রূপচর্চা ও বিউটি টিপস

ত্বক তেলতেলে হোক বা শুষ্ক, সমস্যা সমাধানে একটাই ভরসা – মুলতানি মাটি

Debapriya Bhattacharyya  |  Feb 5, 2021
ত্বক তেলতেলে হোক বা শুষ্ক, সমস্যা সমাধানে একটাই ভরসা - মুলতানি মাটি in bengali

এই প্রতিবেদনে ত্বকের ছোট-বড় নানা সমস্যা মেটাতে কীভাবে মুলতানি মাটিকে (Multani Mitti Face Pack) কাজে লাগানো যেতে পারে, সে বিষয়ে আলোকপাত করার চেষ্টা করা হয়েছে। তাহলে আর আপেক্ষা কিসের, চটজলদি পড়ে ফেলা যাক এই লেখাটা, আর তৈরি করে ফেলা যাক নানা রকমের হোম মেড ফেসপ্যাক।

১। তৈলাক্ত ত্বকের জন্য

তৈলাক্ত ত্বক যাদের, তাদের এক চামচ মুলতানি মাটির সঙ্গে পরিমাণ মতো গোলাপ জল মিশিয়ে তৈরি ফেসপ্যাক মুখে লাগাতে হবে। এক্ষেত্রে পেস্টটা (Multani Mitti Face Pack) লাগানোর পরে ১৫ মিনিট অপেক্ষা করে প্রথমে একটা ভেজা টাওয়েল দিয়ে মুখ মুছে নিতে হবে, তারপর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলতে হবে মুখটা। এই পেস্টটি সপ্তাহে এক থেকে দুই দিন মুখে লাগালেই দেখবেন ত্বকের তেলতেলে ভাব কমে যেতে শুরু করেছে।

২। যদি ইভেন স্কিনটোন চান

সপ্তাহে দুই দিন এই বিশেষ ফেসপ্যাকটিকে কাজে লাগালেই স্কিনটোন হবে ইভেন

এক চামচ মুলতানি মাটির সঙ্গে এক চামচ টমেটোর রস, এক চামচ চন্দন গুঁড়ো এবং আধ চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে একটা ফেসপ্যাক বানিয়ে নিতে হবে। তারপর মুখটা ভালো করে ধুয়ে নিয়ে পেস্টটা (Multani Mitti Face Pack) সারা মুখে লাগিয়ে কম করে ১৫ মিনিট অপেক্ষা করতে হবে। যখন দেখবেন ফেসপ্যাক টা ড্রাই হতে শুরু করেছে, তখন ভেজা টাওয়েল দিয়ে সারা মুখটা ভালো করে মুছে ফেলতে হবে। তারপর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলতে হবে মুখটা। এইভাবে সপ্তাহে দুই দিন এই বিশেষ ফেসপ্যাকটিকে কাজে লাগালেই স্কিনটোন হবে ইভেন।

৩। যাঁদের ত্বক শুষ্ক

ড্রাই স্কিন। তবু ত্বকের তৈলাক্ত ভাব ক্রমে বেড়ে চলেছে? তাহলে এক চামচ মুলতানি মাটির সঙ্গে পরিমাণ মতো দই মিশিয়ে তৈরি পেস্ট (Multani Mitti Face Pack) সপ্তাহে একবার মুখে লাগাতে হবে। এমনটা করলে দেখবে সমস্যা কমতে সময় লাগবে না। সেই সঙ্গে ড্রাই স্কিনের মতো ত্বকের সমস্যাও দূরে পালাবে। এক্ষেত্রে মুখটা ভালো করে ধুয়ে নেওয়ার পর পেস্টটা (ফেসপ্যাক) সারা মুখে লাগিয়ে কম করে ১৫ মিনিট অপেক্ষা করতে হবে। সময় হয়ে গেলে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলতে হবে পেস্টটা।

৪। দাগ-ছোপহীন সুন্দর ত্বক পেতে চাইলে

নিয়মিত মুলতানি মাটির ফেসপ্যাক ব্যবহারে ত্বকের দাগ-ছোপ মিলিয়ে যায়

কালো কালো ছোপ ছোপ দাগের কারণে কি চিন্তায় রয়েছেন? তাহলে তো সপ্তাহে তিন দিন ত্বকের পরিচর্যায় মুলতানি মাটিকে কাজে লাগাতেই হবে! কারণ এমনটা করলে শুধু ত্বকের দাগ মিলিয়ে যাবে না, সেই সঙ্গে ব্রণর ক্ষতও উধাও হতে শুরু করবে। শুধু তাই নয়, স্কিনের সৌন্দর্যও বৃদ্ধি পাবে চোখে পড়ার মতো। এত সব উপকার পেতে এক চামচ মুলতানি মাটির সঙ্গে দুই চামচ আলুর রস মিশিয়ে একটা মিশ্রন বানিয়ে নিতে হবে। তারপর মুখটা ধুয়ে নিয়ে ঝটপট লাগিয়ে ফেলতে হবে এই পেস্টটা। ১৫-২০ মিনিট অপেক্ষা করার পর ভেজা গামছা দিয়ে মুখটা মুছে নিয়ে হালকা গরম জল দিয়ে আরকবার ধুয়ে ফেলতে হবে মুখটা।

https://bangla.popxo.com/article/usage-of-chamomile-tea-in-skincare-in-bengali

POPxo এখন চারটে  ভাষায়! ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!       

বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!

Read More From রূপচর্চা ও বিউটি টিপস