ডি আই ওয়াই বিউটি টিপস

ভ্যালেন্টাইনস ডে: আজ কী কী করলে চুমু খেলেও লিপস্টিক উঠবে না? রইল সাজেশন

Swaralipi BhattacharyyaSwaralipi Bhattacharyya  |  Feb 14, 2020
ভ্যালেন্টাইনস ডে: আজ কী কী করলে চুমু খেলেও লিপস্টিক উঠবে না? রইল সাজেশন

ফেব্রুয়ারি অর্থাৎ ভালবাসার মাস। আর আজই সেই বিশেষ দিন অর্থাৎ ভ্যালেন্টাইনস ডে (Valentine’s Day)। এর আগে প্রোপোজ ডে, কিস ডে তো আপনি কাটিয়েছেন। কিন্তু আজ সেরা পারফরম্যান্স দিতেই হবে। টেনশন হচ্ছে কি? ভাবছেন, কীভাবে সাজবেন, কেমন হবে আপনার আজকের মেকআপ? বয়ফ্রেন্ডকে কি আলাদা করে ইমপ্রেস করবেন, নাকি আপনি যেমন তেমন ভাবেই আপনাকে অ্যাকসেপ্ট করতে প্রস্তুত সঙ্গী?

মনের মধ্যে এ সব টানাপোড়েন চলতেই থাকবে। কিন্তু বেরিয়ে পরতে হবে সে সব ভুলে। হয়তো অনেকেই ইতিমধ্যেই সঙ্গীর সঙ্গে সময় কাটাতে শুরু করে দিয়েছেন। দিনভর প্ল্যান রয়েছে আপনার। কেউ বা আজকের সন্ধেটা আলাদা ভাবে প্ল্যান করেছেন। সত্যি করে বলুন তো, চুমু (kiss)) খাওয়ার প্ল্যান তো রয়েইছে নাকি! আরে, লজ্জা পাচ্ছেন কেন? আপনি হয়তো এটা বলবেন, প্ল্যান করে আবার চুমু খাওয়া যায় নাকি! ঠিকই প্ল্যান করে তো আর চুমু খাওয়া যায় না। এ তো স্বাভাবিক ভাবেই হবে। কিন্তু আপনি জানেন না, কখন আসবে সেই মুহূর্ত। কিন্তু চুমু খেতে গিয়ে যদি লিপস্টিক (lipstick) উঠে যায়? কেউ কেউ বলবেন, আই ডোন্ট কেয়ার। চুমুর স্বাদেই মন ভাল হয়ে যাবে তাঁদের। আবার কেউ বা চাইবেন, চুমুর পরেও লিপস্টিকের সৌন্দর্য বজায় থাকুক। আপনি কোন দিকে ভোট দেবেন জানা নেই। কিন্তু কীভাবে লিপস্টিক কিস প্রুফ (kiss-proof) রাখবেন, তার উপায় ভ্যালেন্টাইনস ডে-তে বাতলে দিতে পারি আমরা। 

আরও পড়ুন, জানুন ঘরোয়া উপায়ে কীভাবে সারিয়ে তুলবেন ফাটা ঠোঁট (Chapped Lips Home Remedies)

 

POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!

আমাদের এক্কেবারে নতুন POPxo Zodiac Collection মিস করবেন না যেন! এতে আছে নতুন সব নোটবুক, ফোন কভার এবং কফি মাগ, যেগুলো দারুণ ঝকঝকে তো বটেই, আর একেবারে আপনার কথা ভেবেই তৈরি করা হয়েছে। হুমম…আরও একটা এক্সাইটিং ব্যাপার হল, এখন আপনি পাবেন ২০% বাড়তি ছাড়ও। দেরি কীসের, এখনই POPxo.com/shopzodiac-এ যান আর আপনার এই বছরটা POPup করে ফেলুন!

Read More From ডি আই ওয়াই বিউটি টিপস