পেরেন্টিং টিপস

দুই সন্তানের মধ্যে তুলনা করে বিপদ ডেকে আনছেন মায়েরা? জেনে নিন কী করা উচিত

Swaralipi Bhattacharyya  |  Feb 24, 2020
দুই সন্তানের মধ্যে তুলনা করে বিপদ ডেকে আনছেন মায়েরা? জেনে নিন কী করা উচিত

কখনও ইচ্ছাকৃত, কখনও বা অজান্তেই দুই সন্তানের (Siblings) মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে তুলনা (Comparisons) করে ফেলেন মায়েরা (mom)। যাঁদের দাদা, দিদি বা ভাই, বোন রয়েছে, তাঁরা এই ঘটনার সাক্ষী। এতে আসলে শিশুর মনের উপর প্রবল চাপ পড়ে। একা হয়ে যায় শিশু। কিন্তু সেটা বুঝতে পারেন না, অনেক মা। দুই সন্তানের মধ্যে তুলনা করলে ঠিক কী কী ক্ষতি হতে পারে? মা হিসেবে আপনার ঠিক কী করা উচিত, সে সব নিয়েই আলোচনা করার চেষ্টা করলাম আমরা।

দুই সন্তানের মধ্যে তুলনা করলে কী কী ক্ষতি হতে পারে?

মা হিসেবে আপনার কী করা উচিত?

দুই সন্তানের মধ্যে দূরত্ব তৈরি করবেন না। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

মূল ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

https://bangla.popxo.com/article/5-key-signs-to-understand-that-your-child-is-lying-in-bengali

POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!

 

Read More From পেরেন্টিং টিপস