লাইফস্টাইল

মে দিবসের ইতিহাস, তাৎপর্য, কবিতা, স্লোগান এবং শুভেচ্ছা (May Day Quotes In Bengali)

Swaralipi Bhattacharyya  |  Apr 20, 2020
মে দিবসের ইতিহাস, তাৎপর্য, কবিতা, স্লোগান এবং শুভেচ্ছা (May Day Quotes In Bengali)

আন্তর্জাতিক শ্রমিক দিবস যা সচরাচর মে দিবস নামে অভিহিত। প্রতি বছর পয়লা মে তারিখে বিশ্বব্যাপী উদযাপিত হয়। এটি আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের উদযাপন দিবস (May Day)। পৃথিবীর বিভিন্ন দেশে শ্রমজীবী মানুষ এবং শ্রমিক সংগঠনসমূহ রাজপথে সংগঠিতভাবে মিছিল ও শোভাযাত্রার মাধ্যমে দিবসটি পালন করে থাকে। বিশ্বের প্রায় ৮০টি দেশে পয়লা মে জাতীয় ছুটির দিন। আরও অনেক দেশে এটি বেসরকারিভাবে পালিত হয়। এই প্রতিবেদনে মে দিবসের তাৎপর্য, মে দিবসের স্লোগান ও মহান মে দিবসের শুভেচ্ছা (May Day Quotes In Bengali) নিয়ে আলোচনা করা হবে।

মে দিবসের ইতিহাস (May Day History In Bengali)

ছবি সৌজন্যে: পিক্সাবে

১৮৮৬ খ্রিস্টাব্দে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটের ম্যাসাকার শহিদদের আত্মত্যাগকে স্মরণ করে পালিত হয়। সেদিন দৈনিক আটঘণ্টার কাজের দাবিতে শ্রমিকরা হে মার্কেটে জমায়েত হয়েছিল। তাদেরকে ঘিরে থাকা পুলিশের প্রতি এক অজ্ঞাতনামার বোমা নিক্ষেপের পর পুলিশ শ্রমিকদের ওপর গুলিবর্ষণ শুরু করে (May Day History In Bengali)। ফলে প্রায় ১০-১২ জন শ্রমিক ও পুলিশ নিহত হয়। ১৮৮৯ খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের শতবার্ষিকীতে প্যারিসে দ্বিতীয় আন্তর্জাতিকের প্রথম কংগ্রেস অনুষ্ঠিত হয়। সেখানে ১৮৯০ খ্রিস্টাব্দে থেকে শিকাগো প্রতিবাদের বার্ষিকী আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশে পালনের প্রস্তাব করেন রেমন্ড লাভিনে। ১৮৯১ খ্রিস্টাব্দে আন্তর্জাতিকের দ্বিতীয় কংগ্রেসে এই প্রস্তাব আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়। এর পরপরই ১৮৯৪ খ্রিস্টাব্দে মে দিবসের দাঙ্গার ঘটনা ঘটে। পরে, ১৯০৪ খ্রিস্টাব্দে আমস্টারডাম শহরে অনুষ্ঠিত সমাজতন্ত্রীদের আন্তর্জাতিক সম্মেলনে এই উপলক্ষ্যে একটি প্রস্তাব গৃহীত হয়। প্রস্তাবে দৈনিক আটঘণ্টা কাজের সময় নির্ধারণের দাবি আদায়ের জন্য এবং শান্তি প্রতিষ্ঠার জন্য বিশ্বজুড়ে পয়লা মে তারিখে মিছিল ও শোভাযাত্রা আয়োজন করতে সকল সমাজবাদী গণতান্ত্রিক দল এবং শ্রমিক সংঘের (ট্রেড ইউনিয়ন) প্রতি আহ্বান জানানো হয়। সেই সম্মেলনে বিশ্বজুড়ে সকল শ্রমিক সংগঠন মে মাসের ১ তারিখে ‘বাধ্যতামূলকভাবে কাজ না-করার’ সিদ্ধান্ত গ্রহণ করে। অনেক দেশে শ্রমজীবী জনতা মে মাসের ১ তারিখকে সরকারি ছুটির দিন হিসেবে পালনের দাবি জানায় এবং অনেক দেশেই এটা কার্যকর হয়। দীর্ঘদিন ধরে সমাজতান্ত্রিক, কমিউনিস্ট এবং কিছু কট্টর সংগঠন তাদের দাবি জানানোর জন্য মে দিবসকে মুখ্য দিন হিসাবে বেছে নেয় (May Day History In Bengali)। ভারতেও এই দিনটি যথাযথভাবে পালিত হয়ে আসছে। ভারতে প্রথম মে দিবস পালিত হয় ১৯২৩ সালে।

