রণভীর সিংহের (Ranveer Singh) এই বছরটা দারুন কাটছে. ২০১৮ আরম্ভ হলো “পদ্মাবৎ” দিয়ে, তারপরে ক’দিন আগেই ধুমধাম করে বিয়ে হলো প্রেমিকা দীপিকার সাথে. সেই রেশ কাটতে না কাটতেই আবার তিনি খবরের শিরোনামে! উপলক্ষ্য “সিম্বা”-র ট্রেলার লঞ্চ (Simmba Trailer Launch).
ট্রেলারে (trailer) দেখা যাচ্ছে, যে এই ছবির ঘটনাস্থল শিবগর নাম এক জায়গায় যেখানে সিংহম নাম একজন সাহসী পুলিশ অফিসার সমাজকে ধর্ষণ, ঘুষখোরি, খুনোখুনি ইত্যাদি অসুখের থেকে মুক্ত করছিলেন. তখনি একটি ছোট ছেলে তাকে দেখে অনুপ্রাণিত হয় এবং বড় হয়ে পুলিশ অফিসার হবার স্বপ্ন দেখে! তার স্বপ্ন পূরণও হয় কিন্তু সেও গুন্ডাদের হয়েই কাজ করতে থাকে. এরপর গল্পে আসে অন্য মোড়! সেটা কি তা জানার জন্য আমাদের আরো কিছুদিন অপেক্ষা তো করতেই হবে.
সিনেমাতে নাম ভূমিকায় অভিনয় করছেন রণভীর সিংহ (Ranveer Singh)
এবং তার বিপরীতে রয়েছেন সইফ-অমৃতা কন্যা সারা আলী খান (Sara Ali Khan).
এছাড়া খলনায়কের চরিত্রে সোনু সুদ (Sonu Sood) ট্রেলারেই (trailer) সবার মন জয় করে নিয়েছেন.
বিশেষ ভূমিকায় অজয় দেবগণকেও দেখা যাবে. ছবিটি পরিচালনা করেছেন রোহিত শেট্টি.
POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!
Read More From বলিউড ও বিনোদন
হরে কৃষ্ণ হরে রাম- ভুলভুলাইয়া ২ সুপারহিট
SRIJA GUPTA