রূপচর্চা ও বিউটি টিপস

ত্বক পরিচর্চায় কীভাবে ব্যবহার করবেন গ্রিন টি?

Swaralipi Bhattacharyya  |  Jul 31, 2020
ত্বক পরিচর্চায় কীভাবে ব্যবহার করবেন গ্রিন টি?

সকালে উঠে এক কাপ গ্রিন টি (green tea)। অথবা সারা দিন কাজের ফাঁকে তিন-চার কাপ গ্রিন টি খেলে অনেকটা রিফ্রেশ লাগে। অনেকে নিয়মিত গ্রিন টি অভ্যেস করে ফেলেছেন। অন্য কোনও ফ্লেভারের চা খান না তাঁরা। আসলে গ্রিন টি খাওয়া শরীরে পক্ষে সত্যিই খুব উপকারী। টানটান টেনশনের মধ্যে গ্রিন টি খেয়ে দেখবেন, মাসল রিল্যাক্স হবে খুব সহজে। 

শরীরকে ভিতর থেকে মজবুত করতে গ্রিন টি-র উপকারিতার কথা অনেকেই জানেন। গ্রিন টি ত্বকচর্চার কাজেও একই রকম সাবলীল। এর মধ্যে থাকা অ্যান্টি অক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টিমাইক্রোবায়াল উপাদান ত্বকের (skin) সৌন্দর্য বৃদ্ধিতে সহায়ক। বিশেষত যাঁদের সেনসেটিভ ত্বক তাঁদের ক্ষেত্রে গ্রিন টি রূপচর্চার অন্যতম উপাদান। যে কোনও ত্বকের ক্ষেত্রেই বলিরেখা রোধ করে। আর কোন কোন ভাবে গ্রিন টি আপনার ত্বকের জন্য উপকারী তা নিয়েই এই প্রতিবেদনে আলোচনা করার চেষ্টা করব আমরা।

১) চা খাওয়া হয়ে গেলে গ্রিন টি ব্যাগগুলি ফেলে দেবেন না। গোলাপ জলে ডুবিয়ে ফ্রিজে রেখে ঠাণ্ডা করে নিন। এরপর চোখ বন্ধ করে ওই টি ব্যাগগুলি চোখের উপর ১৫ মিনিট রেখে দিন। সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে। মাসল রিল্যাক্স হবে। চোখের তলার ঘন কালো দাগও এই গ্রিন টি ব্যাগ ব্যবহার করলে ধীরে ধীরে দূর হয়ে যাবে।

 

গ্রিন টি ব্যাগ থেকে আপনার ত্বকের জন্য দারুণ টোনারও তৈরি করতে পারেন। ছবি ইনস্টাগ্রামের সৌজন্যে।

২) গ্রিন টি ব্যাগ আপনার ত্বকের স্ক্রাব হিসেবেও ব্যবহার করতে পারেন। টি ব্যাগটি কেটে চা পাতাগুলো বের করে নিতে হবে। এর সঙ্গে এক চা চামচ ওটস পাউডার, এক চা চামচ মধু, অর্ধেক চা চামচ লেবুর রস মিশিয়ে নিন। কেউ চাইলে এই মিশ্রণের সঙ্গে পছন্দের এসেনশিয়াল অয়েলও কয়েক ফোঁটা যোগ করতে পারেন। তিন ফোঁটা করে রোজমেরি এবং টিট্রি অয়েল মিশিয়ে নিলে ভাল ফল পাবেন। এবার এই মিশ্রণ মুখে এবং সারা গায়েও লাগাতে পারেন। ত্বকের মরা কোষ উঠে যাবে। ত্বক হবে উজ্জ্বল। বিশেষত গরমকালে এই স্ক্রাবার যে কোনও ত্বকের জন্য ভাল।

৩) গ্রিন টি ব্যাগ দিয়ে ফেস মাস্কও তৈরি করতে পারেন। ব্যবহার করা দুটো টি ব্যাগ থেকে কেটে চা পাতা বের করে নিন। হালকা ভিজে থাকা সেই চা পাতার সঙ্গে এক চা চামচ মুলতানি মাটি, এক চা চামচ কমলালেবুর খোসার গুঁড়ো মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। মুখে এবং গলায় এই মিশ্রণ মাস্ক হিসেবে লাগাতে পারেন। অন্তত ১০ মিনিট লাগিয়ে রাখার পর ভাল করে শুকিয়ে গেলে সাধারণ জল দিয়ে ধুয়ে নিন। এরপর অবশ্যই ময়শ্চারাইজার লাগাবেন।

৪) গ্রিন টি ব্যাগ থেকে আপনার ত্বকের জন্য দারুণ টোনারও তৈরি করতে পারেন। অন্তত পাঁচটা ব্যবহত টি ব্যাগ একটি পাত্রে জমিয়ে রাখুন। এর থেকে কিছুটা জল বেরবেই। এর সঙ্গে ব্যবহৃত দুটি লেবুর রস মিশিয়ে নিন। এক চা চামচ অ্যাপেল সিডার ভিনিগার, পাঁচ ফোটা টিট্রি বা রোজমেরি অয়েল মিশিয়ে নিন। আট থেকে দশ ঘণ্টা রেখে দেওয়ার পর একটি বোতলে ভরে ফেলুন এই তরল মিশ্রণ। এবার টোনার হিসেবে ব্যবহার করতে পারবেন। ফ্রিজে রেখে একাধিকবার ব্যবহার করতে পারবেন এই টোনার। মনে রাখবেন, এই টোনার ব্যবহার করার অর্থ আপনি সম্পূর্ণ ভাবে প্রকৃতিকে ব্যবহার করে ত্বক পরিচর্চা করছেন।

মূল ছবি ইনস্টাগ্রামের সৌজন্যে। 

https://bangla.popxo.com/article/important-night-time-skincare-routine-for-women-in-bengali

POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!

Read More From রূপচর্চা ও বিউটি টিপস