পৃথিবীতে প্রতি দশজনের মধ্যে চারজন দুশ্চিন্তা করেন। তাদের মধ্যে একজনের নার্ভাস ব্রেকডাউন হয়েই থাকে। তাহলে বুঝতে পারছেন নিশ্চয় অকারণ দুশ্চিন্তা এলে সেটা আপনার স্বভাব নয়, একটা সিরিয়াস সমস্যা। (how to control stress and anxiety)

দুশ্চিন্তা কেন হয়?

অনেক কারণই থাকতে পারে দুশ্চিন্তা বাড়িয়ে তোলার তবে কিছু অবশ্যম্ভাবী কারণ রয়েছে। যেমন 

কিভাবে কমাবেন দুশ্চিন্তা?

সমস্যা থাকলে তার সমাধাণও থাকবে তাই কিছু পরামর্শ মেনে চললে এই দুশ্চিন্তার হাত থেকে আপনি মুক্তি পাবেন।

 POPxo এখন চারটে ভাষায়!ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও! বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPx আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!o App  

Read More From Self Help