ফ্যাশন

সুতির পোশাক শুধু পরলেই হবে? যত্নও করতে হবে তো

Indrani Bose  |  Dec 31, 2020
সুতির পোশাক শুধু পরলেই হবে? যত্নও করতে হবে তো

আমি বেশিরভাগ সময়টাই সুতির পোশাক পরি। কারণ, সুতির পোশাকে আমি খুবই কম্ফোর্টেবল বোধ করি। অন্য পোশাকে আমি ততটা কম্ফোর্ট পাই না। আমার মতো অনেকেই হয়তো সুতির পোশাকে কম্ফোর্ট বোধ করেন। তাঁরাও বেশিরভাগ সময় সুতির পোশাক বেছে নেন। তবে সুতির পোশাক শুধু তো পরলেই হয় না, তার একইভাবে যত্নও নেওয়া প্রয়োজন। অর্থাৎ, শুধুই পরলে হবে? খরচা আছে। সুতির পোশাকের যত্ন নিতে হবে খুবই বেশি। প্রয়োজনে বিশেষ যত্ন নিতে হবে (take care of cotton clothes)।

কারণ সুতি হল প্রাকৃতিক ফেব্রিক। তুলো থেকে সুতো তৈরি করে বুননে তৈরি হয় সুতির পোশাক। তাই এই ফেব্রিকের বিশেষ যত্ন প্রয়োজন। তাই কাচা থেকে শুরু করে তাকে ভাঁজ করা পর্যন্ত একটি বিশেষ যত্ন প্রয়োজন। আসুন জেনে নিই সুতির পোশাকের যত্ন কীভাবে নেবেন(take care of cotton clothes)।

সুতির পোশাক যত্ন করে পরুন…

সুতির পোশাকের যত্ন কীভাবে নেবেন (take care of cotton clothes)

সুতির পোশাক কাচবেন কীভাবে

 

কাচার সময় যে বিষয়গুলি মাথায় রাখবেন

সুতির পোশাক শোকানোর সময় যে বিষয়গুলি মাথায় রাখবেন

 

শোকানোর সময়ও সতর্ক থাকুন

আয়রন করার সময় যে বিষয়গুলো খেয়াল রাখবেন

প্রথমে পোশাক উলটে নিন। উলটো পিঠে ইস্ত্রি করে নিয়ে তারপর সোজা পিঠে ইস্ত্রি করুন (take care of cotton clothes)।

ইস্ত্রি করার সময়েও সতর্ক হন

আরও যে বিষয়গুলি মাথায় রাখবেন

https://bangla.popxo.com/article/7-types-of-must-have-sweaters-for-this-winter-in-bengali

POPxo এখন চারটে ভাষায়!ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!
বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন
#POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন
নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!

Read More From ফ্যাশন