রূপচর্চা ও বিউটি টিপস

ব্রণ কমিয়ে ত্বকে ইভন টোন ফেরাতে কাজে লাগান মুলতানি মাটি

Debapriya Bhattacharyya  |  Feb 4, 2022
ব্রণ কমিয়ে ত্বকে ইভন টোন ফেরাতে কাজে লাগান মুলতানি মাটি

মুলতানি মাটিতে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, সিলিকা এবং ক্যালসিয়াম, সেই সঙ্গে মজুত রয়েছে আয়রন, ক্যালসাইট এবং ডলোমাইট, যা ত্বকের ভিতরে পুষ্টির ঘাটতি যেমন দূর করে, তেমনি টক্সিক উপাদানের মাত্রাও কমায়। ফলে ত্বকের স্বাস্থ্যের উন্নতি ঘটতে সময় লাগে না। (how to use fullers earth in skin care)

একবার ভিতর থেকে ত্বক যখন সুন্দর হয়ে ওঠে, তখন স্কিনের বাহ্যিক সৌন্দর্য বৃদ্ধি পেতে যেমন সময় লাগে না, তেমনি আরও নানা ধরনের ত্বকের সমস্যার প্রকোপও নিমেষে কমে যায়। ফলে স্কিনকে নিয়ে আরও চিন্তাই থাকে না। 

সূর্যের অতি বেগুনি রশ্মির খারাপ প্রভাব এবং বায়ু দূষণের মার সহ্য করার পরেও যদি ত্বক সুন্দর এবং মোলায়েম করে তুলতে হয়, তাহলে ত্বকের যত্নে মুলতানি মাটির ব্যবহার মাস্ট। কিন্তু প্রশ্ন হল ত্বকের পরিচর্যায় এই প্রাকৃতিক উপাদানটিকে কীভাবে কাজে লাগানো যেতে পারে? এই প্রশ্নের উত্তর পেতে এই লেখায় যে একবার চোখ রাখতে হবে। (how to use fullers earth in skin care)

ত্বকে ইভন টোন ফিরিয়ে আনতে

অল্প সময়েই ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি স্কিন টোনের উন্নতি ঘটুক, এমনটা যদি চাও, তাহলে ত্বকের যত্নে মুলতানি মাটিকে কাজে লাগাতে ভুলো না যেন! কারণ এমনটা করলে ত্বকের ভিতরে জমতে থাকা টক্সিক উপাদানেরা যেমন বেরিয়ে যায়, তেমনি বন্ধ হয়ে যাওয়া সব লোমকূপ খুলতে শুরু করে। ফলে ত্বক যেমন নরম এবং তুলতুলে হয়ে ওঠে, তেমনি স্কিনের জেল্লাও বাড়ে চোখে পড়ার মতো।

এমন সব উপকার পেতে ১ চামচ মুলতানি মাটির সঙ্গে ১ চামচ টমেটোর রস, ১ চামচ চন্দন গুঁড়ো এবং হাফ চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে একটা ফেসপ্যাক বানিয়ে নিতে হবে। তারপর মুখটা ভালো করে ধুয়ে নিয়ে পেস্টটা  সারা মুখে লাগিয়ে কম করে ১৫ মিনিট অপেক্ষা করতে হবে। যখন দেখবে ফেসপ্যাক টা ড্রাই হতে শুরু করেছে, তখন ভেজা টাওয়েল দিয়ে সারা মুখটা ভালো করে মুছে ফেলতে হবে। তারপর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলতে হবে মুখটা। এইভাবে সপ্তাহে ১-২ দিন এই বিশেষ ফেসপ্যাকটিকে কাজে লাগালেই দেখবে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পেতে একেবারেই সময় লাগবে না। (how to use fullers earth in skin care)

ব্রণ ফুসকুড়ি দূর করতে

মুলতানি মাটিতে উপস্থিত একাধিক উপকারি উপাদান একদিকে যেমন ত্বকের অতিরিক্ত তেলকে শুষে নেয়, তেমনি অন্যদিকে লোমকূপও খুলতে শুরু করে। সেই সঙ্গে স্কিনের ভিতরে উপস্থিত ক্ষতিকর উপাদানগুলির খারাপ প্রভাবও কমে। ফলে স্বাভাবিকভাবেই ব্রণর প্রকোপ কমতে সময় লাগে না।

১ চামচ মুলতানি মাটির সঙ্গে ২ চামচ গোলাপ জল এবং ৪-৫ ড্রপ লেবুর রস মিশিয়ে একটি মিশ্রন বানিয়ে ফেলতে হবে। তারপর সেই পেস্টটি মুখে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করতে হবে। সময় হয়ে গেলে ভেজা গামছা দিয়ে মুখটা মুছে নিয়ে হলকা গরম জল দিয়ে পুনরায় ধুয়ে ফেলতে হবে মুখটা। এমনভাবে সপ্তাহে ১-২ দিন ত্বকের পরিচর্যা করলেই দেখবে ফল মিলতে শুরু করেছে।

POPxo এখন চারটে ভাষায়! ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!      

বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!

Read More From রূপচর্চা ও বিউটি টিপস