লোশন বার, আপনিও নিশ্চয় শুনেছেন এই বস্তুটি সম্পর্কে। ভাবছেন হয়ত লোশন বার (how to make home made lotion bar) কী। আসলে সৌন্দর্যের সংজ্ঞা প্রতিদিনই বদলায় আর নিত্য নতুন প্রোডাক্টে বাজার ছেয়ে যায়। এক সময়ে বলা হয় ভাল করে সাবান মেখে স্নান করুন, আবার কিছু দিন পরেই কোনও বিউটি বিশেষজ্ঞ বলেন যে না, সাবান মেখে স্নান করবেন না, তাতে ত্বক খসখসে হয়ে যাবে। ফলে আমাদের স্কিন কেয়ার রুটিনে বড্ড সমস্যা তৈরি হয়। কোনটা ব্যবহার করব, আর কোনটা করব না, তা নিয়ে তৈরি হয় কনফিউশন।
তবে একথা তো সবাই এক বাক্যে মেনে নেবেন যে স্নানের সময়ে সাবান ব্যবহার করা জরুরি। কারণ তাতে ত্বক পরিস্কার হয়, আর জীবানুও ধ্বংস হয়। কিন্তু ত্বক যদি খসখসে হয়ে যায়? সেজন্যই অনেকে এখন লোশন বার ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকেন।
আসলে লোশন বার (how to make home made lotion bar) হল সাবান এবং বডি লোশনের মাঝামাঝি একটি বস্তু। আমরা প্রত্যেকেই স্নানের পর বডি লোশন লাগাই, যাতে আমাদের ত্বকের আর্দ্রতা বজায় থাকে এবং তা থাকে সুকোমল। কিন্তু এই জেট গতির যুগে বেশিরভাগ সময়েই এত কিছু করার সময় বা ইচ্ছে কোনওটাই থাকে না। আর সেখানেই ম্যাজিক করে লোশন বার।
বাজারে নানা ধরনের লোশন বার পাওয়া যায়, কিন্তু অনেকগুলোতেই প্রচুর প্রচুর কেমিক্যাল দেওয়া থাকে। আর কেমিক্যাল যে আমাদের ত্বকের জন্য এক্কেবারে ভাল না, সেকথা আর নতুন করে বলে দেওয়ার প্রয়োজন নেই। তাই আমরা আজ এই প্রতিবেদনে জানাবো কীভাবে আপনি বাড়িতেই খুব সহজে তৈরি করতে পারবেন কেমিক্যালহীন লোশন বার। তবে রেসিপি দেওয়ার আগে একবার জানিয়ে দেব, কীভাবে এই প্রোডাক্টটি ব্যবহার করতে হয়
লোশন বার কীভাবে ব্যবহার করতে হয়
লোশন বার (how to make home made lotion bar) ব্যবহার করা খুব সহজ। স্নান করে নিয়ে গা মুছে নিন। এবার হালকা ভেজা গায়ে লোশন বারটি বুলিয়ে নিতে পারেন, আবার প্রোডাক্টটি দু’হাতের তালুতে চেপে ধরে হাতে লাগিয়ে নিয়ে তার পর সারা গায়ে মেখে নিতে পারেন। এতে ত্বকের ময়শ্চার লক হয় এবং ত্বকের গভীরে আর্দ্রতা বজায় থাকে।
সবচেয়ে মজার বিষয় হল, এটি আপনি যে-কোনও জায়গায় ক্যারি করতে পারেন চলকে পড়ার কোনও ভয় নেই।
বাড়িতে কীভাবে তৈরি করবেন লোশন বার
কয়েকটি উপকরণ জোগার করে নিলেই আপনি অনায়াসে বাড়িতে তৈরি করে নিতে পারবেন এই বস্তুটি
এক কাপ নারকেল তেল, এক কাপ কোকো বাটার, এক কাপ বি-ওয়্যাক্স, এক টেবিল চামচ এসেনশিয়াল অয়েল (যেটি আপনার পছন্দ এবং এবং আপনার স্কিনের জন্য ভাল), এক টেবিল চামচ ভিটামিন ই অয়েল (ক্যাপসুল থেকে বার করে নিতে পারেন) এবং সামান্য শুকনো গোলাপের পাপড়ি
পদ্ধতি
ক) একটি সসপ্যান নিন এবং গ্যাসে বসিয়ে কম আঁচে গরম করে নিন
খ) গরম হয়ে গেলে তাতে একে একে নারকেল তেল, কোকো বাটার এবং বি-ওয়্যাক্স ঢেলে দিন। পরিস্কার কাঠের চামচ দিয়ে ভাল করে নেড়ে মিশিয়ে নিন প্রতিটি উপকরণ।
গ) এবার গ্যাস বন্ধ করে মিশ্রণটি একটু ঠান্ডা হতে দিন। খেয়াল রাখবেন একদম ঠান্ডা যেন না হয়ে যায়। মোটামুটি উষ্ণ রাখুন
ঘ) এবার এর মধ্যে গোলাপের পাপড়ি মিশিয়ে নিন এবং এসেনশিয়াল অয়েলও কয়েক ফোঁটা ঢেলে মিশিয়ে নিন
ঙ) এবার সিলিকন মোল্ডে এই ব্যাটারটি সাবধানে ঢালুন এবং একদম ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করুন।
চ) ঠান্ডা হয়ে জমে গেলে মোল্ড থেকে বার করে নিন (how to make home made lotion bar) এবং দরকারের সময়ে ব্যবহার করুন
POPxo এখন চারটে ভাষায়! ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!
বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!
Read More From রূপচর্চা ও বিউটি টিপস
চশমা পরা হবু কনেরা কিভাবে সাজবেন জেনে নিন
SRIJA GUPTA
চুল ভাল রাখতে শ্যাম্পুর বদলে এগুলি ব্যবহার করুন
SRIJA GUPTA