কথায় বলে “লাখ কথা না হলে নাকি বিয়ে হয় না”, আর ভারতীয় রীতির বিয়েতে (Indian Wedding) তো অনুষ্ঠানের শেষ নেই. সংগীত (sangeet ceremony) ছাড়া কোন বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে বলুন? আর তাও যদি হয় বহু-প্রতীক্ষিত “নিক-প্রিয়াঙ্কা”র (nick-priyanka) বিয়ে, সেখানে তো সংগীত (sangeet ceremony) মাস্ট!
বলিউডে (bollywood) এখন মধুমাস চলছে. সম্প্রতি বিয়ে হলো দীপিকা পাডুকোন আর রণভীর সিংহের. সেই রেশ কাটার আগেই আবার আরেকটা “Big Fat Indian Wedding”. দীপ-ভীরের বিয়ে-রিসেপশনের ছবির পর “নিক-প্রিয়াঙ্কা”র (nick-priyanka) ছবিও আসতে আরম্ভ করেছে.
প্রিয়াঙ্কা (Priyanka Chopra) আর নিকের (Nick Jonas) গতকাল খ্রিষ্টান রীতি মেনে বিয়ে হলো আর আজ যোধপুরের উমেদ ভবন প্যালেসেই (Umed bhawan Palace) ভারতীয় রীতি অনুযায়ী তাদের বিয়ে(Indian Wedding) হবে. গতকাল দুপুরে মেহেন্দির ছবি শেয়ার করেছিলেন প্রিয়াঙ্কা (Priyanka Chopra) তার ইন্স্টগ্র্যামে. আর আজ সন্ধ্যেবেলা শেয়ার করলেন সংগীতের (sangeet ceremony) ছবি. চলুন দেখে নি সেই দারুন ছবি গুলো –
Also Read About Priyanka Chopra Beauty Tips In English
প্রিয়াঙ্কার (Priyanka Chopra) ইন্স্টগ্র্যামে শেয়ার করা ভিডিও যাতে প্রিয়াঙ্কা লিখেছেন, “দুই পরিবারের মধ্যে নাচ-গানের প্রতিযোগিতা দিয়ে সংগীতের অনুষ্ঠান শুরু হয়েছিল, কিন্তু যেভাবে শেষ হলো, তাতে বোঝা গেছে যে দুই পরিবারের মধ্যে খুব দৃঢ় বন্ধন.”
পাওয়ার কাপল (Power Couple)
নিকের পারফরমেন্স
প্রিয়াঙ্কা আর নিক নিজেদের বিয়ের প্রতিটা অনুষ্ঠানের ছবি নিজেরাই শেয়ার করছেন.এঁরা দু’জন্যেই চেয়েছিলেন এদের বিয়ে একটি স্মরণীয় ঘটনা হয়ে থাকুক, এবং ছবিগুলো দেখে মনে হচ্ছে যে সেই আশা তাদের পূর্ণ হয়েছে.
মায়ের সাথে খুশির আনন্দে নেচে উঠলেন প্রিয়াঙ্কা
চোখেমুখে খুশির ছাপ স্পষ্ট
সংগীতের ভিডিও কিন্তু কোনো অস্কার ফাংশানের থেকে কম নয়!
নিজের ছবি শেয়ার করে প্রিয়াঙ্কা আরো লিখেছেন যে তারা দুজনেই (Nick-Priyanka) পরিবারের সকলের কাছে এবং নিমন্ত্রিত অতিথিদের কাছে কৃতজ্ঞ, এই সন্ধ্যেটাকে স্মরণীয় করে তোলার জন্য.
ছবি সৌজন্যে – ইনস্টাগ্রাম
POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!
Read More From বিবাহ
চশমা পরা হবু কনেরা কিভাবে সাজবেন জেনে নিন
SRIJA GUPTA