মে দিবসের উক্তি (Quotes For May Day In Bengali)

ছবি সৌজন্যে: পিক্সাবে

১| মে মাস চেতনায় পরিপূর্ণ, মধ্য গ্রীষ্মের সূর্যের মতো – উইলিয়াম শেক্সপিয়ার

২| মে দিবসে কোনও কর্মী খুঁজে কৃতজ্ঞতার সঙ্গে হ্যান্ডশেক করো। শ্রমিক না থাকলে কোনও সভ্যতা তৈরি করা যেত না – মেহমত মুরাত ইলিদান

৩| মে দিবস কোনও সাধারণ দিন নয় কারণ (Quotes For May Day In Bengali) এটি এমন এক দিন যা অসাধারণ মানুষ, শ্রমিকদের লালন করে – মেহমত মুরাত ইলিদান

৪| হঠাৎ যদি পুরো বিশ্বের সব শ্রমিক অদৃশ্য হয়ে যায় তবে বিশ্ব থমকে যাবে! আসুন আমরা সকলেই এটি অনুধাবন করি এবং আসুন শ্রমিকদের সম্মান করি – এই দুর্দান্ত মানুষরাই আমাদের বিশ্বকে এগিয়ে নিয়ে যায় – মেহমত মুরাত ইলিদান

৫| মে দিবসে নিজের সেরাটা দেওয়ার দিন – আর্নেস্ট ইবোহা

৬| কিছু পুরনো ফ্যাশনের জিনিসও অনেক সময় ফ্রেশ সূর্যের আলো নিয়ে আসতে পারে – লরা ইনগেলস ওয়াইলডার

৭| যদি কখনও শীতকাল না আসে, তাহলে বসন্তকালের সৌন্দর্য আমরা বুঝতে পারব না – অ্যানে ব্র্যাডস্ট্রিট

৮| আপনি সব ফুল নষ্ট করে দিতে পারেন, কিন্তু বসন্তের আগমনকে আটকাতে পারবেন না – পাবলো নেরুদা

৯| এটা পৃথিবীর একটা ভাল দিক। অনেক বসন্ত আসে  পৃথিবীতে – এল.এম. মন্টগোমারি

১০| গতকালকে যেতে দাও। আজ একটি নতুন দিনের সূচনা হোক এবং আপনি যা করতে পারেন তার সেরা হয়ে উঠুন। ঈশ্বর যেখানে চান, আপনি সেখানেই পৌঁছে যাবেন – জোয়েল অস্টিন

১১| কঠিন পরিশ্রমের কোনও বিকল্প নেই – থমাস. এ. এডিসন

১২| আমার দাদু একবার আমাকে বলেছিলেন, দুই ধরনের লোক রয়েছে। এক যাঁরা কাজ করেন এবং দুই যাঁরা কৃতিত্ব নেন (May Day Quotes In Bengali)। তিনি আমাকে প্রথম দলে থাকার চেষ্টা করতে বলেছিলেন। কারণ সেখানে প্রতিযোগিতা অনেক কম – ইন্দিরা গান্ধী

