বাঙালি গল্প শুনতে ও শোনাতে ভালবাসে। আমরা জানি পুজোর (puja) আগে ও পরে পূজাবার্ষিকী ছাড়া আমাদের পুজো সম্পূর্ণ হয় না। আমরাও তাই নিয়ে এসেছি কিছু পুজো স্পেশ্যাল (special) গল্প (short story)। প্রতিটা গল্পের সঙ্গে জড়িয়ে আছে পুজোর আবেগ আর নস্টালজিয়া। আজকের অণুগল্প “প্রবাসীর চিঠি”। গত দু’দিন আমরা আপনাদের সামনে তুলে ধরেছি ছ’টি অণুগল্প, যা লিখে পাঠিয়েছিলেন আমাদের পাঠকেরা। আজকের অণুগল্প “যে জন প্রেমের ভাব জানে না”। গল্পটি লিখেছেন POPxo বাংলার একনিষ্ঠ পাঠক রণজয় অধিকারী। ইনি পেশায় আইটি প্রোফেশনাল। মাঝে মাঝে শখে গল্পও লেখেন।
ডে ওয়ান, ষষ্ঠী
তা হলে সম্পর্কটা শেষ?
ইয়েস।
ভেবে বলছিস তো?
আমার ভাবা হয়ে গেছে রে। তোর সঙ্গে জাস্ট ইম্পসিবল।
ও রিয়্যালি? এতদিন কী করে ছিলি তা হলে?
চোখে চশমা ছিল, ওঃ, না, না, ঠুলি বাঁধা ছিল।
তা ঠুলিটা কে খুলে দিল শুনি? টিয়া?
না একটা দাঁড়কাক!
কপালে ওই জুটবে।
তাতে তোর কী?
আমার ঘণ্টা! চেয়েছিলাম সম্পর্কটা ভাঙার সময় অন্তত একটু ডিগনিটি থাক।
তুই শিল্পী, তুই জল দিয়ে ধুয়ে খা ডিগনিটি। আমার এসব আসে না।
ফোন রাখ।
ডে টু, সপ্তমী
আজ ওই কচি কলাপাতা শাড়িটা পরিস।
আবার ফোন করেছিস? লজ্জা করে না?
তুই ধরলিই বা কেন? তোর লজ্জা করে না?
আমি মরে গেলেও ওই কচি কলাপাতা শাড়িটা পরব না।
আমার টাকাটা জলে গেল, আগে বললে কিনতাম না।
ফেরত দিয়ে দেব, কুরিয়ার করে।
বয়েই গেছে। ফোন রাখছি।
ডে থ্রি, অষ্টমী
এই, ওই বেড়ালমুখী মেয়েটা কে ছিল রে কাল তোর সঙ্গে?
আমার বোন।
ফালতু বকিস না। বোনের সঙ্গে কেউ হাত ধরে প্যান্ডেলে ঘোরে না।
আমার ছোট গার্লফ্রেন্ডের মতো বোন।
ইয়ার্কি মারছিস?
না সিরিয়াস, একদম। ওর নাম সুন্দরী।
সুন্দরী না হাতি।
হাতি কেন হবে? বেশ স্লিম তো।
বেড়ালের মতো মুখটা। যাতা।
এমা না আমার তো বেশ ভাল লাগে। মধুবালা টাইপস। তোর চোখের পাওয়ার বেড়েছে বোধ হয়।
ইউ চিট!
চিটরাই বাজারে হিট।
জীবনে ফোন করব না তোকে।
ডে ফোর, নবমী
আমার বাবার বন্ধুর ছেলে আসছে কাল ক্যালিফোর্নিয়া থেকে।
ভেরি গুড। ক্যালিফোর্নিয়া কোথায় রে? কালিম্পংয়ের পাশে?
তোর বাড়ির ছাদে।
হে হে। পারিস মাইরি!
বাবা চায়, আমি ওকে বিয়ে করি।
কর। তাপ্পর কালিম্পং, ইয়ে, না, না, ক্যালিফোর্নিয়া চলে যা।
তোর খারাপ লাগছে না?
হেব্বি! আমি বেদদাস হব।
ওটা দেবদাস।
ওই হল, একই ব্যাপার।
সত্যিই খারাপ লাগছে না?
ওমা বললুম তো, আমার খুব কান্না পাচ্ছে। আমি ভেউ-ভেউ করে কাঁদছি।
তুই একটা বাঁদর। ফোন রাখছি।
ডে ফাইভ, দশমী
এখনও যাসনি কালিম্পং?
আমি গেলে খুব সুবিধে হয় তাই না? ওই বেড়ালমুখীর সঙ্গে ঘুরতে?
তা হয়। আচ্ছা শোন…
কী?
ক্যালিফোর্নিয়া জায়গাটা আমাদের কোপাই নদীর চেয়েও সুন্দর, তাই না?
আমি জানি না, আমি তো যাইনি।
তোকে আজ সকালে ওই লাল সাদা শাড়িতে খুব মিষ্টি লাগছিল।
তুই কোথায় দেখলি?
বারে, আমি সারাদিন ফলো করলাম তো তোকে!
কী অসভ্য রে তুই।
আমার শাড়িটা ফেরত নিতে এলাম, তুই কুরিয়ার করবি বলেছিলি।
মানে? তুই কোথায় বলতো এখন?
তোর বাড়ির নীচে।
দিয়ে দিচ্ছি তোর শাড়ি। বাবা, দিয়ে আবার নিয়েও নেয়।
আরে দাঁড়া দাঁড়া, পুরো কথাটা শোন।
শাড়িটা পরেই আয় একেবারে!
ক-ক-কী?
আজ দশমী তো?
হ্যাঁ তো?
শিবঠাকুর আজ দুগগা ঠাকুরকে নিয়ে যায় জানিস না?
প্লিজ দাঁড়া, আমি এক্ষুনি আসছি। এক্ষুনি…
POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!
এসে গেল #POPxoEverydayBeauty – POPxo Shop-এর স্কিন, বাথ, বডি এবং হেয়ার প্রোডাক্টস নিয়ে, যা ব্যবহার করা ১০০% সহজ, ব্যবহার করতে মজাও লাগবে আবার উপকারও পাবেন! এই নতুন লঞ্চ সেলিব্রেট করতে প্রি অর্ডারের উপর এখন পাবেন ২৫% ছাড়ও। সুতরাং দেরি না করে শিগগিরই ক্লিক করুন POPxo.com/beautyshop-এ এবার আপনার রোজকার বিউটি রুটিন POP আপ করুন এক ধাক্কায়…