Self Help

স্যানিটারি প্যাড ব্য়বহার করার পর র‍্যাশ বেরচ্ছে? সমাধানের পথ আমরা বলে দিচ্ছি

Debapriya Bhattacharyya  |  Jan 8, 2020
স্যানিটারি প্যাড ব্য়বহার করার পর র‍্যাশ বেরচ্ছে? সমাধানের পথ আমরা বলে দিচ্ছি

পিরিয়ড (periods) বা ঋতুস্রাব – শব্দটা শুনলেই অনেকেই চাপে পড়ে যান। একে তো ঋতুস্রাব শুরু হওয়ার আগ থেকেই কারও-কারও মুড সুইং-এর সমস্যা শুরু হয়, আবার কারও ঋতুস্রাব চলাকালীন তলপেটে, পিঠে, কোমরে, পায়ের পাতায় বা শরীরের অন্য কোনও অংশে ব্যথা হয়। তবে একটা সমস্যার সম্মুখীন মোটামুটি সব মহিলাই হয়ে থাকেন। সেটি হল দুই থাইয়ের ভিতরের অংশে র‍্যাশ (rash) বেরনো। আর এই র‍্যাশ আসলে ঋতুস্রাবের সময়ে স্যানিটারি প্যাড (sanitary pads) ব্যবহার করার ফলে হয়। তবে স্যানিটারি প্যাড থেকে হওয়া র‍্যাশ থেকে মুক্তি পেতে চাইলে কিংবা আরাম পেতে চাইলে এখানে বলে দেওয়া নিয়মগুলি মেনে চলুন।

https://bangla.popxo.com/article/uti-symptoms-causes-and-home-remedies-in-bengali

ঋতুস্রাবের সময় স্যানিটারি প্যাড থেকে হওয়া র‍্যাশের ঘরোয়া সমাধান

শাটারস্টক

POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!

আমাদের এক্কেবারে নতুন POPxo Zodiac Collection মিস করবেন না যেন! এতে আছে নতুন সব নোটবুক, ফোন কভার এবং কফি মাগ, যেগুলো দারুণ ঝকঝকে তো বটেই, আর একেবারে আপনার কথা ভেবেই তৈরি করা হয়েছে। হুমম…আরও একটা এক্সাইটিং ব্যাপার হল, এখন আপনি পাবেন ২০% বাড়তি ছাড়ও। দেরি কীসের, এখনই POPxo.com/shopzodiac-এ যান আর আপনার এই বছরটা POPup করে ফেলুন!

Read More From Self Help