Fitness

মাস্ক পরে ব্যায়াম কি করা উচিত? কী বলছে একাধিক গবেষণা

Indrani Bose  |  Feb 4, 2021
মাস্ক পরে ব্যায়াম কি করা উচিত? কী বলছে একাধিক গবেষণা

২০২০ আমাদের এক কঠিন সময়ের মুখোমুখি করেছে। অনেক কিছু নতুন করে শিখিয়েছে। প্যানডেমিক পরিস্থিতি বুঝতে শিখিয়েছে। অনেক নতুন অভ্যাস আমরা আয়ত্ত করেছি। আবার অনেক পুরনো অভ্যাসকে বাদ দিয়েছি। তেমনই মাস্ক পরার অভ্যাস করেছি আমরা। যে অভ্যাস কিন্তু এখনই বন্ধ হয়ে যায়নি। ভ্যাক্সিনেশন শুরু হলেও কোভিড বিধি আমাদের মেনে চলতে হচ্ছেই। মাস্ক পরতে হচ্ছে। বারবার হাত ধুতে হচ্ছে। দূরত্ব মেনে চলতে হচ্ছে। এইসব নিয়ম কিন্তু আমরা (exercising while wearing a mask)এড়িয়ে যেতে পারছি না। 

অনেকের মনেই বার বার এই প্রশ্ন আসে, মাস্ক পরে কি ব্যায়াম করা উচিত? আসলে এক একটি গবেষণা এক একরকম তথ্য় আমাদের সামনে নিয়ে এসেছে। কোনও গবেষণা বলছে, মাস্ক পরে ব্যায়াম করা উচিত নয় তো কোনও গবেষণায় দেখা যাচ্ছে, মাস্ক পরে ব্যায়াম করলে শরীরে অক্সিজেন কম পৌঁছায় ঠিকই কিন্তু রক্তে তার জন্য কোনও হেরফের দেখা যাচ্ছে না (exercising while wearing a mask)। তাহলে এই মুহূর্তে কী করা উচিত?

দৌড়ানোর সময় বেশি মাত্রায় অক্সিজেন প্রয়োজন

মাস্ক পরে ব্যায়াম করলে কী হতে পারে

কিন্তু মাস্ক কখন পরতেই হবে

আপনার সুরক্ষা আপনার কাছে

কারা মাস্ক পরে ব্যায়াম করতে পারেন

যাঁদের শ্বাসকষ্ট জনিত সমস্যা কিংবা হৃদরোগের সমস্যা নেই, তাঁরা অনায়াসেই মাস্ক পরে ব্যায়াম করতে পারেন। কিন্তু মাস্ক পরে ব্যায়াম করতে কষ্ট হলে জোর করে ব্যায়াম করে যাবেন না। বিরতি নিন, জল খান আবার ব্যায়াম শুরু করুন (exercising while wearing a mask)।

মাস্ক না পরতে চাইলে কী করতে পারেন

ছয় ফিট দূরত্ব বজায় রাখুন

আর কী মাথায় রাখবেন

১০ মিনিট ব্যায়াম করার পরই একটি ছোট বিরতি নেবেন। মাস্ক খুলে শ্বাস নিতে পারেন, যদি চান। ছোট বিরতি নেওয়ার পর আবার ব্যায়াম করা শুরু করুন। প্রয়োজনে জল খেয়ে নেবেন। কখনও মাস্ক পরে ব্যায়াম করতে কষ্ট হলে জোর করে ব্যায়াম করবেন না (exercising while wearing a mask)।

https://bangla.popxo.com/article/impressive-health-benefits-of-coriander-in-bengali

POPxo এখন চারটে  ভাষায়! ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!                

বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!

Read More From Fitness