রূপচর্চা ও বিউটি টিপস

ত্বকে থাকবে চিরযৌবনের ছোঁয়া, মুখ ধোওয়ার জলে কী মেশাতে হবে?

Indrani Bose  |  Mar 14, 2022
ত্বকে থাকবে চিরযৌবনের ছোঁয়া, মুখ ধোওয়ার জলে কী মেশাতে হবে?

বয়স তো বাড়বেই। এই কথা ধ্রুব সত্য়। কিন্তু আমরা এই কথাও জানি যে, বয়স যতই বাড়ুক, মনের বয়স থাকবে কম। মনের বয়স কম থাকলেই আপনিও থাকবেন সুন্দর। কিন্তু শুধু মনের বয়সের দিকে লক্ষ্য় করলেই চলবে, আপনার ত্বকে ও চেহারায় যাতে বয়সের ছাপ না পড়ে সেদিকেও তো নজর রাখতে হবে নাকি। দেখুন তো তারকারা কেমন ৫০ পেরিয়েও সতেজ থাকেন। তাঁদের ত্বকে যেন বয়সের ছাপ পড়েই না। আপনি বলবেন তারকাদের সঙ্গে কি আর আপনার স্কিনকেয়ার রুটিন তুলনা করা যায়? যায় না। তবে আপনি ঘরোয়া স্কিনকেয়ার রুটিন তো মেনে চলতে পারেন। তাহলে আপনার ত্বকে বয়সের ছাপ সহজে পড়বে না। নুন জলে মুখ ধুলেই নাকি হবে! জেনে নিন (salt water) নুন জলের উপকারিতা

নুন জল (salt water) দিয়ে মুখ ধুলে কী কী হবে

অ্য়াকনের সমস্য়া নিয়ন্ত্রণ হবে

নুনে আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান। তাই এই নুন জল দিয়ে মুখ ধুলে সমস্য়ার সমাধান হওয়া সম্ভব। অ্যাকনের সমস্য়া নিয়ন্ত্রণ করা সম্ভব।

দাগ দূর হয়

নুন জল আপনার ত্বককে সমস্য়া মুক্ত করতে পারে। ত্বকের উপর থেকে মৃত কোষের আবরণ সরিয়ে মুখকে সতেজ রাখতে পারে। দাগ দূর করতে সাহায্য় করে।

ত্বকের যত্নে ব্যবহার করুন নুন জল

ত্বকের বয়স থাকে নিয়ন্ত্রণে

নুন জলে আছে প্রাকৃতিক ডিটক্সিফায়ার। তাই এটি ত্বকে নানা সমস্য়া কমায়। আবার মুখের ত্বক টানটান রাখতে বেশ কার্যকরী ভূমিকা পালন করে। ত্বকের বয়স ধরে রাখতে নুন জল ব্যবহার করতে ভুলবেন না।

কীভাবে বানাবেন নুন জল (salt water)

একটি বাটিতে ৪ কাপ জল নিন। সেই জল ১৫ মিনিট ধরে গরম করে নেবেন। জল ফুটে গেলে তার মধ্য়ে নুন মিশিয়ে দিন। এরপর জল ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। জল ঠান্ডা হলে সেই জলে মুখ ধুয়ে নিন। দিনে একবার নুন জলে মুখ ধুতে পারেন আপনি।

POPxo এখন চারটে  ভাষায়! ইংরেজিহিন্দিমারাঠি আর বাংলাতেও!       

বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!

Read More From রূপচর্চা ও বিউটি টিপস