ফ্যাশন

চশমা পরে কিভাবে ক্যারি করবেন আপনার স্টাইলিশ লুক

SRIJA GUPTA  |  May 31, 2022
চশমা পরে কিভাবে ক্যারি করবেন আপনার স্টাইলিশ লুক

চশমা পরে স্টাইল করা যায় না- এই কথাটা এখন ব্যাকডেটেড। জেন এক্সে ট্রেন্ডিং হল চশমার সাথে স্টাইলিশ লুক (how to look attractive with glasses)। কলেজ ফেস্ট হোক বা অফিস পার্টি, বিয়েবাড়ি হোক বা ডেট নাইট, চশমা এখন ইন..

চশমা না লেন্স

দেখুন দুটোর মধ্যে কিন্তু কোনও ক্ল্যাশ নেই। যাদের যা পরতে ভাল লাগবে, তাই পরবেন। কিন্তু ভুল ধারণা আছে একটা যে নরমাল দিনে চশমা কিন্তু স্পেশাল দিনে নয়, সেটা ঠিক নয় (how to look attractive with glasses)। এখন সেলিব্রিটিরাও চশমা ক্যারি করছেন বাইরে বেড়োলে, সবসময় লেন্স নয়। চট করে দেখে নিন কিভাবে স্টাইল মেনটেন করবেন..

মুখের শেপ অনু্যায়ী চশমা কিনুন

চশমা কেনার সময় আমাদের প্রথম ভুলটাই এটা হয় যে আমরা নিজেদের মুখের শেপ অনুযায়ী পারফেক্ট ফ্রেম কিনিনা। যার ফলে বেমানান লাগে, মনে হয় ম্যাচ করেনি লুকটা। সেইজন্য যতই সাজুন কিছুতেই পারফেক্ট লুকটা আসে না (how to look attractive with glasses)। দোষ আপনার চশমার নয়, আপনার।

হেয়ারস্টাইল চেঞ্জ করুন

অনেক সময় চশমা পরে নিজেকে দেখতে বোরিং লাগে। চার-পাঁচ মাস অন্তর নিজের লুক চেঞ্জ করতে পারেন। চশমার সাথে যে হেয়ারকাটগুলো মানায় তার লিস্ট দিলাম নিচে

একস্ট্রা চশমা ক্যারি করুন

একটাই চশমা বানানোর থেকে বুদ্ধিমানের মত দুটো চশমা বানিয়ে নিন। যেটা রেগুলার পরবেন সেটা গোল্ডেন বা সিলভার ফ্রেমে বানাতে পারেন। আর স্পেশাল চশমাটা কালো বা ভাইব্রেন্ট কালারে বানালেন। অবশ্যই আপনার মুখের শেপ অনুযায়ী পারফেক্ট ফ্রেম বানাবেন।

জিন্স টপ হোক বা শিফন শাড়ি চশমা সব ড্রেসের সাথেই মানায়। চশমা যারা পরেন তারা শুধু ঘন কাজল পরতে ভুলবেন না ব্যস! আর হ্যাঁ অবশ্যই UV রে প্রোটেক্টেড চশমা বানাবেন। স্টাইলের সাথে সাথে চোখ ভাল রাখাটাও তো দরকার নাকি!

POPxo এখন চারটে ভাষায়!ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPx আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!o App

Read More From ফ্যাশন