ডি আই ওয়াই লাইফ হ্যাকস

হেঁচকি তুলে নাজেহাল? কয়েকটি ঘরোয়া সমাধান জেনে নিন

Indrani Bose  |  May 13, 2021
হেঁচকি তুলে নাজেহাল?  কয়েকটি ঘরোয়া সমাধান জেনে নিন

খেতে বসে আমার মাঝেমধ্যেই হেঁচকি ওঠে। অনবরত হেঁচকি উঠতে থাকে, তাই এক সময় বাধ্য হয়ে খাওয়া বন্ধ করে দিতে হয়। আর কার এই সমস্যা হয় জানি না, তবে যাঁদের হয় তাঁরা আমার কষ্ট বুঝবেন। খেতে বসে হেঁচকি ওঠার সমস্যা যাঁদের রয়েছে, তাঁদের কিছু ঘরোয়া পদ্ধতি সব সময় জেনে রাখতে হয়। যাতে সঙ্গে সঙ্গে হেঁচকি ওঠা কমিয়ে দিতে পারেন তিনি। ঘরোয়া পদ্ধতি হেঁচকি কমানোর উপায় (get rid of hiccups) কী কী হবে, আসুন জেনে নিই।

via GIPHY

ঘরোয়া পদ্ধতি হেঁচকি কমানোর উপায়

 

via GIPHY

via GIPHY

এই পদ্ধতিগুলো একদমই ঘরোয়া পদ্ধতি। কিন্তু এতে যদি আপনার হেঁচকি ওঠা না বন্ধ হয়, তবে আপনি চিকিৎসকের পরামর্শ দিন। অনেক সময় আপনাকে আচমকা কেউ চমকে দিলেও আপনার হেঁচকি ওঠা বন্ধ হয়ে যায়। খাওয়ার সময়ে একটু ধীরে ধীরে সতর্ক হয়ে খাবেন। খেয়াল রাখবেন আপনার খাবার যেন গলায় আটকে না যায়। তাহলেই আপনার শরীরও ঠিক থাকবে এবং হেঁচকি ওঠাও আটকাতে পারবেন। আর যদি একান্তই হেঁচকি ওঠে, তবে এই ঘরোয়া পদ্ধতিগুলি কাজে লাগাবেন (get rid of hiccups)।

POPxo এখন চারটে ভাষায়! ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!      

বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!

Read More From ডি আই ওয়াই লাইফ হ্যাকস