রূপচর্চা ও বিউটি টিপস

পুজোর সময় অনিয়মে ত্বকেও প্রভাব পড়েছে, এবার একটু ত্বকের যত্ন নিন

Indrani BoseIndrani Bose  |  Oct 15, 2021
পুজোর সময় অনিয়মে ত্বকেও প্রভাব পড়েছে, এবার একটু ত্বকের যত্ন নিন

পুজোর কয়েকদিন বাইরে খাওয়াদাওয়া হয়েছে। আবার পুজোর সময় প্রতিদিন মেকআপও করেছেন। এর প্রভাব তো ত্বকে পড়বেই। যাঁরা মনে করেন, পুজোয় স্বাস্থ্যকর জীবনযাপন করা সম্ভব, তাঁরা কীভাবে করেন তাঁরাই জানেন। কারণ, দুর্গাপুজো শুরু হলেই অনিয়মও শুরু হয়। রাত জেগে ঘুরে বেড়ানো তো থাকেই। সঙ্গে নানারকম খাওয়া দাওয়া করা হয়। এর জন্য স্বাস্থ্যে যেমন প্রভাব পড়ে, ত্বকেও প্রভাব পড়ে। তাই এবার আপনার একটু ত্বকের যত্ন (care of skin) নেওয়া প্রয়োজন। প্রয়োজন ত্বক ডিটক্স ।

পর্যাপ্ত পরিমাণে জল (care of skin)

প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে। ত্বকের টক্সিন বের করে দেওয়ার অন্যতম শর্তই এটি। পর্যাপ্ত পরিমাণে জল আপনার সারা শরীরের পিএইচ-এর ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। আপনি কয়েক টুকরো শসা কেটে জলের বোতলে দিতে পারেন। সেই জল খেতে পারেন। এটি আপনার জলে সামান্য ফ্লেভার যোগ করবে এবং এর মধ্যে যে ভিটামিন আছে (care of skin) তা আপনার ত্বক ডিটক্স করতে সাহায্য করবে।

সঠিক ক্লিনজিং রুটিন

ঘুমানোর সময় বালিশ বা বিছানার চাদরের ধুলোবালি আপনার ত্বকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও আপনার ঘুমানোর সময় ত্বক নিজেকে রিপেয়ার করে। ত্বকের টক্সিন (care of skin) বাইরে বের করে দেয়। তাই প্রতিদিন সকালে উঠে প্রথমেই আপনার মুখ পরিষ্কার করবেন।

ত্বকের যত্ন নিন

ক্লিনজিংয়ের পর টোনিং (care of skin)

এমনিতেই আমাদের এখানে আবহাওয়ার আর্দ্রতার পরিমাণ অনেক বেশি, শীতকাল তেমনই রুক্ষ। তাই গরম কালে ঘাম হয় অতিরিক্ত এবং শীতে ত্বক রুক্ষ হয়ে যায়। সেই কারণে প্রতিবার ত্বক ক্লিনজিং করার পর অবশ্যই টোনিং করবেন। এই স্টেপ কখনওই এড়িয়ে যাবেন না। একটি ভাল অ্যালকোহল-মুক্ত টোনার কিনে নিন। সেটি আপনার ত্বকের পিএইচ-এর ভারসাম্য বজায় রাখবে। ত্বক রাখবে সুন্দর ও টানটান।

ভিটামিন সিরাম

আপনার ত্বকের প্রয়োজন ভিটামিন সিরামের। এটি আপনার ত্বক ডিটক্সেও (care of skin) সাহায্য করবে। ভিটামিন সি এবং ই ত্বকের জন্য খুবই ভালো। তাই এই দুই ভিটামিন যুক্ত সিরাম ব্যবহার করবেন।

এছাড়াও কী কী প্রয়োজন

POPxo এখন চারটে ভাষায়! ইংরেজিহিন্দিমারাঠি আর বাংলাতেও!      

বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!

Read More From রূপচর্চা ও বিউটি টিপস