Family Trips

ছোট বাচ্চা নিয়ে ঘুরতে যাচ্ছেন? কঠিন প্যাকিং সহজ করে ফেলার টিপস রইল!

Debapriya Bhattacharyya  |  Jun 5, 2019
ছোট বাচ্চা নিয়ে ঘুরতে যাচ্ছেন? কঠিন প্যাকিং সহজ করে ফেলার টিপস রইল!

বেড়াতে (travel) যেতে তো আমাদের সকলেরই ভাল লাগে, কিন্তু প্যাকিং (packing) করতে? আর যদি বছরখানেক-বছরদেড়েক বয়সি বাচ্চাকে (baby) নিয়ে বেড়াতে যেতে হয়, তা হলে যা-যা এবং যেভাবে প্যাকিং করতে হয়, সেটা ভেবেই অনেকের গায়ে জ্বর এসে যায়! না, না, এতটুকুও বাড়িয়ে বলছি না। শুধু জামাকাপড় নিলেই তো আর হয় না, বাচ্চার আরও নানা আনুষঙ্গিক জিনিসপত্রও প্যাকিং করতে হয়, আর অনেকসময়ই অনেক বিষয় মাথা থেকে বেরিয়ে যায়! ফলে বেড়াতে গিয়ে হয় সমস্যা! বাচ্চাকে নিয়ে বেড়াতে যাওয়ার আগে কী-কী জিনিস অবশ্যই প্যাকিং করবেন, তা দেখে নিন।

আরো পড়ুনঃ পাবলিক প্লেসে স্তন্যদান মায়েদের অধিকার

বাচ্চা নিয়ে বেড়াতে যাওয়ার আগে কী-কী জিনিস প্যাকিং করতেই হবে

ডায়পার

বাচ্চাকে নিয়ে বেড়াতে যাওয়ার সময়ে যথেষ্ট পরিমাণে ডায়পার নিতে ভুলবেন না। বলা যায় না, কখন দরকার পড়ে!

ছোট কম্বল/কাঁথা

আপনি যদি গরমের জায়গাতেও বেড়াতে যান, তবুও সঙ্গে একটা গায়ে দেওয়ার মতো ছোট কাঁথা রাখুন। কারণ, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের তুলনায় অনেকটাই কম হয়।

ডায়পার র‍্যাশ ক্রিম

ডায়পার পরে-পরে অনেকসময়ই বাচ্চার শরীরে র‍্যাশ বেরিয়ে যায়, কাজেই ক্রিম নিতে ভুলবেন না যেন।

ওয়াইপ

বাচ্চার গা মোছানোর জন্য অথবা প্রাইভেট পার্ট মোছানোর জন্য ভেজা টিস্যু অবশ্যই প্যাকিং লিস্টে রাখবেন। 

জলের এবং দুধের বোতল

এই দুটো জিনিস তো নেবেনই, তবে একটা একটা করে না নিয়ে একটু বেশি নেবেন। যদি ভেঙে যায় বা হারিয়ে যায়, তা হলে অচেনা জায়গায় বোতল খোঁজার জন্য ছুটোছুটি করতে হবে না। 

ছোট একটা কুকার এবং সসপ্যান

বাচ্চাকে তো আর বাইরের ঝাল-মশলাযুক্ত খাবার খাওয়াতে পারবেন না, কাজেই বাচ্চার খাবার তৈরি করার জন্য একটা ছোট কুকার আর জল গরম করার জন্য একটা ছোট সসপ্যান নিয়ে নেবেন। 

এছাড়াও যা-যা প্যাকিং করবেন – 

বোনাস টিপস

POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!

এগুলোও আপনি পড়তে পারেন

কীভাবে রাখবেন বাচ্চার নাম

জানুন নিউক্লিয়ার পরিবারে সন্তান কে কীভাবে বড় করবেন

আপনি যদি রংচঙে, মিষ্টি জিনিস কিনতে পছন্দ করেন, তা হলে POPxo Shop-এর কালেকশনে ঢুঁ মারুন। এখানে পাবেন মজার-মজার সব কফি মগ, মোবাইল কভার, কুশন, ল্যাপটপ স্লিভ ও আরও অনেক কিছু!

Read More From Family Trips