Self Help

সোশ্যাল মিডিয়া অবসাদ কি এবং কিভাবে কাটাবেন?

SRIJA GUPTA  |  Jul 7, 2022
সোশ্যাল মিডিয়া অবসাদ কি এবং কিভাবে কাটাবেন?

এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া বাদ দিয়ে কাউকে থাকতে বলা মানে প্রায় অক্সিজেন ছাড়া বাঁচতে বলার সমান। আপনি এটা জানেন এই সোশ্যাল মিডিয়া আমাদের অবসাদের অন্যতম কারণ হয়ে দাঁড়াচ্ছে। এই অবসাদের স্বীকার প্রায় সব বয়সী মানুষই হচ্ছেন তবে ১৪-২৬ এই বয়সী মানুষের মধ্যে এই অবসাদের হার সবথেকে বেশি। সেই অবসাদের জন্য তারা আত্মহত্যা থেকে খুনের মত অপরাধ করতেও পিছপা হচ্ছে না। তাই বুঝতেই পারছেন ব্যাপারটা কতটা সিরিয়াস? (social media depression do’s and don’ts)

কি করা উচিত নয়

প্রথমে বলি এই অবসাদ যাতে না আসে তার জন্য কি কি করবেন না।

কি করা উচিত

আমাদের পৃথিবীতে কত কী দেখার আছে, জীবজন্তু গাছপালা পশুপাখি আছে তাদের সাথে মিশুন আপনার মনে অবসাদ বাসা বাঁধতে পারবেই না।

POPxo এখন চারটে ভাষায়!ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও! বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPx আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!o App  

Read More From Self Help