১৩| প্রতিদিন আমি নিজেকে স্মরণ করিয়ে দিই যে আমার অভ্যন্তরীণ ও বাহ্যিক জীবন অন্যান্য জীবিত ও মৃত মানুষের শ্রমের উপর নির্ভরশীল। আমি যেভাবে পেয়েছি এবং এখনও পাচ্ছি সেভাবে পরিমাপ করার জন্য আমাকে নিজেকে পরিশ্রম করতে হবে – অ্যালবার্ট আইনস্টাইন

১৪| সমস্ত শ্রম যা মানবতাকে উজ্জীবিত করে তার মর্যাদা ও গুরুত্ব রয়েছে এবং শ্রমসাধ্য উৎকর্ষতার সঙ্গে গ্রহণ করা উচিত – মার্টিন লুথার কিং জুনিয়র

১৫| শ্রম একমাত্র জিনিস, যা সব কিছুর মধ্যে পার্থক্য গড়ে দিতে পারে – জন লোকে

১৬| শ্রম হল প্রথম পুরস্কার। সমস্ত কিছুর জন্য এই একটা মাত্র জিনিসই প্রদান করা হয় – অ্যাডাম স্মিথ

১৭| আপনার মন যদি কর্মক্ষম থাকে (May Day Quotes In Bengali), তাহলে সব সময় খুশি থাকবে – থমাস জিফারসন

১৮| মানুষ এতটাই তৈরি যে সে কেবল অন্যরকম কাজ করে এক ধরণের শ্রম থেকে শিথিলতা পেতে পারে – অ্যানাটোলে ফ্রান্স

১৯| হে ঈশ্বর, তুমি আমাদের সমস্ত ভাল জিনিস শ্রমের দামে বিক্রি করে দাও – লিওনার্দো দ্য ভিঞ্চি

২০| প্রত্যেকটা নতুন শুরুই আসলে আসে কোনও একটা শুরুর শেষ থেকে – সেনেকা

আরও পড়ুনঃ সেরা বাংলা কমেডি মুভির সংকলন

মে দিবসের শুভেচ্ছা (May Day Wishes In Bengali)

ছবি সৌজন্যে: পিক্সাবে

১| একটা প্যারেড করা যাক। সেলিব্রেট করা যাক। মহান মে দিবসের শুভেচ্ছা।

২| কঠিন পরিশ্রমকে শ্রদ্ধা জানানোর জন্যই মে দিবস পালন করা হয়। আন্তর্জাতিক শ্রমিক দিবসের শুভেচ্ছা।

৩| কঠিন পরিশ্রমের ফল একদিন পাবেই। সৌভাগ্য, আশীর্বাদ হয়ে আসবে এই কঠিন পরিশ্রম। মহান মে দিবসে এই শুভেচ্ছা রইল (May Day Wishes In Bengali)।

৪| যেভাবে পরিবার বা বন্ধুদের সাহচর্য উপভোগ কর, সেভাবেই নিজের কাজটাই উপভোগ করতে হবে। মে দিবসের শুভেচ্ছা রইল।

৫| কঠিন পরিশ্রমের সঙ্গেই তৃপ্তি আসে। মহান মে দিবসের শুভেচ্ছা রইল।

৬| পৃথিবীতে আমাদের ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। আন্তর্জাতিক শ্রমিক দিবসে এই কথাটা যেন আরও একবার নিজেকে মনে করিয়ে দিতে পারি সকলে। মে দিবসের শুভেচ্ছা রইল।

৭| তোমার সব পরিশ্রম সার্থক হোক। সব কাজ সফল হোক। মহান মে দিবসের শুভেচ্ছা।

৮| কঠিন পরিশ্রম করলে সাফল্য আসবেই। সুতরাং লক্ষ্যে পৌঁছনোর জন্য নিজের সেরাটা দেওয়ার চেষ্টা কর। মহান মে দিবসে এই কথাটা আরও একবার মনে করিয়ে দিলাম।

