লাইফস্টাইল

প্যান্ডেল হপিং গাইড ১: ঠাকুর দেখতে বেরনোর আগে উত্তর কলকাতার কোন পুজো কোথায়, তা জেনে নিন

popadmin  |  Sep 25, 2019
প্যান্ডেল হপিং গাইড ১: ঠাকুর দেখতে বেরনোর আগে উত্তর কলকাতার কোন পুজো কোথায়, তা জেনে নিন

পুজো (Durga Puja) আসতে তো আর হাতে গুনে এক সপ্তাহও বাকি নেই! আশা করি প্যান্ডেল হপিংয়ের প্ল্যান  তৈরি করে ফেলেছেন! আচ্ছা, উত্তর কলকাতায় কবে ঢুঁ মারছেন শুনি? যেদিনই যান না কেন, যাওয়ার আগে প্যান্ডেলের ঠিকানা, কাছেপিঠে কোন মেট্রো স্টেশন রয়েছে এবং অবশ্যই বাসস্টপ সম্পর্কে একটু খোঁজ-খবর নিয়ে নিতে ভুলবেন না যেন! না হলে এদিক-সেদিক ঘুরতে ঘুরতে অকারণেই এনার্জি নষ্ট হবে। শুধু কী তাই, অযথা হাঁটাহাঁটির চক্করে পায়ে ফোস্কাও পরতে পারি। তাই হাতে সময় থাকতে-থাকতে উত্তর কলকাতার (North Kolkata) বাছাই কিছু প্যান্ডেলের (pandal) সুলুকসন্ধান করে নিলে মন্দ হয় না। এই প্রতিবেদনে আমরা উত্তর কলকাতার কোন প্যান্ডেলে কীভাবে পৌঁছবেন, সেই সন্ধানই (guide) দিলাম আমরা…

উত্তর কলকাতার বাছাই কিছু পুজোর খুঁটিনাটি

১. দমদম পার্ক যুবক বৃন্দ
ঠিকানা- এ, ৪১৩, দমদম পার্ক, সাউথ দমদম, কলকাতা- ৭০০০৫৫।

নিকটতম মেট্রো স্টেশন- বেলগাছিয়া। বাস স্টপ-দমদম পার্ক।

২. দমদম পার্ক তরুণ সংঘ
ঠিকানা- ট্যাঙ্ক নং- ৩, দমদম পার্ক রোড, সাউথ দমদম, কলকাতা-৭০০০৫৫।

নিকটতম মেট্রো স্টেশন- বেলগাছিয়া। বাস স্টপ-দমদম পার্ক।

৩. কুমারটুলি পার্ক
ঠিকানা- ২, দুর্গাচরণ ব্যানার্জি স্টিট, শোভাবাজার, কুমারটুলি, কলাকাতা- ৭০০০০৫। শোভাবাজার ফেরির কাছে।

নিকটতম মেট্রো স্টেশন- শোভাবাজার সুতানটি। বাস স্টপ- কুমারটুলি

৪. আহিরীটোলা সর্বজনীন দুর্গোৎসব
ঠিকানা- ১৭২/সি, বিকে পাল অ্যাভিনিউ, বেনিয়াটোলা, কলকাতা-৭০০০০৫।

নিকটতম মেট্রো স্টেশন- শোভাবাজার সুতানটি। বাস স্টপ- কুমারটুলি পার্ক বা রবীন্দ্র সরণিতে নামতে পারেন। এখান থেকে পুজো মণ্ডপটি হাঁটা পথ।

৫. তেলেঙ্গা বাগান সর্বজনীন দুর্গোৎসব
ঠিকানা- গুরুদাস দত্ত গার্ডেন লেন, কলকাতা- ৭০০০৬৭। উল্টোডাঙা মেন রোডের কাছে।

নিকটতম মেট্রো স্টেশন- বেলগাছিয়া। বাস স্টপ- উল্টোডাঙা মেন রোড থেকে যে বাসগুলি বিধাননগর রেল স্টেশনের দিকে যাচ্ছে, সেই বাসে উঠে তেলেঙ্গা বাগান বাসস্টপে নামতে হবে।

৬. জগৎ মুখার্জি পার্ক
ঠিকানা- ১, যতীন্দ্রমোহন অ্যাভিনিউ, শোভাবাজার, কলকাতা-৭০০০০৫।

