ডি আই ওয়াই বিউটি টিপস

ব্ল্যাকহেডস তুলতে আর ব্যথা লাগবে না, কীভাবে?

Debapriya Bhattacharyya  |  Jan 28, 2022
ব্ল্যাকহেডস তুলতে আর ব্যথা লাগবে না, কীভাবে?

“এ বাবা! তোমার নাকে কি ব্ল্যাকহেডস! তুলে দি?” – চেনা লাগছে না কথাটা? হ্যাঁ, আমাদের বেশিরভাগ মেয়েদেরকেই এই কথাটা বহুবার শুনতে হয়েছে পার্লারের দিদি বা কাকিমার কাছ থেকে! তাই তো? (painless ways to remove blackheads at home)

যতই ফেসিয়াল করাই, যতই স্ক্রাব করি আর যাই করি না কেন, ব্ল্যাকহেডস সেই আবার ফিরে আসে। মাঝখান থেকে স্কিনের বারোটা বেজে যায়! আর ব্ল্যাকহেডস তুলতে যে ব্যাথাটা লাগে, তার কথা তো না হয় বাদই দিলাম। যদি কোনো ম্যাজিক থাকতো যাতে ব্ল্যাকহেডসের সমস্যা দূর করা যেত আর তাও ব্যাথা না পেয়ে, তাহলে বোধ হয় ভাল হতো!

আচ্ছা, যদি আমি আপনাকে এমন কয়েকটা ঘরোয়া উপাচারের কথা জানাই, যাতে আপনার ব্ল্যাকহেডস-এর সমস্যা দূর হবে এবং আপনার ব্যাথাও লাগবে না, তাহলে আপনি খুশি হবেন তো? তাহলে আর দেরি কিসের চলুন দেখে নি কিভাবে বাড়িতে বসেই ব্ল্যাকহেডস  রিমুভ করা যায়! (painless ways to remove blackheads at home)

লেবু-মধু-চিনি

একটা পাতিলেবু দু’ভাগ করে কেটে তার একভাগ নিয়ে রস করুন। এবার তার মধ্যে চিনির দানা আর মধু মিশিয়ে পেস্ট তৈরী করুন। এবার ওই পেস্টটা দিয়ে সার্কুলার মোশনে মাসাজ করুন। সপ্তাহে একবার করে মাসখানেক এই পদ্ধতি প্রয়োগ করলে ব্ল্যাকহেডস-এর সমস্যা আর থাকবে না।

ওটমিল-দই-মধু

ওট্স, দই, আমন্ড অয়েল আর ওট্স (সব উপকরণ গুলিই ২ চামচ করে নেবেন) ভালো করে মিশিয়ে পেস্ট তৈরী করে নিন। এবার ১-২ মিনিট ভাল করে স্ক্রাব  করে নিন। যদি আপনার স্কিন খুব বেশি সেনসিটিভ হয় তাহলে স্ক্রাব করবেন না, তার বদলে এই পেস্টটা মাস্কের মতো করে ৬-৭ মিনিট মুখে লাগিয়ে রাখুন। এবারে উষ্ণ জল দিয়ে ভাল করে মুখ ধুয়ে নিন। সপ্তাহে ২ বার করুন। (painless ways to remove blackheads at home)

ওটমিল-দারচিনি গুঁড়ো

এক চামচ দারচিনি পাউডার আর এক চামচ ওট্স মিশিয়ে সামান্য উষ্ণ জল দিয়ে একটা পেস্ট তৈরী করুন। খেয়াল রাখবেন পেস্টটা যেন খুব টাইট না হয় আবার খুব পাতলাও না হয়। এবারে আপনার মুখের যে যে জায়গায় ব্ল্যাকহেডস রয়েছে, সেখানে পেস্টটা দিয়ে সার্কুলার মোশনে মাসাজ করুন। মিনিটখানেক এভাবে মাসাজ করার পর ঠান্ডা জল দিয়ে মুখে ধুয়ে নিন। মাসে ২’বারের বেশি এটা ব্যবহার করবেন না।

পেট্রোলিয়াম জেলি-প্লাস্টিক র‍্যাপ

আমাদের সবার বাড়িতেই প্লাস্টিক র‍্যাপ আর পেট্রোলিয়াম জেলি থাকেই, কিন্তু এই দু’টো জিনিস দিয়ে যে ব্ল্যাকহেডস তোলা যায়, সেটা কি আপনি জানতেন? মুখের যেখানে ব্ল্যাকহেডস রয়েছে সেখানে পেট্রোলিয়াম জেলি লাগান আর তার ওপরে প্লাস্টিক র‍্যাপ লাগিয়ে নিন। এবারে একটা গরম তোয়ালে দিয়ে মুখ ঢেকে রাখুন, যতক্ষণ পর্যন্ত তোয়ালেটা ঠান্ডা না হচ্ছে ততক্ষন রাখতে হবে। এবারে টিসু পেপার দিয়ে ভাল করে মুখ থেকে পেট্রোলিয়াম জেলি মুছে তুলো দিয়ে মুখ পরিষ্কার করে নিন। (painless ways to remove blackheads at home)

POPxo এখন চারটে ভাষায়! ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!      

বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!

Read More From ডি আই ওয়াই বিউটি টিপস