৯| মে দিবস ছুটির দিন। এনজয় কর। কিন্তু মে দিবসের ইতিহাস বা মে দিবসের তাৎপর্য ভুলে গেলে চলবে না।

আরও পড়ুনঃ বিশ্ব পরিবেশ দিবসের স্লোগান

১০| মে দিবসে পরিশ্রম করার যে শপথ নিচ্ছে, সেটা যেন বাকি দিনগুলিতেও মনে থাকে। মহান মে দিবসের শুভেচ্ছা।

১১| কঠিন পরিশ্রম এবং নিষ্ঠাকে স্যালুট জানানোর দিন এই আন্তর্জাতিক শ্রমিক দিবস। তোমার পরিশ্রমকেও সম্মান জানালাম (May Day Wishes In Bengali)। মে দিবসের শুভেচ্ছা।

১২| নিজের লক্ষ্যে পৌঁছনোর জন্য সারা বছর প্রচুর পরিশ্রম কর। আজ সে কারণে ছুটি নেওয়ার দিন। মহান মে দিবসের শুভেচ্ছা।

১৩| শ্রমিক দিবস তো শ্রমিকদেরই জন্য। তাই বছরভরের শ্রমিক আজ তোমার বিশ্রামের দিন। মে দিবসে আরও কঠিন শ্রমের শপথ নাও। মহান মে দিবসের শুভেচ্ছা।

১৪| দেশ গড়ে তুলতে সে দেশের মানুষদের কঠিন পরিশ্রমই সম্বল। তুমিও সেই মানুষদের একজন। তোমার শ্রমকে সেলাম। শ্রমিক দিবসের শুভেচ্ছা।

১৫| কঠিন পরিশ্রমের যে ফল পেয়েছ, তা আজ সেলিব্রেট করার দিন। মে দিবসের শুভেচ্ছা।

১৬| শ্রমিকদের যোগদান ছাড়া এই পৃথিবী গড়ে তোলা সম্ভব হত না। সেই সব শ্রমিককে আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রদ্ধা। মহান মে দিবসের শুভেচ্ছা।

১৭| শ্রম শুরু হবে নিজের ঘর থেকে। পরে তা দেশের কাজে লাগবে। তাই শুরু হোক আজ থেকেই।

১৮| কোনও কাজই ছোট নয় (May Day Wishes In Bengali)। তেমনই লক্ষ্যের প্রতি এগিয়ে যাওয়ার জন্য যে কোনও রকম শ্রমকে সম্মান জানাতে হবে।

১৯| শ্রমিক দিবসে কোটি কোটি শ্রমিকের সারিতে নিজের নাম লিপিবদ্ধ করার দিন। মহান মে দিবসে এটা মনে রাখতেই হবে।

২০| একমাত্র শ্রমের মাধ্যমেই সাফল্য সম্ভব। মে দিবস থেকেই শুরু হোক সেই কঠিন শ্রম।

আরও পড়ুনঃ স্বামী-স্ত্রীর মজার বাংলা জোকস

মে দিবসের স্লোগান (May Day Slogans In Bengali)

ছবি সৌজন্যে: পিক্সাবে

১| এনজয় দ্য ডে, ইট ইজ দ্য ফার্স্ট ডে অফ মে।

২| মে জয় কাম ইউর ওয়ে, দিস ফার্স্ট ডে অফ মে।

৩| আ ভিকট্রি ফর ওয়ান ইজ আ ভিকট্রি ফর অল (May Day Slogans In Bengali)।

৪| সুইট এপ্রিল শাওয়ারস, ডু ব্রিঙ্গ মে ফ্লাওয়ার্স।

৫| অন দ্য ফার্স্ট ডে অফ মে, ডোন্ট লেট জাস্টিস ডিলে।

মে দিবসের কবিতা (May Day Poems In Bengali)