নিকটতম মেট্রো স্টেশন- শোভাবাজার।

৭. কাশি বোস লেন
ঠিকানা-৫/১, কাশি বোস লেন, মানিকতলা, কলকাতা-৭০০০০৬।

নিকটতম মেট্রো স্টেশন- গিরিশ পার্ক। বাস স্টপ-কাশি বোস লেন

৮. বাগবাজার সর্বজনীন
ঠিকানা- ৭, বাগবাজার স্ট্রিট, বাগবাজার কলোনি, কলকাতা- ৭০০০০৩।

নিকটতম মেট্রো স্টেশন- শ্যামবাজার। বাস স্টপ- বাগবাজার

৯. হাতিবাগান সর্বজনীন
ঠিকানা- ১৩৪, শ্রী অরবিন্দ সরণি, হাতিবাগান, কলকাতা-৭০০০০৬।

নিকটতম মেট্রো স্টেশন- শ্যামবাজার। বাস স্টপ- হাতিবাগান।

আরও পড়ুন: ত্রিনয়নী দুর্গা স্বয়ং তুলে দেবেন আপনার সেলফি! হাতিবাগান সর্বজনীন হাজির নতুন চমক নিয়ে

১০. টালা বারোয়ারি
ঠিকানা- ২৩-২, বনমালী চ্যাটার্জি স্ট্রিট, বিধান সরণি, টালা, কলকাতা-৭০০০০২।

নিকটতম মেট্রো স্টেশন- শোভাবাজার সুতানটি। দর্পনারায়ণ স্ট্রিট থেকে একের পর এক পুজো দেখতে দেখতে যদি টালা পার্কের দিকে আসার ইচ্ছা থাকে, তাহলে গিরিশ পার্ক মেট্রো স্টেশনে নামতে পারেন।

১১. নলিন সরকার স্ট্রিট
ঠিকানা- ২০৫-এ, শ্রী অরবিন্দ সরণি রোড, হাতিবাগান, শ্যামবাজার, কলকাতা-৭০০০০৬।

নিকটতম মেট্রো স্টেশন- শ্যামবাজার। বাস স্টপ- অরবিন্দ সরণি মেডপ্লাস।

১২. সিকদার বাগান
ঠিকানা- ৬৯, ১, সিকদার বাগান স্ট্রিট, শ্যামবাজার, কলকাতা-৭০০০০৪।

নিকটতম মেট্রো স্টেশন- শ্যামবাজার। বাস স্টপ- সিকদার বাগান।

১৩. সিমলা ব্যায়াম সমিতি
ঠিকানা- ৯বি, সিংহি লেন, বিডন স্ট্রিট, কলকাতা- ৭০০০০৬।

নিকটতম মেট্রো স্টেশন- সেন্টাল মেট্রো স্টেশনে নেমে যেমন যেতে পারেন, তেমনই গিরিশ পার্ক এবং এমজি রোড মেট্রো স্টেশন থেকেও এই পুজো প্যান্ডেলের দূরত্ব খুব বেশি নয়। বাস স্টপ- বিবেকানন্দ রোড।

১৪. পাথুরিয়াঘাটা ঘোষ বাড়ি
ঠিকানা- ৬৯, পাথুরিয়াঘাটা স্ট্রিট, জোড়াবাগান, কলকাতা-৭০০০০৬।

নিকটবর্তি মেট্রো স্টেশন- শোভাবাজার সুতানটি। ইচ্ছা হলে গিরিশ পার্ক মেট্রো স্টেশনে নেমে একটু হেঁটেও পাথুরিয়াঘাটা স্ট্রিটে যেতে পারেন। দূরত্ব খুব বেশি নয়। বাস স্টপ- চিৎপুর লোহিয়া সদন।

১৫. শোভাবাজার রাজবাড়ি
ঠিকানা- ৩৬ এবং ৩৩ রাজা নবকৃষ্ণ স্ট্রিট, শোভাবাজার, কলাকাতা-৭০০০০৪।

নিকটতম মেট্রো স্টেশন- শোভাবাজার সুতানটি। বাসস্টপ- শোভাবাজার সুতানটি মেট্রো স্টেশন।

POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!

এসে গেল #POPxoEverydayBeauty – POPxo Shop-এর স্কিন, বাথ, বডি এবং হেয়ার প্রোডাক্টস নিয়ে, যা ব্যবহার করা ১০০% সহজ, ব্যবহার করতে মজাও লাগবে আবার উপকারও পাবেন! এই নতুন লঞ্চ সেলিব্রেট করতে প্রি অর্ডারের উপর এখন পাবেন ২৫% ছাড়ও। সুতরাং দেরি না করে শিগগিরই ক্লিক করুন POPxo.com/beautyshop-এ এবার আপনার রোজকার বিউটি রুটিন POP আপ করুন এক ধাক্কায়…

Read More From লাইফস্টাইল