ডি আই ওয়াই লাইফ হ্যাকস

আলমারি গোছানোর ২০টি টিপস, জেনে নিন এই আসবাবটি কী করে পরিপাটি করে রাখবেন

Parama SenParama Sen  |  Aug 6, 2019
আলমারি গোছানোর ২০টি টিপস, জেনে নিন এই আসবাবটি কী করে পরিপাটি করে রাখবেন

যাই বলুন, তাই বলুন, আলমারি গোছানো কিন্তু ভারী কঠিন কাজ! যতই মাথা খাটিয়ে বের করুন না কেন যে, শাড়িগুলো এভাবে রাখবেন, ব্লাউজ রাখবেন খাপে পুরে, জিনস আর টপ আলাদা-আলাদা করে গুছিয়ে রাখবেন, অন্তর্বাস আলাদা ড্রয়ারে রাখবেন, গোছানোর কিছুদিন পরেই দেখবেন সব আবার যে-কে সেই হয়ে গিয়েছে! জিনসের মধ্যে নুখ লুকিয়েছে টপ, কুর্তি আর কামিজ আলাদা করে বোঝার উপায় নেই, ব্রা আর প্যান্টি কোনওদিনও সবক’টা খুঁজে পাবেন না আর শাড়ির ব্লাউজ তো কোথায় যে সেঁধিয়েছে, কে জানে! অথচ কতগুলো সহজ, সাদাসিধে টিপস মেনে চললেই কিন্তু আলমারি (Wardrobe) দিব্যি গুছিয়ে (organise) ফেলা যায় এবং গুছিয়ে রাখাও যায়! আর পরিপাটি করে গুছিয়ে রাখা আলমারি যে স্কুল-কলেজ-অফিস যাওয়ার সময় কত্তটা কাজে আসে, তা আমরা সকলেই জানি। এখানে শেয়ার করা হল কয়েকটি টিপস (tips) যা আপনাদের আলমারি গোছানোর কাজে আসবে…

তবে আলমারি গোছানোর আসলে তিনটে ধাপ আছে। এক, আলমারি খালি করা। দুই, পোশাক সর্টিং করা। তিন, গুছিয়ে ফেলা। এক-এক করে এই তিনটি ধাপে আমরা আসছি। 

১. আলমারি গোছানোর আগের কাজ

২. পোশাক বেছেবুছে রাখার কায়দা

ইনস্টাগ্রাম

৩. আলমারি গোছাবেন কীভাবে

ইনস্টাগ্রাম

POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!

আপনি যদি রংচঙে, মিষ্টি জিনিস কিনতে পছন্দ করেন, তা হলে POPxo Shop-এর কালেকশনে ঢুঁ মারুন। এখানে পাবেন মজার-মজার সব কফি মগ, মোবাইল কভার, কুশন, ল্যাপটপ স্লিভ ও আরও অনেক কিছু!

Read More From ডি আই ওয়াই লাইফ হ্যাকস