ছবি সৌজন্যে: পিক্সাবে

১| মে দিবসের প্রশ্ন – হাসনাত আমজাদ

মে মানে কি শ্রমিক দিবস?
হাসবে শ্রমিক শ্রেণী?
ধার্য হবে শ্রম অনুযায়ী
ডলার, টাকা, পেনি?
কেউ কি দ্যাখে মে দিবসে
শ্রমিক, মজুর খায় কি?
মে মাসে ওই শ্রমিকেরা
ন্যায্য ভাতা পায় কি?
শ্লোগান শুনি, বক্তৃতা হয়
শ্রমিক দিবস আসে
দিন চলে যায়, কেউ থাকে না
শ্রমিক ভাইয়ের পাশে। 

২| রাজধানী এক্সপ্রেস – ভাস্কর চৌধুরী

বেশ ভালো চলছে আমাদের
এই গণতন্ত্রায়ন
ইটফাটা দুপুরে রৌদ্রের ঘ্রাণ
মিনিম্যাক্সি রাস্তায়
বালকেরা ফটাফট ডাক দ্যায়
পাছার প্যান্টের শ্রী আর উপরে
দেশের ক্রিকেটের গেঞ্জি
ডাকে মিরপুর মিরপুর প্যাসেঞ্জার
তাদেরও ঘামের গন্ধ
ইটফাটা রোদে ভিজে চমৎকার
ফুটপাতমুক্ত স্বদেশে চার লক্ষ
বিক্রেতা বেকার (May Day Poems In Bengali)
কালকের জোকারের হাতে আজ
সাফসুতরো ঢাকা
বাহ, বেশ
ইটফাটা রোদের পর বিকেলে
গরীবের হাট ফুটপাত ফাঁকা।

৩| সুদখোর চিত্রকল্প – আমিনুল ইসলাম

অযুত স্কন্ধে পা-আরশে বাড়ানো হাত
দশমুখে দাঁড়িয়ে এক রাক্ষস- স্বভাবে সর্বভুক;
এ দৃশ্যে সফল ক’টি নোবেলবিজয়ী হাত
আর রাক্ষসের স্থূলতার মানচিত্রে-
বগলে ও বাহুতে- নাভিতে ও নিতম্বে
ক্রিয়াশীল-সুদকষা পাটিগণিত
অথচ চলিত নিয়মের চোখ তুলে কেউ বলে না
‘কোন্ দোকানের চাল খাও বাবা!’
এদিকে অনাহারে-অর্ধাহারে অচিকিৎসায়-অবিশ্রামে
এবং ফলে অপুষ্টিতে শীর্ণ ঘাড়ের নিচে অগুনিত পা।
মানুষ নয়, দেবতা নয়, ফেরেশতাও নয়
দুটি শকুন শকুনি, অভিজ্ঞ ও নিরীহ
টর্চের মতো চোখ, ক্রেইনের মতো ঠোঁট
দূরে বসে চেয়ে আছে-
ঘ্রাণ নাগালে হাওয়ায় দোলে-
রানা প্লাজার মতো মস্তবড় একটা যদি!

৪| সূর্যভস্মে মাথা রেখে – বীরেন মুখার্জী

সূর্যভস্মে মাথা রেখে-ঝরে পড়ে নোনাঘা
পর্দার ওপাশে তবু কারা যেন অহর্নিশ
আলোর চাবুকে হাতে-
কেড়ে নেয় সমূহ পিপাসা (May Day Poems In Bengali)
আঠার মতন লেগে থাকে ক্ষয় ও ক্ষতিতে;
তবুও সভ্যতার থেঁতলানো আঁধারে
আমি যেন অনুনাদী গন্ধধূপ এক
সময়ের ভঙ্গুর গ্রীবায় ঢালি-পুষ্ট ফসলের গান। 
নোনাঘামে প্রতিদিন জন্ম হয় সভ্যতার সহোদর
আর নিজেকে আবিষ্কার করি পৃথিবীর যুপকাষ্ঠে
হতে পারে এ এক আশ্চর্য টোটেমের নাম
প্রতিদিন শোধরাতে হয় যার-নির্মিতির দাম!

