লকডাউনের পরিস্থিতির সঙ্গে আমরা সকলেই মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। প্রতিদিন একটু একটু করে সহনশীল হয়ে উঠছি আমরা। ভবিষ্যৎ কী হবে, জানা নেই। বর্তমান পরিস্থিতিও বেসামাল। বিভিন্ন সম্পর্কের উপর এই পরিস্থিতির প্রভাব পড়তে বাধ্য।
ঠিক একই ভাবে প্রভাব পড়ছে যৌন সম্পর্কেও। ঠিক আগের মতো করে হয়তো সেক্স (sex) এনজয় করতে পারছেন না আপনি। আপনার পার্টনারও দুশ্চিন্তায় রয়েছেন। এই পরিস্থিতিতে একটা পুরনো জিনিস নতুন করে ঝালিয়ে নিতে পারেন।
সকলেরই প্রাইভেট স্পেস থাকে। না বলা কথা থাকে। হয়তো সম্পর্কের শুরুতে সেক্স নিয়েই আপনি পার্টনারকে কিছু মজার প্রশ্ন করেছিলেন। নিজেদের মধ্যে তা নিয়ে দুষ্টুমিও ছিল। সময়ের সঙ্গে সঙ্গে সে সব হয়তো ভুলে গিয়েছিলেন আপনি। এই পরিস্থিতিতে পার্টনারকে সেক্স নিয়ে কিছু ডার্টি, ফ্লার্টি প্রশ্ন করতে পারেন। হয়তো তার হাত ধরেই ফের নতুন করে শুরু হবে সেক্সের সম্পর্ক।
পার্টনারকে সেক্স নিয়ে কোন ধরনের প্রশ্ন আপনি করতে পারেন, তার কিছু সাজেশন দেওয়ার চেষ্টা করলাম আমরা। হয়তো আপনার কাজে লাগতে পারে। এই প্রশ্নগুলো একবার ট্রাই করতে পারেন, হয়তো সম্পর্কে নতুন জোয়ার আসবে।
১) তোমার সবচেয়ে খারাপ সেক্সুয়াল ফ্যান্টাসি কী?
২) আমার আগে আর কত জনের সঙ্গে তোমার সেক্সুয়াল রিলেশন ছিল?
৩) সবচেয়ে অদ্ভুত কোন জায়গায় তুমি সেক্স করেছ?
৪) আমার শরীরের কোন অংশটা তোমার সবচেয়ে ভাল লাগে?
৫) আমাকে কোন পোশাকে দেখতে সবচেয়ে বেশি সেক্সি লাগে তোমার?
৬) শেষ কবে সেক্স নিয়ে খারাপ স্বপ্ন দেখেছ?
৭) সেক্সের কোন পজিশন তোমার সবথেকে প্রিয়?
৮) কখনও সেক্স করতে গিয়ে কারও কাছে ধরা পড়েছ?
৯) শেষ কবে পর্ন ফিল্ম দেখলে?
১০) কোন ধরনের পর্ন ফিল্ম দেখতে ভাল লাগে তোমার?
১১) কোন সেক্স পজিশন কখনও ট্রাই করোনি, কিন্তু করতে চাও?
১২) তোমার কোনও সহকর্মীর সঙ্গে কখনও সেক্স করেছ?
১৩) কখনও যদি ডিনার করতে বাইরে গিয়ে আমি বলি, এখনই সেক্স করতে চাই, তুমি রাজি হবে?
১৪) যদি কোনও সেলেবের সঙ্গে সেক্স করার সুযোগ পাও, কাকে বেছে নেবে?
১৫) গ্রুপ সেক্সের অভিজ্ঞতা হয়েছে?
১৬) কোন ধরনের সেক্স টয় তোমার ভাল লাগে?
১৭) কারও মধ্যে কোন জিনিস দেখে তোমার প্রথম সেক্সুয়াল আকর্ষণ তৈরি হয়?
১৮) শাওয়ার সেক্স ভাল লাগে তোমার?
১৯) শেষ কবে মাস্টারবেট করেছ?
২০) সবচেয়ে অদ্ভুত কোন জায়গায় মাস্টারবেট করেছ?
POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!
Read More From লাইফস্টাইল
এই ৬টি ঠোঁটের অধিকারিণীরা এইসব গুণের মানুষ হন
SRIJA GUPTA
চুল ভাল রাখতে শ্যাম্পুর বদলে এগুলি ব্যবহার করুন
SRIJA GUPTA