পেরেন্টিং টিপস

গর্ভাবস্থায় সাবধানে থাকার জন্য কর্মরত মহিলাদের জন্য রইল কয়েকটি টিপস

Indrani Bose  |  Jul 12, 2021
গর্ভাবস্থায় সাবধানে থাকার জন্য কর্মরত মহিলাদের জন্য রইল কয়েকটি টিপস

অনেকেই মনে করেন মাতৃত্ব নাকি জীবনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুভূতি। জীবনের এক বড় অধ্যায়ও বটে। যাঁরা অভিজ্ঞ তাঁরা অন্তত সেরকম কথাই বলেন। তবে গর্ভাবস্থায় অনেকটাই সাবধানে থাকতে হয় হবু মা’কে। অনেক নিয়ম মেনে চলতে হয়। এখন বেশিরভাগ মেয়েরাই কর্মরতা ও সাবলম্বী। গর্ভাবস্থায় কি তাহলে তাঁরা কাজ ছেড়ে দেবেন? কেরিয়ারে ইতি টানবেন? একদমই না। এখন অনেক কোম্পানিতে ওয়ার্ক ফ্রম হোমের সুযোগ রয়েছে, সেই কথা ঠিক। কিন্তু অনেককেই আবার অফিসেও যেতে হচ্ছে।

সাধারণ কয়েকটা বিষয় মনে রাখলে গর্ভাবস্থায়ও আপনার কাজ সামলাতে কোনও অসুবিধে হবে না। শারীরিক তো বটেই, মানসিক ভাবে ভাল থাকার জন্যও কিছু প্ল্যানিং জরুরি। কিছু নিয়ম মেনে চলাও দরকার। কীভাবে ওই সময়টা ব্যালেন্স করবেন দুটো দিক তারই একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করলাম আমরা। কর্মরত গর্ভবতী মহিলার (working pregnant women)জন্য রইল জরুরি কিছু টিপস।

 

অফিসে ব্যালেন্স করবেন কীভাবে

নিজের যত্ন নিন

তিন থেকে পাঁচবার স্বাস্থ্যসম্মত খাবার

পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার প্রেগন্যান্সি পিরিয়ডে খাওয়াটা মাস্ট। সবুজ শাকসব্জি, ফল, ইয়োগার্ট, চিজ, নানা রকমের ডাল, সোয়া মিল্ক, ডিম একজন সন্তানসম্ভবার প্রতিদিনের খাদ্যতালিকায় রাখা উচিত। ব্রেকফার্স্ট, লাঞ্চ, স্ন্যাক্স, ডিনারের মেনুতে কখনও না কখনও এই খাবারগুলি রাখতেই হবে যে কোনও ফর্ম্যাটে। ক্যালসিয়াম বা ওমেগা থ্রি সমৃদ্ধ খাবার যা শিশুর বৃদ্ধিতে সহায়ক তা মেনুতে থাকা বাঞ্ছনীয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মেনু ঠিক করুন। এই সময় ২৪ ঘণ্টায় তিন থেকে পাঁচবার ভারী খাবার খেতে হবে (working pregnant women)। এছাড়াও সারা দিনে ছোট ছোট বিরতিতে খাবার খেতে হবে। সঙ্গে ফলের রস বা সাধারণ জল। যাতে শরীরে ফ্লুয়িডের পরিমাণ সঠিক থাকে।

গুছিয়ে রাখার অভ্যেস করুন

কর্মরতা সন্তান সম্ভবাদের অনেক বেশি গোছানো হতে হবে। প্রয়োজন হলে একটি নোটপ্যাড তৈরি করুন প্রেগন্যান্সি পিরিয়ডের জন্য। অফিসে কী কী কাজ রয়েছে, কোন কোন মিটিং অথবা কোন কাজের পর কোন কাজটা করলে তাড়াতাড়ি হবে তা একটি নোটপ্যাডে লিখে রাখুন। এতে প্রথমত কাজ ভুলে যাওয়ার সম্ভবনা কমবে। দ্বিতীয়ত কাজের গতি বাড়বে। তৃতীয়ত, আপনার টার্গেট সম্পর্কে স্পষ্ট ধারণা থাকবে। এছাড়াও নিজের জন্য একটা স্পষ্ট রুটিন তৈরি করতে পারবেন (working pregnant women)।

ব্যায়াম জরুরি

প্রেগন্যান্সি পিরিয়ডে (working pregnant women)হালকা ব্যায়াম খুব জরুরি। অফিস করতে করতেই মাঝেমধ্যে কাজের ফাঁকে সমান জায়গায় হেঁটে নিন। এতে রক্ত জমাট বাঁধার সম্ভবনা কমবে। পা এবং পায়ের পাতা সচল রাখা জরুরি। ভারী কোনও জিনিস তুলবেন না। ভারী কোনও কাজও এড়িয়ে চলা ভাল। একইসঙ্গে ভারী কোনও ব্যায়ামও এড়িয়ে যাবেন। রাতে শোওয়ার সময় পায়ের নীচে বালিশ দিয়ে শুলে আরাম পাবেন। আর কাজের জায়গায় মনও ফুরফুরে রাখার চেষ্টা করবেন। অথবা কোনও বিষয় নিয়ে দুশ্চিন্তা কিন্তু গর্ভস্থ শিশুর ক্ষতি করতে পারে।

কী কী করবেন

কী করবেন না

https://bangla.popxo.com/article/best-and-safe-exercises-during-pregnancy-in-bengali

POPxo এখন চারটে ভাষায়! ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!      

বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!

Read More From পেরেন্টিং টিপস