৫| মে দিনের অনুষঙ্গে সুভাষ – পিয়াস মজিদ

লেনিন
ধর্মতলা
মে দিনের গান
নাজিম হিকমত আর
সলোমনের মা
ফুল ও বসন্ত
সুভাষের বিরুদ্ধে সুভাষ।
আর তারপর
বেলভিউ নার্সিংহোম
এবং শেষশয্যা।
পদাতিকের পা থামে
কাদের যেন
পা চালানোর কথা থেকে যায়।

মে দিবস সংক্রান্ত কিছু প্রশ্নোত্তর (FAQs)

ছবি সৌজন্যে: পিক্সাবে

মে দিবস সংক্রান্ত সাধারণ কিছু প্রশ্নোত্তর নিয়ে এবার আলোচনা করা যাক – 

১| মে দিবস কে শুরু করেন?

১৮৯০ খ্রিস্টাব্দে ১ মে আমেরিকায় শ্রমিক ধর্মঘট হয়। সেই থেকে ‘মে দিবস’কে শ্রমদিবস (Labour Day) হিসেবে পালনের সূত্রপাত। প্রায় ৮০টি দেশে ‘মে দিবস’ শ্রম দিবস হিসেবে চিহ্নিত হয়েছে। ১৯৩৩ সালের ১ মে ভারতে প্রথম মে দিবস উদযাপনটি হিন্দুস্তানের শ্রম কিষণ পার্টি মাদ্রাজে (বর্তমানে চেন্নাই) আয়োজিত হয়েছিল। ভারতেও প্রথমবারের মতো লাল পতাকা ব্যবহার করা হয়েছিল। দলীয় নেতা সিঙ্গারভেলু চটিয়ার ১৯২৩ সালে দুটি জায়গায় মে দিবস উদযাপনের ব্যবস্থা করেছিলেন।

২| ভারতে কবে কোথায় প্রথম মে দিবস পালিত হয়?

১৮৯০ খ্রিস্টাব্দে ১ মে ফের আমেরিকায় দেশব্যাপী শ্রমিক ধর্মঘট আহূত হয়। সেই থেকে প্রায় পৃথিবী ব্যাপী ‘মে দিবস’কে শ্রমদিবস (Labour Day) হিসেবে পালনের রীতির সূত্রপাত। বিশ্বের প্রায় ৮০টি দেশে ‘মে দিবস’কে শ্রম দিবস হিসেবে চিহ্নিত করা হয়েছে। ভারতবর্ষে চেন্নাই শহরের মেরিনা বিচে ১৯২৩ সালে প্রথম ‘মে দিবস’ পালিত হয়।

৩| মে মাসের এক তারিখ কেন ছুটির দিন?

মে দিবস (May Day) সাধারণত ১ মে পালিত হয়। এটি একটি সরকারি ছুটির দিন। ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে, শিকাগোতে সমাজতান্ত্রিক ও কমিউনিস্টরা মে দিবসকে আন্তর্জাতিক শ্রমিক দিবসের তারিখ হিসাবে বেছে নিয়েছিলেন। শ্রমিকদের প্রতি স্মরণে এটি ছুটির দিন।

৪| কেন মে দিবস শুক্রবার পালিত হয়?

এটি আসলে ভিই ডে অথবা ভিকট্রি ইন ইউরোপ ডে-র সমার্থক। নাৎজি জার্মানির বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউরোপের জয়ী হওয়ার দিন। শনি, রবির আগে আরও একটি দিন পেলে লম্বা ছুটিটা স্মরণীয় হয়ে থাকবে।

POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!

Read More From লাইফস্টাইল