রূপচর্চা ও বিউটি টিপস

ডার্ক সার্কল আর নয়! এইবার ঘরে বসেই মুক্তি পান চোখের নিচের কালো দাগ থেকে

Indrani Bose  |  Feb 1, 2021
ডার্ক সার্কল আর নয়! এইবার ঘরে বসেই মুক্তি পান চোখের নিচের কালো দাগ থেকে

সারা মুখটা এত সুন্দর, সারা মুখেরই যত্ন নেওয়া হয় কিন্তু ডার্ক সার্কল বা চোখের নিচে কালি কিন্তু কিছুতেই উঠতে চায় না। কনসিলারের সাহায্যে তখন ডার্ক সার্কল ঢাকার চেষ্টা করতে হয়। কিন্তু এমন কিছু ঘরোয়া উপাদান থাকে যার সাহায্যে খুব সহজেই চোখের তলায় ডার্ক সার্কল তুলে ফেলা যায়। হয়তো কিছুদিন সময় লাগে, কিন্তু ডার্ক সার্ক মলিন হয়ে যায়। আজ ডার্ক সার্কল তোলার উপায় নিয়েই আলোচনা করব। তবে অনেকের নানা রকম শারীরিক অসুস্থতার কারণেও ডার্ক সার্কল পড়ে। তাঁরা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন (remove dark circles at home)।

কী কী কারণে ডার্ক সার্কল হতে পারে

ডার্ক সার্কল আর নয়!

যে যে ঘরোয়া উপায়ে আপনি ডার্ক সার্কল দূর করতে পারেন (remove dark circles at home)

নারকেল তেল ব্যবহার করুন

প্রতি রাতে শুতে যাওয়ার আগে চোখের চারধারে নারকেল তেল লাগিয়ে নেবেন। এতে আপনার চোখের চারপাশের ত্বক ময়শ্চারাইজ হবে। পরের দিন সকালে উঠে চোখ ধুয়ে নেবেন। প্রতি রাতে নিয়মিত নারকেল তেল লাগালে কয়েকদিন পর থেকেই ডার্ক সার্কল মলিন হতে শুরু করবে।


গোলাপ জল

দুটি কটন প্যাড গোলাপ জলে ভিজিয়ে নিন। তারপর সেই কটন প্যাড দুটি চোখের উপর রেখে দিন। ১৫ মিনিট অন্তত এভাবেই রাখুন। ১৫ দিন টানা এই পদ্ধতি মেনে চলুন। ডার্ক সার্কল মলিন হয়ে আসবে (remove dark circles at home)।

 

শসার এই গুণ সবারই জানা

টি ব্যাগ

আপনি টি ব্যাগ ব্যবহার করেন? তাহলে টি ব্যাগ ব্যবহার করার পরে ফেলে দেবেন না। সেটি ফ্রিজে রেখে দিন। সেই ঠাণ্ডা টি ব্যাগ চোখের উপরে রেখে দিন। ১০ মিনিট রেখে চোখ ধুয়ে ফেলুন। এতে ডার্ক সার্কলও যেমন কমে। আবার চোখের ফোলা ভাব থাকলেও তা কম হয়।

কাঁচা দুধ

কাঁচা দুধ একটু ঠাণ্ডা করে নেবেন। তারপর কটন প্য়াড সেই দুধে ভিজিয়ে রেখে চোখের উপর রাখুন। অন্তত ১০ মিনিট ওভাবেই রাখবেন। সাত দিন টানা এই পদ্ধতি মেনে চলুন। আস্তে আস্তে ডার্ক সার্কল মলিন হবে।

শসার টুকরো খুবই উপকারী

শসা স্লাইস করে কেটে নেবেন। তারপর সেই টুকরো ফ্রিজে কিছুক্ষণ রেখে দিন। খুব পরিচিত ঘরোয়া উপায় এইটি। সেই স্লাইস চোখের উপর রেখে দিন ১৫ মিনিট। ১৫ দিন এই পদ্ধতি মেনে চলুন।

পুদিনা পাতা

পুদিনা পাতা ডার্ক সার্কল কমাতে খুবই উপকারী। পুদিনা পাতা পেস্ট করে নিন। সেটি চোখের তলায় লাগিয়ে রাখুন। তারপর জল দিয়ে ধুয়ে ফেলবেন।

টমেটোর রস খুব উপকারী

টমেটোর রসে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। টমেটোর পাল্প থেকে রস নিয়ে সেটি চোখের নিচে লাগিয়ে রাখুন। ১০ মিনিট রেখে ধুয়ে ফেলবেন। ম্যাজিকের মতো কাজ করবেই (remove dark circles at home)!

https://bangla.popxo.com/article/usage-of-chamomile-tea-in-skincare-in-bengali

POPxo এখন চারটে ভাষায়!ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!

বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন
#POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন
নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!

Read More From রূপচর্চা ও বিউটি টিপস