লাইফস্টাইল

করোনার ভুয়ো ভ্যাকসিন চিনবেন কীভাবে; কেন্দ্রের নির্দেশিকায় কী উল্লেখ আছে

Indrani Bose  |  Sep 7, 2021
করোনার ভুয়ো  ভ্যাকসিন চিনবেন কীভাবে; কেন্দ্রের নির্দেশিকায় কী উল্লেখ আছে


করোনার টিকাকরণ নিয়ে কয়েকদিন আগেই রাজ্যে বেশ শোরগোল পড়ে গিয়েছিল। শুধু রাজ্যে নয়, দেশের বিভিন্ন প্রান্তেই করোনার ভুয়ো ভ্যাকসিন (fake covid 19 vaccines) দেওয়ার অভিযোগ উঠেছে। তাই দুই সপ্তাহ আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-এর তরফে বিষয়টি নিয়ে সতর্ক করা হয়েছে। তারা দক্ষিণ-পূর্ব এশিয়া এবং আফ্রিকার বেশ কিছু দেশকে সতর্ক করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়, কয়েকটি দেশে কোভিশিল্ডের নামে বিভিন্ন ধরনের প্রতিষেধক মিলছে। এরপরই তাই নিয়ে নির্দেশিকা জারি করে কেন্দ্রীয় সরকার। কীভাবে ভুয়ো ভ্যাকসিন (fake covid 19 vaccines) চিনবেন, তারই কিছু নির্দেশ দিয়েছে কেন্দ্র।

ভারতে কোন কোন করোনার প্রতিষেধক (fake covid 19 vaccines) পাওয়া যাচ্ছে?

কোভিশিল্ড, কোভ্যাক্সিন এবং স্পুটনিক (covid-19 vaccines) ।

আপনাকে যে টিকা (fake covid 19 vaccines) দেওয়া হচ্ছে, তা ভুয়ো নয় কীভাবে বুঝবেন

স্পুটনিক

কোভিশিল্ড

কোভ্যাক্সিন (fake covid-19 vaccines)

POPxo এখন চারটে ভাষায়! ইংরেজিহিন্দিমারাঠি আর বাংলাতেও!      

বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!

Read More From লাইফস্টাইল