Self Help

বাড়িতে করোনা সংক্রমিতের যত্ন নেবেন কীভাবে, নিজেরাই বা কীভাবে সাবধানে থাকবেন

Indrani Bose  |  Apr 30, 2021
বাড়িতে করোনা সংক্রমিতের যত্ন নেবেন কীভাবে, নিজেরাই বা কীভাবে সাবধানে থাকবেন

করোনার দৈনিক সংক্রমণের হার বেড়েছে। এইদিকে টেস্টের সংখ্য়াও বাড়ানো হয়েছে। ICMR-এর প্রকাশিত তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় ১৯ লাখ ২০ হাজার ১০৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৯ এপ্রিল, ২০২১ পর্যন্ত ২৮ কোটি ৬৩ লাখ ৯২ হাজার ৮৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। দেশে সংক্রমণে গ্রাফ যেমন উর্ধ্বমুখী, ঠিক সেই সময়েই প্রকাশ্যে আসছে অক্সিজেন সরবরাহে ঘাটতির উদাহরণ। স্বাস্থ্য়ব্যবস্থার দিকেই অভিযোগের আঙুল উঠছে।

সংক্রমণের হার বাড়লেও অধিকাংশ আক্রান্তই বাড়িতেই সুস্থ হচ্ছেন। তার জন্য প্রয়োজন হচ্ছে সঠিক আইসোলেশন ও যত্ন। অনেকের পরিবারেই এমন দেখা যাচ্ছে, একজন ব্যক্তি করোনা পজিটিভ হলেও বাকিদের মধ্য়ে হয়তো কোনও উপসর্গ নেই। কিন্তু সেই পজিটিভ ব্যক্তির যত্নের ও চিকিৎসার প্রয়োজন। তাহলে বাড়িতে করোনা রোগীর চিকিৎসা (covid-19 patients at home) কীভাবে করবেন কিংবা বাড়িতে কোরনা রোগী থাকলে কী কী নিয়ম মেনে চলতে হবে, আসুন সেই নিয়ে আরও একবার আলোচনা করে নেওয়া যাক। এই বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা(WHO)-এর পরামর্শ কী, সেদিকেও দৃষ্টিপাত করব আমরা।

 

বাড়িতে রোগী হলে কীভাবে যত্ন করবেন?

বাড়িতে কোরনা রোগী – কী বলছে WHO

কোভিড-১৯ পজিটিভ হলে কি তার বাড়িতেই যত্ন করা যেতে পারে?

যাঁদের মধ্য়ে করোনার কোনও উপসর্গ নেই, তাঁরা বাড়িতে থাকতে পারেন। অবশ্যই চিকিৎসকের পরামর্শ মেনে ও বাকিদের থেকে আইসোলেটেড থাকতে হবে। ৬০-এর নীচে যাঁদের মধ্যে সামান্য উপসর্গ রয়েছে, তাঁরাও বাড়িতেই থাকতে পারেন। তবে এও খেয়াল রাখতে হবে যে, তাঁদের হার্টের কোনও সমস্যা, ফুসফুসজনিত অসুখ, ডায়াবিটিস মেলিটাস, ক্যানসার বা কিডনির সমস্যা নেই।

পরিবারের অন্য়ান্য সদস্যকেও দূরত্ব ও সমস্ত কোভিড প্রোটোকল মেনে চলতে হবে। একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, হাইজিন মানতে হবে। চিকিৎসকের সঙ্গে সবসময়ে যোগাযোগ রাখতে হবে। যদি শারীরিক অবস্থার কোনও অবনতি হয়, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হাসপাতালে নিয়ে যেতে হবে (covid-19 patients at home) ।

 

যে বাড়িতে করোনা আক্রান্ত রোগী রয়েছেন, সেই বাড়ির অন্যান্য সদস্য কী কী নিয়ম মেনে চলবেন যাতে তাঁরাও আক্রান্ত না হন

 

 

বাড়ির অন্যান্য সদস্য বার বার হাত জীবাণুমুক্ত করবেন এইসব ক্ষেত্রে –

https://bangla.popxo.com/article/all-you-need-to-know-about-covid-vaccination-registration-and-protocols-in-bengali-950160

সমগ্র তথ্য সৌজন্য – WHO (বিশ্ব স্বাস্থ্য সংস্থা)

POPxo এখন চারটে ভাষায়! ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!        

বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!

Read More From Self Help