ডি আই ওয়াই ফ্যাশন

dye : ঘরে বসেই পোশাকে রঙ করুন মনের মতো, রইল টিপস

Indrani Bose  |  Mar 14, 2022
dye : ঘরে বসেই পোশাকে রঙ করুন মনের মতো, রইল টিপস

ইন্টারনেটে #tiedye ট্রেন্ডিং। ইদানীং নিজের পোশাক নিজেই রং করা নতুন ট্রেন্ড! পোশাকে রং করছি একদম প্রাকৃতিক উপায়ে। শুধুমাত্র গাছ এবং কয়েকটি খাদ্য সামগ্রী দিয়েই পোশাক রং করা হয়ে যায়। তো আপনার এক্সপেরিমেন্ট কবে শুরু করছেন? আপনি যেরকম রং করতে চাইবেন সেরকম উপাদান খুঁজে নেবেন। কিংবা আপনার কাছে যে সামগ্রী বা উপাদান আছে তার সাহায্যেই রং করবেন। তবে তাজা সব্জি বা ফল বেছে নেবেন। শুকিয়ে যাওয়া পুরনো ফল দিয়ে কিন্তু পোশাক রং করা সম্ভব নয় (dye your fabrics) !

কোন রঙের জন্য কোন উপাদান (dye your fabrics)

গোলাপি – বেরি, চেরি, গোলাপি বা লাল গোলাপ, অ্যাভোকাডো স্কিন এবং বীজ (dye your fabrics)

নীল – ইন্ডিগো, লাল বাঁধাকপি, ব্লু বেরি, পার্পেল গ্রেপ

কমলা – গাজর, পেঁয়াজের খোসা

কালো বা ধূসর – ব্ল্যাক বেরি, ওয়ালনাট

সবুজ – পালং শাক, মিন্ট পাতা

হলুদ – সূর্যমুখীর পাপড়ি, কাঁচা হলুদ

পদ্ধতিটি কেমন হবে?

কীভাবে আপনার পোশাককে তৈরি করবেন

কী ধরনের ফ্যাব্রিক ব্যবহার করবেন : সুতি, লিনেন, উল বা সিল্কের মতো ফেব্রিক বেছে নিন। এই ধরনের মেটেরিয়ালের পোশাক বেছে নিলে তাতে রং ভাল ধরবে (dye your fabrics)। আর সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে পোশাক রং করা হবে বলে পোশাকের সেরকম কোনও ক্ষতিও হবে না।

কীভাবে পোশাক রং করবেন (dye your fabrics)

আপনার প্রয়োজন – প্লাসিট শিট টেবিল ঢাকার জন্য, ডিসপোসেবল গ্লভস, স্টিল বা কাচের বাটি, আপনার পছন্দ অনুযায়ী রঙের উপাদান, আপনার পোশাক

পোশাক রঙ করুন আপনি নিজেই

POPxo এখন চারটে  ভাষায়! ইংরেজিহিন্দিমারাঠি আর বাংলাতেও!

বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!

Read More From ডি আই ওয়াই ফ্যাশন