চুলের যত্ন নিয়ে নানা টিপস

আপনার চুলের কেন সানস্ক্রিন প্রয়োজন? কোন সানস্ক্রিন কিনবেন আপনি?

Indrani Bose  |  Mar 30, 2021
আপনার চুলের কেন সানস্ক্রিন প্রয়োজন? কোন সানস্ক্রিন কিনবেন আপনি?

এই রোদে গরমে যেমন ত্বকের খুব বেশি যত্নের প্রয়োজন। একইভাবে যত্নের প্রয়োজন চুলেরও। সূর্যরশ্মি, ইউভি-এ ও ইউভি-বি যেমন আমাদের ত্বকের ক্ষতি করে, তেমনই ক্ষতি করে আমাদের চুলেরও। আর সেই কারণেই রোদ লেগে চুলের রং নষ্ট হয়ে যাওয়া বা অসময়ে চুল নির্জীব হয়ে পড়ার মতো সমস্যা তৈরি হয়। আর সেই জন্য়ই চুলের প্রয়োজন সানস্ক্রিন। চুলের সানস্ক্রিন শুনে অবাক হয়ে যাওয়ার কিছু নেই। আসলেই আমাদের চুলের সানস্ক্রিন প্রয়োজন। যা আপনার চুলকে রোদ থেকে বাঁচাবে (sunscreen) । এতে আপনার চুলের প্রাকৃতিক রং বজায় থাকবে, চুল সহজেই রুক্ষ হয়ে যাবে না।

চুলের সানস্ক্রিন কেন প্রয়োজন

চুলের প্রয়োজন সানস্ক্রিন স্প্রে

যে যে সানস্ক্রিন আপনি কিনতে পারেন

ডট অ্যান্ড কি সানস্ক্রিন সফটেনিং হেয়ার সিরাম

এই হেয়ার সিরাম চুলকে রোদের হাত থেকে রক্ষা তো করেই, তার সঙ্গে-সঙ্গে চুলে নানা ভাবে পুষ্টিও যোগায়। এটির নিয়মিত ব্যবহার আপনার চুল পড়া বন্ধ করবে (hair sunscreen), চুলের ডগা শক্ত করবে, চুলের ঔজ্জ্বল্য বাড়াবে এবং চুল রুক্ষ, শুষ্ক হতে দেবে না। এবং রোদের থেকে বাঁচানোর জন্য আপনার চুলের উপর একটি সুরক্ষা প্রলেপও তৈরি করবে।

স্ট্রিক্স সানব্লক হেয়ার সিরাম

এতে সবকটি সানব্লক স্পেকট্রাম (hair sunscreen)আছে যা রোদের ক্ষতিকর প্রভাব থেকে চুলকে রক্ষা করে। চুলের স্বাভাবিক রং বজায় রাখতে সাহায্য করে। সেই সঙ্গে চুল রুক্ষ, শুষ্ক হয়ে যাওয়ার হাত থেকেও বাঁচায়!

ওয়াও সাটিন সানশেড সানস্ক্রিন শ্যাম্পু

এই শ্যাম্পু প্যারাবেন ও সালফেট ফ্রি (hair sunscreen)। ফলে যে-কোনও ধরনের চুলের জন্যই মানানসই। এটি ব্রড স্পেকট্রাম সানস্ক্রিন, ফলে UVA ও UVB-এর হাত থেকেই চুলকে রক্ষা করে। নিয়মিত ব্যবহার চুল পড়া, অকালপক্কতা ও ডগা ফাটার হাত থেকেও রক্ষা করে।

তাহলে আপনার হাতের কাছেই কয়েকটি হেয়ার সানস্ক্রিনের সন্ধান রইল। আপনিও ব্যবহার করুন ও চুল ভাল রাখুন।

https://bangla.popxo.com/article/4-diy-ways-to-exfoliate-dead-skin-in-bengali

POPxo এখন চারটে  ভাষায়! ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!       

বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!

Read More From চুলের যত্ন নিয়ে নানা টিপস