ওয়েলনেস

করোনা ভাইরাস অ্যালার্ট : জেনে নিন কোন কোন হেল্পলাইন নম্বরে যোগাযোগ করবেন সাহায্যের জন্য

Debapriya Bhattacharyya  |  Mar 17, 2020
করোনা ভাইরাস অ্যালার্ট :  জেনে নিন কোন কোন হেল্পলাইন নম্বরে যোগাযোগ করবেন সাহায্যের জন্য

করোনা ভাইরাসের (coronavirus) উৎপত্তি কোথায়, কীভাবে তা প্রায় সারা বিশ্বে ছড়িয়ে গেল, কীই বা তার প্রতিকার – এসব নিয়ে বিস্তর আলোচনা চলছে। এখনও পর্যন্ত সারা পৃথিবীতে করোনা ভাইরাসের দ্বারা আক্রান্ত ও মৃতের সংখ্যাটা লাফিয়ে লাফিয়ে বাড়ছে, আর আমি আপনি প্যানিক করছি। প্যানিক করাটা বা ঘাবড়ে যাওয়াটা খুব স্বাভাবিক। কিন্তু একটা কথা বলুন তো, আমরা ঠিক কতখানি সচেতন? এই যে আমাদের দেশের অনেক জায়গায় স্কুল, কলেজ, অফিস-কাছারিতে ছুটি ঘোষণা করে দেওয়া হয়েছে অথবা বাড়ি থেকে কাজ করার ব্যবস্থা করে দেওয়া হয়েছে, যাতে আমরা বাইরে না যাই, আর এই জীবাণুর সংস্পর্শে না আসি; কিন্তু এর মধ্যেও অনেকেই বেড়াতে যাওয়ার প্ল্যান করছেন!

যাই হোক, আমরা সচেতন নাগরিকের কাজটা অন্তত করি। আপনাদের জানিয়ে দিই যে দেশের কোথায় কোথায় করোনা ভাইরাসে আপনি আক্রান্ত কিনা সে পরীক্ষা করাতে পারবেন অথবা কোন কোন হেল্পলাইন নম্বরে (helpline number) ফোন করলে সাহায্য পাবেন –

সারা ভারতব্যাপী হেল্পলাইন নম্বর – +91-11-23978046

করোনা ভাইরাসে আপনি আক্রান্ত কিনা তা জানতে অথবা যে-কোনও সাহায্যের জন্য আরও যে যে হেল্পলাইন নম্বরে আপনি যোগাযোগ করতে পারেন

অন্ধ্রপ্রদেশ – 08662410978
অরুনাচলপ্রদেশ – 9436055743
অসম – 6913347770
বিহার – 104
ছত্তিশগড় – 104
গোয়া – 104
গুজরাত – 104
হরিয়ানা – 8558893911
হিমাচলপ্রদেশ – 104
ঝাড়খন্ড – 104
কর্ণাটক – 104
কেরল – 0471-2552056
মধ্যপ্রদেশ – 0755-2527177
মহারাষ্ট্র – 020-26127394
মণিপুর – 3852411668
মেঘালয় – 108
মিজোরম – 102
নাগাল্যান্ড – 7005539653
ওড়িষা – 9439994859
পঞ্জাব – 104
রাজস্থান – 0141-2225624
সিকিম – 104
তামিলনাড়ু – 044-29510500
তেলেঙ্গনা – 104
ত্রিপুরা – 0381-2315879
উত্তরাখন্ড – 104
উত্তরপ্রদেশ – 18001805145
পশ্চিমবঙ্গ -1800313444222, 03323412600

যদি আপনি বা আপনার আত্মীয়-বন্ধু কেউ ইউনিয়ন টেরেটরির অন্তর্গত অঞ্চলে থাকেন এবং করোনা ভাইরাস (coronavirus) সংক্রান্ত যেকোনোও সাহায্য চান সেক্ষেত্রে নীচে দেওয়া আঞ্চলিক হেল্পলাইন নম্বরে (helpline number) যোগাযোগ করতে পারেন

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ – 03192-232102
চন্ডিগড় – 9779558282
দাদরা ও নগর হাভেলি, দমন-দিউ – 104
দিল্লি – 011-22307145
জম্মু ও কাশ্মীর – 01912520982, 0194-2440283
লাদাখ – 01982256462
লক্ষদ্বীপ – 104
পুদুচেরি – 104

রাজ্য অনুসারে সারা দেশের যে সব স্বাস্থ্যকেন্দ্রে (test centers) করোনা ভাইরাসে আপনি বা আপনার পরিচিত কেউ আক্রান্ত কিনা জানার জন্য পরীক্ষা করা হচ্ছে

অন্ধ্রপ্রদেশ

১। শ্রী ভেংকটেশ্বর ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স, তিরুপতি

২। অন্ধ্র মেডিক্যাল কলেজ, ভিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশ

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ

১। জি এম সি, অনন্তপুর

২। রিজিওনাল মেডিক্যাল রিসার্চ সেন্টার, পোর্টব্লেয়ার

অসম

১। গৌহাটি মেডিক্যাল কলেজ, গৌহাটি

২। রিজিওনাল মেডিক্যাল কলেজ, ডিব্রুগড়


বিহার

রাজেন্দ্র মেমোরিয়াল রিসার্চ ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স, পাটনা

ছত্তিশগড়

১। পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ, ছত্তিশগড়

২। অল ইন্ডিয়া ইনস্টিটিউট মেডিক্যাল সায়েন্স, রায়পুর


দিল্লি- এন সি আর

১। অল ইন্ডিয়া ইনস্টিটিউট মেডিক্যাল সায়েন্স (এইমস)

২। ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল

পশ্চিমবঙ্গ

১। ন্যাশনাল ইনস্টিটিউট অফ কলেরা অ্যান্ড এনট্রিক ডিজিজ

২। আই পি জি এম এ আর

পরিশেষে একটাই কথা বলার, সচেতন হন এবং বাকিদেরও সচেতন করুন। এমন কঠিন এক পরিস্থিতিতে এতটা হাল ছেড়ে দেবেন না। চাইলে পরের বছরও বেড়াতে যেতে পারবেন, ছয় মাস পরেও বাইরে সিনেমা দেখতে যেতে পারবেন, রেস্তোরাঁয় গিয়ে সুস্বাদু খাবার খেতে পারবেন। আপনার আজকের একটা ছোট্ট সাবধানতা আপনাকে এবং আপনার পরিবারকে করোনা ভাইরাসের প্রকোপ থেকে রক্ষা করতে পারে।

POPxo এখন চারটে ভাষায়! ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!

২০২০ শুরু করুন আমাদের দারুণ দারুণ প্ল্যানার আর স্টেটমেন্ট সোয়েটশার্ট দিয়ে। এগুলো সবকটাই আপনারই মতো একশ শতাংশ মজার এবং অসাধারণ! ওহ হ্যাঁ, শুধুমাত্র আপনার জন্য রয়েছে ২০ শতাংশ ছাড়ের ব্যবস্থাও। দেরি কিসের আর, এখনই POPxo.com/shop থেকে কেনাকাটা সেরে ফেলুন আর নিজেকে আরেকটু পপ আপ করে ফেলুন!

Read More From ওয়েলনেস