মেকআপের সরঞ্জাম

বাংলা নববর্ষে আপনিও সাজতে পারেন পাওলি আর ঈশার মত…

Debapriya Bhattacharyya  |  Apr 12, 2021
বাংলা নববর্ষে আপনিও সাজতে পারেন পাওলি আর ঈশার মত... in bengali

বাংলা নতুন বছর শুরু হতে তো আর দেরি নেই। কী প্ল্যান নববর্ষে? পরিবারের সঙ্গে কোথাও খেতে যাচ্ছেন কি? নাকি সিনেমা দেখা বা টুকটাক শপিং বা নিছক আড্ডার প্ল্যান রয়েছে? যাই থাক না কেন, নতুন বছরের প্রথম দিন আর অন্যান্য সবক’টা দিনই খুব ভাল কাটুক। এই দিনটাতে আপনি বেরন অথবা বাড়িতেই থাকুন (যদিও আমরা পরামর্শ দেব, বাড়িতেই থাকার, কারণ করোনার প্রতিষেধক বাজারে এসে গেলেও প্রকোপ কিন্তু কমেনি), একটু সাজুগুজু (poila boishakh makeup guide) তো করতেই হয়, তাই না? একটা ছোট্ট মেকআপ গাইড রইল তাই আপনাদের জন্য

নববর্ষের মেকআপ গাইড

১)প্রথমে মুখে অল্প করে সানস্ক্রিন লাগিয়ে নিন। হ্যাঁ, বাড়িতে থাকলেও দিনের বেলা সানস্ক্রিন লাগাবেন।

২) সানস্ক্রিন ভালো করে মুখে বসে গেলে প্রাইমার ব্যবহার করুন। প্রাইমার ব্যবহার করলে মেকআপ (poila boishakh makeup guide) অনেকক্ষণ মুখে বসে থাকবে। আপনার যদি সারাদিনের প্ল্যান থাকে তাহলে প্রাইমার অবশ্যই কাজে দেবে।

৩) এবার পালা ফাউনডেশান লাগানোর। এস্তে লদারের ডাবল ওয়্যার ফাউনডেশান খুব ভালো। এটা বেছে নেওয়ার অন্যতম কারণ হল এটা অনেকক্ষণ থাকে আর এটা ম্যাট ফিনিশের ফাউনডেশান। গরমে গ্লসি ফাউনডেশান লাগালে সেটা ভালো দেখায় না। মুখ ছাড়াও গলা, ঘাড় এবং পিঠেও ফাউনডেশান লাগাতে ভুলবেন না। নাহলে মুখের শেড একরকম এবং গলা ও পিঠের শেড আরেকরকম দেখাবে।

৪) ফাউনডেশান লাগানোর সময় বড় গোলাকার ব্রাশ বেছে নেবেন।

৫) প্রথমে চোখের বাইরের দিকে একটা টেপ লাগিয়ে নিন।

৬) চোখের পাতায় আইশ্যাডো (poila boishakh makeup guide) প্রাইমার লাগিয়ে নিন। এতে চোখের মেকআপ দীর্ঘস্থায়ী হবে।

৭) ফ্লাফি ব্লেনডিং ব্রাশ দিয়ে নুড আইশ্যাডো লাগিয়ে নিন।

৮) অল্প একটু ডার্ক কালারের আইশ্যাডো চোখের বাইরের দিকে আঙুল দিয়ে লাগিয়ে দিন। দিনের বেলা মেকআপ হলে আইশ্যাডো একদম অল্প ব্যবহার করবেন।

৯) এবার ওই একই শেডের আইশ্যাডো একটা সরু ব্রাশ (poila boishakh makeup guide) দিয়ে বাকি চোখের পাতায় ভালো করে মিশিয়ে দিন।

১০) এবার টেপটা তুলে নিন আর সেখানে অল্প একটু প্রাইমার লাগিয়ে মিশিয়ে দিন।

১১) চোখের নিচে স্কিন টোনের থেকে লাইটার কনসিলার লাগিয়ে নিন। কাবুকি ব্রাশ দিয়ে মিশিয়ে দিয়ে একটু সেটিং পাউডার দিয়ে দিন। লোয়ার ল্যাশলাইনে অল্প একটু আইশ্যাডো লাগিয়ে নিন। ভালো করে মিশিয়ে দিন।

১২) আইলাইনার লাগান তারপর চোখের ভিতরের কোন হাইলাইট করে দিন।

১৩) সবশেষে মাস্কারা (poila boishakh makeup guide) লাগাতে পারেন।

১৪) ঠোঁটে লিপ বাম লাগিয়ে নিন।

 

১৫) লিপ লাইনার দিয়ে ঠোঁট আউটলাইন করে নিন। ন্যাচারাল লুকের জন্য নুড লিপলাইনারও ব্যবহার করুন।

১৬) পোশাকের সঙ্গে মানানসই লিপস্টিক (poila boishakh makeup guide) লাগান

১৭) মেকআপ সেট করার জন্য সেটিং পাউডার লাগিয়ে নেবেন।

১৮) চোখ নাক যাতে কাটাকাটা লাগে তার জন্য কনটুরিং করে নিন।

https://bangla.popxo.com/article/how-to-use-mint-leaves-to-remove-acne-in-bengali

মূল ছবি – ইনস্টাগ্রাম 

POPxo এখন চারটে ভাষায়! ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!        

বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!

Read More From মেকআপের সরঞ্জাম