ফ্যাশন

কোয়ারেন্টাইনে যদি অন্তর্বাসও ত্যাগ করে ফেলেন, তাহলে মুশকিল!

Debapriya BhattacharyyaDebapriya Bhattacharyya  |  Apr 1, 2020
কোয়ারেন্টাইনে যদি অন্তর্বাসও ত্যাগ করে ফেলেন, তাহলে মুশকিল!

বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় নানা মিম দেখতে পাচ্ছি যার মূল কথা হল, ‘কোয়ারেন্টাইনে (quarantine) নাকি মহিলারা ব্রা পরছেন না!’। আচ্ছা, যদি কারও মনে হয় যে তিনি সারাদিন অন্তর্বাস (bra) পরে থাকবেন, তাহলে থাকুন না; আবার যদি কারও মনে হয় যে তিনি কিছুদিন অন্তর্বাস পরবেন না, তাহলেও তা সম্পূর্ণ তার ইচ্ছে। আমি বা আপনি বলার কে! হ্যাঁ, মানছি, অনেকেই বলেন যে সারাক্ষণ ব্রা পরে থাকা উচিত না, রক্তচলাচল তাতে বাধাপ্রাপ্ত হয়, কিন্তু বলুন তো, যদি দিনের পর দিন আপনি অন্তর্বাস না পরেন সেক্ষেত্রে আপনার স্তনের আকার কীরকম বিগড়ে যেতে পারে… চলুন আজ না হয় ব্রা পরা এবং না পরার দ্বন্দ্ব মিটিয়ে নেওয়া যাক।

নিয়মিত অন্তর্বাস পরার সুবিধে

via GIPHY

অন্তর্বাস না পরার সুবিধে

অন্তর্বাসের কি কোনও বিকল্প আছে?

actress disha paatni poses in white bralette

অন্তর্বাসের বিকল্প হিসেবে ব্রালেট পরতে পারেন দিশার মতো (ছবি – ইনস্টাগ্রামের সৌজন্যে)

https://bangla.popxo.com/article/how-to-wear-a-bralette-and-styling-tips-in-bengali

POPxo এখন চারটে ভাষায়! ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!

 

Read More From ফ্যাশন