নাইটলাইফ এবং ফুড

নানা ভারতীয় মশলা সম্বন্ধে এই অজানা তথ্যগুলি জানলে সত্যিই অবাক হবেন!

Parama Sen  |  Jul 16, 2019
নানা ভারতীয় মশলা সম্বন্ধে এই অজানা তথ্যগুলি জানলে সত্যিই অবাক হবেন!

যাঁরা শিরোনাম পড়ে যে ভাবছেন এটা আবার একটা আলোচনা করার বিষয় হল, তাঁদের উদ্দেশ্যে বলি, আপনারা কি আদৌ জানতেন যে, ছোট এলাচ হল পৃথিবীর সবচেয়ে দামি গরম মশলা, জিরে হল গিয়ে আসলে পার্সলে পাতার জেঠতুতো ভাই আর হলুদ হল আদার মাসতুতো বোন? জানেন যখন না-ই তখন তা জানতে কোনও ক্ষতি আছে কি? প্রতিদিন বাঙালি হেঁশেলে যে মশলাগুলি (spices) আমরা ব্যবহার করি, যেগুলো ফোড়নে দিই, সেগুলো সম্বন্ধে আসলে খুবই কম জানি আমরা। তাই আজ সেই চেনা মশলাপাতির অচেনা (unknown) কিছু গুণের (Facts and benefits) কথা আলোচনা করব আমরা।

১. এলাচ

পিক্সাবে

এর তো আবার দুটো ভার্শন হয়, ছোট আর বড়। ছোট এলাচ সাধারণ গরম মশলার অঙ্গ আর বড় এলাচ হচ্ছে একটু শাহি খানাপিনার জন্য প্রয়োজন। জেনে নিন, এই দুই ধরনের এলাচের নানা অজানা গল্প!

২. জাফরান

পিক্সাবে

এই মশলাটি যে দামি এবং নামী, তা সকলেরই প্রায় জানা। কিন্তু দেখে নিন তো, এখানে বলা ব্যাপারগুলো জানতেন কিনা!

৩. দারচিনি

পিক্সাবে

এই ভারতীয় (Indian) উপমহাদেশীয় মশলাটি এখন জায়গা করে নিয়েছে বিদেশি কিচেনেও। উপমহাদেশীয় বলছি কেন? কারণ, আদতে এটি শ্রীলঙ্কার মশলা। তখন এই দ্বীপপুঞ্জটিও ভারতীয় উপমহাদেশেরই অংশবিশেষ ছিল। 

৪. জিরে

পিক্সাবে

ধনে আর জিরে, এই দুটো মশলা ছাড়া বাঙালি তথা ভারতীয় রান্নাঘরের কথা চিন্তাও করা যায় না, তা সে আপনি গোটাই ব্যবহার করুন কিংবা গুঁড়ো। 

৫. হলুদ

পিক্সাবে

একমাত্র ভাত আর রুটি ছাড়া আর সব ভারতীয় রান্নাতেই নাকি হলুদ ব্যবহার করা যেতে পারে! এই মশলাটি আমাদের যে-কোনও রান্নায় কতটা জরুরি তা বোঝা যায় রান্নাঘরে হলুদের শিশিটি খালি হয়ে গেলে!

৬. হিং

শাটারস্টক

জানি, সাধারণ বাঙালির কাছে এই শব্দটা আর কচুরি-ছোলার ডাল একেবারে একাকার হয়ে গিয়েছে! কিন্তু হিং সম্বন্ধে এই তথ্যগুলি আদৌ জানতেন কিনা দেখুন তো!

৭. কালো জিরে

পিক্সাবে

কালো জিরে ফোড়ন দিয়ে রুই কিংবা ইলিশ মাছের পাতলা ঝোল আর গরম ভার, দুপুরে একটা মিষ্টি ঘুম আনতে এর চেয়ে বেশি কিছু চাই না বাঙালির!

POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!

আপনি যদি রংচঙে, মিষ্টি জিনিস কিনতে পছন্দ করেন, তা হলে POPxo Shop-এর কালেকশনে ঢুঁ মারুন। এখানে পাবেন মজার-মজার সব কফি মগ, মোবাইল কভার, কুশন, ল্যাপটপ স্লিভ ও আরও অনেক কিছু!

Read More From নাইটলাইফ এবং ফুড