Care

সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে চুল বাঁচাতে ব্যবহার করুন বাড়িতে তৈরি হেয়ার সানস্ক্রিন

Debapriya Bhattacharyya  |  Jan 2, 2020
সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে চুল বাঁচাতে ব্যবহার করুন বাড়িতে তৈরি হেয়ার সানস্ক্রিন

ত্বকের ঠিকঠাক পরিচর্যা (haircare) করতে আমরা ঠিক যতটা তৎপর, চুলের পরিচর্যা (haircare) করার সময়ে যেন আমাদের কোথায় একটা আলসেমি আসে। চুলে নানা স্টাইল করি ঠিকই; স্ট্রেটনিং করে বা স্মুদনিং করে আবার অনেক সময়ে নানা রঙে চুল রাঙিয়ে, কিন্তু একটা কথা ভুলে যাই যে চুলের যত্ন না করলে চুল থাকবে না আর চুলে নানা স্টাইলও করা যাবে না। অবশ্য সবাই যে চুলের যত্ন (haircare) নেন না তা নয়। সূর্যের ক্ষতিকর রশ্মির হাত থেকে ত্বক রক্ষা করতে আমরা যখনই দিনের বেলা বাইরে বেরোই, মুখ সহ শরীরের বাকি খোলা অংশে কিন্তু সানস্ক্রিন লাগাতে ভুলি না, তাহলে চুলে কেন সানস্ক্রিন লাগাই না? আপনি হয়ত ভাবছেন, চুলে কীভাবে সানস্ক্রিন (hair sunscreen) লাগাবেন! সে বিষয়েই আজ কথা বলা যাক। তবে, বাজারচলতি সানস্ক্রিন চুলে লাগানোর আগে বরং বাড়িতে তৈরি করা (homemade) হেয়ার সানস্ক্রিন ট্রাই করুন। কীভাবে বাড়িতেই তৈরি করে নেবেন হেয়ার সানস্ক্রিন (hair sunscreen), জেনে নিন।

https://bangla.popxo.com/article/why-every-would-be-bride-must-go-on-a-holiday-before-wedding-in-bengali

নারকেল তেল ও লেবুর খোসা দিয়ে তৈরি হেয়ার সানস্ক্রিন

শাটারস্টক

চুলের পরিচর্যা (haircare) করার জন্য নারকেল তেলের (coconut oil) ব্যবহার বহুকাল ধরে আমরা সবাই করে আসছি। নারকেল তেল (coconut oil) যে শুধুমাত্র চুলে পুষ্টি যোগায় তা না, চুলের টেক্সচার মোলায়েমও করে তোলে, ফলে চুল ভাঙে কম এবং একটা আলাদা জেল্লা দেখা যায়। আর লেবু যেহেতু ভিটামিন সি-তে ভরপুর, কাজেই চুলকে সূর্যের ক্ষতিকর রশ্মির হাত থেকে রক্ষা করে।

কী কী উপকরণ লাগছে – এক টেবিল চামচ নারকেল তেল, আধ কাপ জল, সামান্য লেবুর খোসা

কীভাবে তৈরি করবেন – ব্লেন্ডারে জল, নারকেল তেল (coconut oil) এবং লেবুর খোসা ব্লেন্ড করে নিন। ব্লেন্ড করলে দেখবেন একটা স্মুদ পেস্ট তৈরি হয়েছে। এবারে এই মিশ্রণটি একটি স্পে বোতলে ভরে রেখে দিন। অনেক সময়ে নারকেল তেল জমে যায়, সেক্ষেত্রে বাড়িতে তৈরি (homemade) এই হেয়ার সানস্ক্রিনটি ব্যবহার করার আগে একবার উষ্ণ করে নিন।

কখন ব্যবহার করবেন – দিনের বেলা বাইরে বেরনোর অন্তত এক ঘণ্টা আগে শ্যাম্পু করা চুলে এই হেয়ার সানস্ক্রিনটি (hair sunscreen) স্প্রে করুন। ঠিক যেভাবে ভেজা চুলে সিরাম লাগান, সেভাবেই এই হেয়ার সানস্ক্রিনটি ব্যবহার করতে পারেন।

অ্যালোভেরা ও মধু দিয়ে তৈরি হেয়ার সানস্ক্রিন

শাটারস্টক

চুলের বেশিরভাগ সমস্যার মূল কারণ কিন্তু স্ক্যাল্প বা মাথার তালুতে হওয়া জীবাণু সংক্রমণ। অ্যালোভেরা যে-কোনও ধরনের সংক্রমণ দূর করতে খুব ভাল কাজ করে আর অন্যদিকে মধু প্রাকৃতিক কন্ডিশনারের কাজ করে; ফলে চুল থাকে কোমল ও জেল্লাদার। চুলে পুষ্টি ঠিকমতো পৌঁছলে এবং স্ক্যাল্প পরিষ্কার থাকলে চুলের নানা সমস্যা যেমন অকালে চুল ঝরে যাওয়া বা দু’মুখো চুল অথবা খুশকি – ইত্যাদি থেকেও মুক্তি পাবেন।

কী কী উপকরণ লাগছে – এক কাপ জল, এক টেবিল চামচ অ্যালোভেরা জেল, এক চা চামচ সি-সল্ট, এক চা চামচ নারকেল তেল এবং এক টেবিল চামচ মধু

কীভাবে তৈরি করবেন – একটি স্প্রে বোতলে সমস্ত উপকরণ ঢেলে নিন এবং খুব ভালভাবে ঝাঁকিয়ে নিন। ব্যস তৈরি হয়ে গেল আপনার homemade hair sunscreen। প্রতিবার ব্যবহারের আগে একবার করে ভাল করে ঝাঁকিয়ে তারপরে ব্যবহার করুন।

কখন ব্যবহার করবেন – যখনই দিনের বেলা বাইরে যাবেন, তার আগে একবার চুলে স্প্রে করে নিন।

POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!

এসে গেল #POPxoEverydayBeauty – POPxo-র স্কিন, বাথ, বডি এবং হেয়ার প্রোডাক্টস নিয়ে, যা ব্যবহার করা ১০০% সহজ, ব্যবহার করতে মজাও লাগবে আবার উপকারও পাবেন! এই নতুন লঞ্চ সেলিব্রেট করতে প্রি অর্ডারের উপর এখন পাবেন ২৫% ছাড়ও। সুতরাং দেরি না করে শিগগিরই ক্লিক করুন POPxo.com/beautyshop-এ এবার আপনার রোজকার বিউটি রুটিন POP আপ করুন এক ধাক্কায়

Read More From Care