Festival

লক্ষ্মী পুজোর নিয়মবিধি ও নির্ঘণ্ট, ভক্তি ভরে কোজাগরী পূর্ণিমা পালন করুন

Parama Sen  |  Oct 11, 2019
লক্ষ্মী পুজোর নিয়মবিধি ও নির্ঘণ্ট, ভক্তি ভরে কোজাগরী পূর্ণিমা পালন করুন

কোজাগরী পূর্ণিমার বা কোজাগরী লক্ষ্মীপুজোর বাঙালির কাছে বড় প্রিয়! তার আগে পাঁচদিন লক্ষ্মীঠাকুর যখন মা-ভাইবোনদের সঙ্গে বাপের বাড়ি এসে রইলেন, তখন কিন্তু মাকে ছেড়ে আমরা কেউ মেয়ের দিকে তাকিয়েও দেখি না! কিন্তু সব্বাইকে কাঁদিয়ে দুগগাঠাকুর যে-ই না রওনা দিলেন কৈলাসের উদ্দেশ্যে, অমনই লক্ষ্মীঠাকুরুনের কদর যায় বেড়ে! আসলে উৎসবের রেশটুকু এই লক্ষ্মীপুজোর মধ্যে দিয়েই জিইয়ে রাখতে চায় বাঙালি। দুর্গা পুজো যেমন বারোয়ারি, লক্ষ্মীপুজো ঠিক ততটাই ঘরোয়া। মা-কে কৈলাসে পৌঁছে দিয়ে মেয়েটি আবার আসেন মামাবাড়িতে বাড়তি একটু আদরযত্ন পেতে এবং আরও একটু আনন্দ দিতে! তাই তাঁর আরাধনায় যেন কোনও খামতি না থাকে! আর সেই কারণেই এবারের কোজাগরী লক্ষ্মীপুজোর (Kojagiri Lakshmi Puja) বিধি (Vidhi) ও নির্ঘণ্ট (Nirghanta) আমরা তুলে ধরছি আপনাদের সামনে।

আরও পড়ুনঃ কোজাগরী লক্ষ্মী পুজোর আলপনা ডিজাইন

২০১৯ সালে কোজাগরী লক্ষ্মী পুজোর নির্ঘণ্ট

জেনে নেওয়া যাক ১৪২৬ সনের কোজাগরী লক্ষ্মীপূজার নির্ঘণ্ট ও সময়সূচি:

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে

কোজাগরী পূর্ণিমা শুরু, বাংলা তারিখ ২৫ আশ্বিন ১৪২৬, শনিবার ও ইং তারিখ ১২/১০/২০১৯। সময়: রাত ১২টা ৩৭ মিনিট থেকে।

কোজাগরী পূর্ণিমা শেষ হচ্ছে বাংলা তারিখ ২৬ আশ্বিন ১৪২৬, রবিবার ও ইং তারিখ ১৩/১০/২০১৯। সময়: রাত ২টো ৩৮ মিনিট পর্যন্ত।

কোজাগরী পূর্ণিমার উপবাস হচ্ছে বাংলা তারিখ: ২৬ আশ্বিন ১৪২৬, রবিবার ও ইং তারিখ: ১৩/১০/২০১৯। সময়: রাত ২টো ৩৮ মিনিট পর্যন্ত।

গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে

কোজাগরী পূর্ণিমা শুরু: বাংলা তারিখ ২৪ আশ্বিন ১৪২৬, শনিবার ও ইং তারিখ ১২/১০/২০১৯। সময়: রাত ১২টা ৩ মিনিট থেকে।

কোজাগরী পূর্ণিমা শেষ: বাংলা তারিখ ২৫ আশ্বিন ১৪২৬, রবিবার ও ইং তারিখ ১৩/১০/২০১৯। সময়: রাত ১টা ৫৬ মিনিট পর্যন্ত।

কোজাগরী পূর্ণিমার উপবাস হচ্ছে  বাংলা তারিখ ২৫ আশ্বিন ১৪২৬, রবিবার ও ইং তারিখ ১৩/১০/২০১৯। সময়: রাত ১টা ৫৬ মিনিট পর্যন্ত।

কোজাগরী লক্ষ্মী পুজোর সামগ্রী

Instagram

পুরোহিত ডেকে বাড়িতে পুজো তো অনেকেই করান। সেক্ষেত্রে পুরোহিতের আগে থেকে বলে দেওয়া ফর্দ এবং বাড়ির নিয়মনীতি অনুযায়ী ফল-ভোগ-নৈবেদ্য-ফুল ইত্যাদি সমারোহে পুজো করা হয় এবং পুরোহিতের নির্দেশেই পুষ্পাঞ্জলি দেওয়া হয়, তিনিই আরতি করেন। কিন্তু পুরোহিত ছাড়াও আপনি নিজেও মা লক্ষ্মীর আরাধনা করতে পারেন বিধি মেনেই। তার জন্য লাগবে…

কোজাগরী লক্ষ্মীপুজোর বিধি

Instagram

কোজাগরী পূর্ণিমায় স্নান সেরে শুদ্ধ হয়ে পুজোয় বসতে হবে। যদিও শাস্ত্রমতে, প্রদোষ কাল, অর্থাৎ সন্ধেবেলাই কোজাগরী লক্ষ্মীপুজোর জন্য প্রশস্ত সময়, কিন্তু আজকাল পূর্ণিমা শুরু হয়ে গেলেই পুজো করা যেতে পারে। তবে পুজো শুরু আগে কতগুলি ব্যাপার মনে রাখবেন। এক, তিল, আবির ও চন্দনের ছিটে দিন ফুলের উপরে। তবেই তা শুদ্ধ হবে। যা-যা দেবীকে নিবেদন করবেন, তার উপরে ছোট পানের খিলি সেজে দিয়ে রাখবেন। 

POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!

এসে গেল #POPxoEverydayBeauty – POPxo Shop-এর স্কিন, বাথ, বডি এবং হেয়ার প্রোডাক্টস নিয়ে, যা ব্যবহার করা ১০০% সহজ, ব্যবহার করতে মজাও লাগবে আবার উপকারও পাবেন! এই নতুন লঞ্চ সেলিব্রেট করতে প্রি অর্ডারের উপর এখন পাবেন ২৫% ছাড়ও। সুতরাং দেরি না করে শিগগিরই ক্লিক করুন POPxo.com/beautyshop-এ এবার আপনার রোজকার বিউটি রুটিন POP আপ করুন এক ধাক্কায়…

Read More From Festival