শাড়ি হল বঙ্গনারীর অঙ্গশোভা আর ওয়েস্টার্ন ড্রেস পরতে আমার খুব ভাল লাগে! দুটো কথাই সত্যি! কিন্তু শাড়ি ম্যানেজ করা সবার পক্ষে সম্ভব হয় না। আর ওয়েস্টার্ন ড্রেস সবাইকে মানায় না। দুটোই বাদ হয়ে গেলে হাতে থাকে পেনসিল! না,না, হাতে থাকে কুর্তি (kurti)। বিয়েবাড়িতে পরুন, অফিসে পরুন, কলেজে পরুন, বন্ধুর জন্মদিনে পরুন, সব জায়গায় এই পোশাক মানানসই। আর যতই এই তো বর্ষা এসে গেছে, এই যে বর্ষা এসে গেল বলে, এই বার বর্ষা এসে যাবে বলে আমরা খুব আনন্দ পাই না কেন, আসলে গরম যে একটুও কমেনি সে আর বলতে। তাই কুর্তি (kurti) যদি স্লিভলেস (sleeveless) হয় তা হলে ফ্যাশন আর আরাম দুটোই একসঙ্গে পাওয়া যাবে। আমরা নিয়ে এসেছি, সব রকমের অনুষ্ঠানে (occasions) পরার মতো স্লিভলেস (sleeveless) কুর্তি ডিজাইন (designs)। একবার দেখলে আপনি চোখ ফেরাতে পারবেন না!
ডিফারেন্ট লুক পেতে কুর্তির কলারের স্টাইলে আনুন বৈচিত্র্য
# ডিজাইন ১
স্ট্রেট কাট বা এ লাইন স্লিভলেস কুর্তি
এই কুর্তি গরমে খুব আরামদায়ক আবার বর্ষাতেও অনায়াসে পরা যায়। সরু ফিতে এখানে থাকে না বরং হাতার ডিজাইন এমনভাবে করা থাকে যেটা দেখতে সরু ফিতের মতো মনে হয়।
এরকম কুর্তি কিনতে ক্লিক করুন এখানে
# ডিজাইন ২
স্লিভলেস উইথ কলার
যারা বেশ স্লিম ট্রিম তাঁদের এই ডিজাইন খুব ভাল মানাবে। কারণ, স্লিভলেস হলেও ছড়ানো কলারের জন্য কুর্তির ডিজাইনে এক অন্য মাত্রা আসবে।
এরকম কুর্তি কিনতে হলে ক্লিক করুন এখানে
# ডিজাইন ৩
হাই নেক স্লিভলেস
হাইনেক ডিজাইনের এমনিতেই একটা গরিমা আছে। ব্লাউজ হোক বা কুর্তি দুটোতেই ভাল লাগে এই হাইনেক। সুতরাং স্লিভলেস কুর্তির সঙ্গে যদি হাইনেক ডিজাইনের মেলবন্ধন ঘটে তাহলে কেয়া বাত!
এরকম কুর্তি কিনতে হলে ক্লিক করুন এখানে
# ডিজাইন ৪
টেপ ফ্রক স্টাইল স্লিভলেস কুর্তি
এই জাতীয় কুর্তি স্লিভলেসই কিন্তু এর স্টাইল হয় অনেকটা টেপ ফ্রকের কাঁধের মতো। মানে একটু মোটা ফিতের মতো এর স্লিভলেস ডিজাইন করা হয়। তবে যেরকমই হোক দেখতে ভারি ভাল লাগে।
এরকম কুর্তি কিনতে হলে ক্লিক করুন এখানে
# ডিজাইন ৫
হলটার নেক স্লিভলেস কুর্তি
হলটার নেক ডিজাইন এতটাই স্টাইলিশ যে সব সময়ই সেটা ইন থিং থাকে। সুতরাং স্লিভলেস কুর্তি যদি হলটার নেকও হয় তাহলে সবার নজর যে আপনার দিকে থাকবে সেতো বোঝাই যাচ্ছে।
এরকম কুর্তি কিনতে হলে ক্লিক করুন এখানে
মূল ছবি সৌজন্য: রাস্টঅরেঞ্জ ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম এবং মাটি ক্রাফট ইনস্টাগ্রাম
POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!
আপনি যদি রংচঙে, মিষ্টি জিনিস কিনতে পছন্দ করেন, তা হলে POPxo Shop-এর কালেকশনে ঢুঁ মারুন। এখানে পাবেন মজার-মজার সব কফি মগ, মোবাইল কভার, কুশন, ল্যাপটপ স্লিভ ও আরও অনেক কিছু
Featured Image Courtsey: Instagram
Read More From ফ্যাশন
চশমা পরা হবু কনেরা কিভাবে সাজবেন জেনে নিন
SRIJA GUPTA